ETV Bharat / state

Calcutta High Court: 24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের - হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর এলাকায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিএসএফের আইজি-কে এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : Jul 6, 2023, 3:28 PM IST

Updated : Jul 6, 2023, 6:31 PM IST

কলকাতা, 6 জুলাই: 24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এ দিন এক মামলার শুনানি চলাকালীন বিএসএফের আইজি-কে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি ৷

কলকাতা হাইকোর্টে এ দিন এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি ওই মামলায় নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলির যে অভিযোগ করা হয়েছিল, সেটাও খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । কারণ, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা কমিশন ইতিমধ্যে চিহ্নিত করেছে । পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ।

এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় তাঁর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যের মুখ্যসচিব ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে এক প্রোগ্রাম চালু করার বিজ্ঞপ্তি জারি করে 8 জুন । যেখানে তৃণমূলের দিদিকে বলো কর্মসূচির ফোন নম্বর ব্যবহার করা হয়েছে ৷ সরকারি প্রকল্পে পার্টির ফোন নম্বর ব্যবহার করা হয় কী করে ?’’ এই শুনে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘‘কমিশন কিছু পদক্ষেপ নেয়নি ?’’

এ দিন শুনানিতে শুভেন্দু অধিকারীর আরেক আইনজীবী সৌম্য মজুমদার বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরের পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে । তিন চারটে গাড়িতে করে দুষ্কৃতিরা ঢুকেছে সেখানে, খবর পাওয়া যাচ্ছে ।’’ প্রধান বিচারপতি কমিশনের কাছে এই ব্যাপারে জানতে চান ৷ তখন কমিশনের তরফে জানানো হয় বেলা 1টায় তারা নির্দেশ নিয়ে এসে জানাবে ।

আরও পড়ুন: গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বেও কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

সেই মতো পরে কমিশনের তরফে আদালতে জানানো হয়, 24 জুন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে । কারণ তিনি নাকি বেআইনি ভাবে অস্ত্র বিক্রি করেছেন দুষ্কৃতিদের । আর ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রোগ্রামের বিজ্ঞপ্তি 15 জুন প্রত্যাহার করে নেওয়া হয়েছে ।

অন্যদিকে বাতিল ব্যালটে প্রিসাইডিং অফিসারকে স্বাক্ষর করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে । তাছাড়া প্রধান বিচারপতির মন্তব্য, কোথাও থেকে যেন কোনও অভিযোগ না আসে তার জন্য সব চেষ্টা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে । আদালত আশা করবে 8 জুলাই পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ।

কলকাতা, 6 জুলাই: 24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ এ দিন এক মামলার শুনানি চলাকালীন বিএসএফের আইজি-কে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি ৷

কলকাতা হাইকোর্টে এ দিন এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি ওই মামলায় নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলির যে অভিযোগ করা হয়েছিল, সেটাও খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । কারণ, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা কমিশন ইতিমধ্যে চিহ্নিত করেছে । পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ।

এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় তাঁর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যের মুখ্যসচিব ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে এক প্রোগ্রাম চালু করার বিজ্ঞপ্তি জারি করে 8 জুন । যেখানে তৃণমূলের দিদিকে বলো কর্মসূচির ফোন নম্বর ব্যবহার করা হয়েছে ৷ সরকারি প্রকল্পে পার্টির ফোন নম্বর ব্যবহার করা হয় কী করে ?’’ এই শুনে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘‘কমিশন কিছু পদক্ষেপ নেয়নি ?’’

এ দিন শুনানিতে শুভেন্দু অধিকারীর আরেক আইনজীবী সৌম্য মজুমদার বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরের পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে । তিন চারটে গাড়িতে করে দুষ্কৃতিরা ঢুকেছে সেখানে, খবর পাওয়া যাচ্ছে ।’’ প্রধান বিচারপতি কমিশনের কাছে এই ব্যাপারে জানতে চান ৷ তখন কমিশনের তরফে জানানো হয় বেলা 1টায় তারা নির্দেশ নিয়ে এসে জানাবে ।

আরও পড়ুন: গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বেও কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

সেই মতো পরে কমিশনের তরফে আদালতে জানানো হয়, 24 জুন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে । কারণ তিনি নাকি বেআইনি ভাবে অস্ত্র বিক্রি করেছেন দুষ্কৃতিদের । আর ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রোগ্রামের বিজ্ঞপ্তি 15 জুন প্রত্যাহার করে নেওয়া হয়েছে ।

অন্যদিকে বাতিল ব্যালটে প্রিসাইডিং অফিসারকে স্বাক্ষর করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে । তাছাড়া প্রধান বিচারপতির মন্তব্য, কোথাও থেকে যেন কোনও অভিযোগ না আসে তার জন্য সব চেষ্টা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে । আদালত আশা করবে 8 জুলাই পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ।

Last Updated : Jul 6, 2023, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.