কলকাতা, 3 অগস্ট: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর চিকিৎসা কি কলকাতার এসএসকেএম হাসপাতাল করতে পারবে না ? জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । আজ, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই জানাতে হবে কেন তাঁর চিকিৎসা বেসরকারি হাসপাতালে করা প্রয়োজন । বিকেল সাড়ে 4টের সময় ইডিকে জানাতে হবে যে তারা কালীঘাটের কাকুর জন্য কোনও মেডিক্যাল বোর্ড গঠন করাবে কি না ! তাঁর শারীরিক অবস্থা কী, সেটাও জানাতে হবে ৷ বিকেলে ফের শুনানি হবে এই মামলার ।
এ দিন বিচারপতি বলেন, ‘‘বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা কেন করানো প্রয়োজন, তা জানতে চায় হাইকোর্ট । জামিন বাদ দিয়ে চিকিৎসার আর্জি শুনবে আদালত । এসএসকেএম যতক্ষণ না বলবে যে তারা এই চিকিৎসা করতে সমর্থ নয়, ততক্ষণ আদালত বিশ্বাস করতে পারছে না যে বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে ৷’’
এ দিন শুনানিতে বিচারপতির আরও মন্তব্য, ‘‘স্ত্রী মারা যাওয়ার মাত্র 15 দিনের জন্য প্যারোলে গেলেন । তারপর বললেন কার্ডিয়াক সমস্যা । ফলে তদন্ত করার সমস্যা হবে ইডির ৷ প্রাথমিক পর্যায়ে জামিন ছাড়াও হাসপাতালে চিকিৎসা সম্ভব । জামিন দিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে খারাপ বার্তা যাবে অন্য বন্দিদের কাছে ৷’’ এমনকী, এসএসকেএমে চিকিৎসার সুবিধা থাকা সত্ত্বেও সেখানে চিকিৎসা না নিতে চান কালীঘাটের কাকু, তাহলে মামলা খারিজ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি ৷
আদালতের আরও প্রশ্ন, ওঁর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট আছে ? এসএসকেএম-এ কি এই সুবিধা নেই ? উনি যে চিকিৎসককে দেখান, তিনি কি ওই বেসরকারি হাসপাতালে বসেন ? এসএসকেএম থেকে কি পরামর্শ দেওয়া হয়েছে ওই বেসরকারি হাসপাতালে যেতে ? যদি না বলে তাহলে কীভাবে বলছেন ? জেল হাসপাতালে তো আর চিকিৎসা হচ্ছে না । তাহলে অসুবিধা কোথায় ?
এদিকে সুজয়কৃষ্ণ ভদ্রর তরফে আইনজীবী কিশোর দত্ত অন্তর্বতী জামিন দেওয়ার আরজি জানান । তিনি বলেন, ‘‘পেসমেকার আছে । সুপ্রিম কোর্টের একাধিক রায়ে আছে বন্দির পছন্দে চিকিৎসা হতে পারে ।’’ এর আগে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার আরজি জানানো হয়েছিল কালীঘাটের কাকুর পক্ষ থেকে ৷ এবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার আরজি জানানো হয়েছে ৷
আরও পড়ুন: চিকিৎসা ও জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারে 'কালীঘাটের কাকু'
ইডির তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "এসএসকেএম বাকি সময়ে ভালো । কিন্তু রাজনৈতিক চাপে রিপোর্ট সঠিক হয় না । আদৌ কি অসুস্থ উনি !"