ETV Bharat / state

HC on SSC Recruitment Case : বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের তলব হাইকোর্টের - HC on SSC Recruitment Case

বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা এবং প্রাক্তন চেয়ারম্যান-সহ 3 আধিকারিককে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Summons SSC Officers on Teacher Recruitment) ৷ 9 মার্চ দুপুর 2টোর মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

Calcutta HC Summons SSC Officers on Teacher Recruitment
Calcutta HC Summons SSC Officers on Teacher Recruitment
author img

By

Published : Mar 7, 2022, 5:22 PM IST

কলকাতা, 7 মার্চ : বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা এবং প্রাক্তন চেয়ারম্যান-সহ তিনজনকে ফের তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Summons SSC Officers on Teacher Recruitment) ৷ এই তিনজন হলেন, শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য এবং প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ৷ তাঁদের 9 মার্চ দুপুর 2টোর সময় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

মুর্শিদাবাদের ছ’জনকে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন ৷ অভিযোগ, তাঁদের প্রত্যেকের নাম ছিল মেধাতালিকার নিচের দিকে ৷ তা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয় বলে অভিযোগ ৷ তাঁদের মধ্যে তিনজন এ দিন আদালতে হাজির হয়ে জানান, তাঁদের নাম সুপারিশ করা হলেও, তাঁরা ওই চাকরিতে যোগ দেননি ৷ কেউ প্রাথমিক স্কুলে, কেউ বেসরকারি কলেজে কাজ করছেন ৷ আদালত বুধবার ওই তিনজনকে প্রামাণ্য নথি জমা করতে নির্দেশ দিয়েছেন ৷

অভিযোগ, 2018 সালে বেশিরভাগ নিয়োগ করা হয়েছিল বেআইনিভাবে ৷ মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এ দিন উল্লেখ করেন, ওই বছর বছর পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল ৷ এমনকি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও, এই নিয়োগ হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেন মামলাকারীরা ৷ সেইমতো নথি পরবর্তী শুনানিতে খুঁজে আনার আশ্বাসও দিয়েছেন মামলাকারীদের আইনজীবী ৷

আরও পড়ুন : High Court summon police report : বিশ্বভারতী কর্তৃপক্ষের সব ঘরে তালা মারার অভিযোগে পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

প্রসঙ্গত নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 6 জনকে বেআইনিভাবে নিয়োগের ব্যাপারে জেলা স্কুল শিক্ষা পরিদর্শককে নিয়োগের মেমো নম্বর-সহ আদালতে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ স্কুল সার্ভিস কমিশনকেও এ ব্যাপারে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার শুনানিতে সিবিআই তদন্তের ইঙ্গিত দিয়েছেন ৷ তবে, পুরোটাই নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশন কতটা সহযোগিতা করছে তার উপর ৷

কলকাতা, 7 মার্চ : বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা এবং প্রাক্তন চেয়ারম্যান-সহ তিনজনকে ফের তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Summons SSC Officers on Teacher Recruitment) ৷ এই তিনজন হলেন, শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য এবং প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ৷ তাঁদের 9 মার্চ দুপুর 2টোর সময় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

মুর্শিদাবাদের ছ’জনকে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন ৷ অভিযোগ, তাঁদের প্রত্যেকের নাম ছিল মেধাতালিকার নিচের দিকে ৷ তা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয় বলে অভিযোগ ৷ তাঁদের মধ্যে তিনজন এ দিন আদালতে হাজির হয়ে জানান, তাঁদের নাম সুপারিশ করা হলেও, তাঁরা ওই চাকরিতে যোগ দেননি ৷ কেউ প্রাথমিক স্কুলে, কেউ বেসরকারি কলেজে কাজ করছেন ৷ আদালত বুধবার ওই তিনজনকে প্রামাণ্য নথি জমা করতে নির্দেশ দিয়েছেন ৷

অভিযোগ, 2018 সালে বেশিরভাগ নিয়োগ করা হয়েছিল বেআইনিভাবে ৷ মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এ দিন উল্লেখ করেন, ওই বছর বছর পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল ৷ এমনকি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও, এই নিয়োগ হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেন মামলাকারীরা ৷ সেইমতো নথি পরবর্তী শুনানিতে খুঁজে আনার আশ্বাসও দিয়েছেন মামলাকারীদের আইনজীবী ৷

আরও পড়ুন : High Court summon police report : বিশ্বভারতী কর্তৃপক্ষের সব ঘরে তালা মারার অভিযোগে পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

প্রসঙ্গত নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 6 জনকে বেআইনিভাবে নিয়োগের ব্যাপারে জেলা স্কুল শিক্ষা পরিদর্শককে নিয়োগের মেমো নম্বর-সহ আদালতে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ স্কুল সার্ভিস কমিশনকেও এ ব্যাপারে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার শুনানিতে সিবিআই তদন্তের ইঙ্গিত দিয়েছেন ৷ তবে, পুরোটাই নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশন কতটা সহযোগিতা করছে তার উপর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.