ETV Bharat / state

Cal HC on Jalpaiguri Couple Death: জলপাইগুড়িতে দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের

author img

By

Published : May 19, 2023, 2:12 PM IST

এডিজি হেডকোয়ার্টার কে জয়রামনের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করল কলকাতা হাইকোর্ট ৷ জলপাইগুড়ির লপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অপর্ণা ভট্টাচার্য এবং তাঁর স্বামীর মৃত্যুর মামলার তদন্ত করবে এই সিট ৷

Calcutta HC on Jalpaiguri Couple Death ETV BHARAT
Calcutta HC on Jalpaiguri Couple Death

কলকাতা, 19 মে: গত 1 এপ্রিল জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অপর্ণা ভট্টাচার্য এবং তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্যের কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনার তদন্তে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট ৷ মৃতদের পরিবার সিবিআই তদন্তের দাবি করলেও, আদালত রাজ্য পুলিশের এডিজি হেডকোয়ার্টার কে জয়রামনের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ৷ শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ৷ আর তদন্তে কী অগ্রগতি হল 29 জুন সে নিয়ে রিপোর্ট দিতে হবে সিটকে ৷

এ দিন বিচারপতি মান্থা সিটকে তদন্তভার দেওয়ার সময় মন্তব্য করেন, "মামলার চাপে ভারাক্রান্ত সিবিআই ৷ তাই তদন্তে সঠিক দিশা দিতে আদালত রাজ্য পুলিশের দক্ষ আধিকারিককে মাথায় রেখে সিট গঠন করছে ৷ যদিও, আদালত মানছে রাজ্য পুলিশের তদন্তে পরিবারের ভরসা নেই ৷" এই মামলার শুনানি করতে গিয়ে জলপাইগুড়ি পুলিশের ভূমিকায় একাধিক ত্রুটি আদালত পেয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ যদিও, সিবিআই-এর তরফে এ দিন আদালতে জানিয়েছিল, মাত্রাতিরিক্ত মামলার চাপ থাকলেও তারা তদন্তভার নিতে প্রস্তুত ৷

উল্লেখ্য, গত 1 এপ্রিল জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন অপর্ণা ভট্টাচার্য এবং তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্যের দেহ উদ্ধার হয় ৷ সঙ্গে উদ্ধার হয় একটি সুইসাইড নোট ৷ সেখানে জলপাইগুড়ি পৌরসভার বর্তমান ভাইস চেয়ারপার্সন সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ, মনোময় সরকার এবং সোনালি বিশ্বাসের নাম উল্লেখ করেছিলেন তাঁরা ৷ প্রধান অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছিলেন তাঁরা ৷ এর আগেও তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন দম্পতি ৷

পুলিশের গাফিলতির প্রসঙ্গে বলতে গিয়ে এই বিষয়টিও আজ উল্লেখ করেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ 2022 সালের 3 অক্টোবর পুলিশ সুপারকে চিঠি লিখেছিলেন তাঁরা ৷ তারপরও পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ আর গত 1 এপ্রিল দম্পতির দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় ভাইস চেয়ারপার্সন সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্য নানানভাবে চাপ সৃষ্টির অভিযোগ করেন ৷ এমনকী তাঁকে পৌরসভায় চাকরির পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয় বলেও অভিযোগ ৷ উল্লেখ্য, মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক ৷

আরও পড়ুন: মৃত আইনজীবী দম্পতির মেয়েকে চাকরির প্রলোভন, অভিযুক্ত জলপাইগুড়ি পৌরসভার ভাইস-চেয়ারম্যান

আর সেই সূত্রে, সৈকত চট্টোপাধ্যায় পুরো বিষয়টিতে বিজেপির ইন্ধনের অভিযোগ তুলেছিলেন ৷ তিনি পালটা অভিযোগ করেন, বিজেপির কথায় তানিয়া ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷ যদিও, তানিয়া জানিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে তাঁর বাবা-মা’র মৃত্যুতে রাজনৈতিক রং চাপানো হচ্ছে ৷ পাশাপাশি তিনি আরও জানান, বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাঁর বর্তমান অভিভাবক ৷ তাই তিনি এই মামলায় হস্তক্ষেপ করতেই পারেন ৷

কলকাতা, 19 মে: গত 1 এপ্রিল জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন অপর্ণা ভট্টাচার্য এবং তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্যের কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনার তদন্তে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট ৷ মৃতদের পরিবার সিবিআই তদন্তের দাবি করলেও, আদালত রাজ্য পুলিশের এডিজি হেডকোয়ার্টার কে জয়রামনের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ৷ শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ৷ আর তদন্তে কী অগ্রগতি হল 29 জুন সে নিয়ে রিপোর্ট দিতে হবে সিটকে ৷

এ দিন বিচারপতি মান্থা সিটকে তদন্তভার দেওয়ার সময় মন্তব্য করেন, "মামলার চাপে ভারাক্রান্ত সিবিআই ৷ তাই তদন্তে সঠিক দিশা দিতে আদালত রাজ্য পুলিশের দক্ষ আধিকারিককে মাথায় রেখে সিট গঠন করছে ৷ যদিও, আদালত মানছে রাজ্য পুলিশের তদন্তে পরিবারের ভরসা নেই ৷" এই মামলার শুনানি করতে গিয়ে জলপাইগুড়ি পুলিশের ভূমিকায় একাধিক ত্রুটি আদালত পেয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ যদিও, সিবিআই-এর তরফে এ দিন আদালতে জানিয়েছিল, মাত্রাতিরিক্ত মামলার চাপ থাকলেও তারা তদন্তভার নিতে প্রস্তুত ৷

উল্লেখ্য, গত 1 এপ্রিল জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন অপর্ণা ভট্টাচার্য এবং তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্যের দেহ উদ্ধার হয় ৷ সঙ্গে উদ্ধার হয় একটি সুইসাইড নোট ৷ সেখানে জলপাইগুড়ি পৌরসভার বর্তমান ভাইস চেয়ারপার্সন সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ, মনোময় সরকার এবং সোনালি বিশ্বাসের নাম উল্লেখ করেছিলেন তাঁরা ৷ প্রধান অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেছিলেন তাঁরা ৷ এর আগেও তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন দম্পতি ৷

পুলিশের গাফিলতির প্রসঙ্গে বলতে গিয়ে এই বিষয়টিও আজ উল্লেখ করেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ 2022 সালের 3 অক্টোবর পুলিশ সুপারকে চিঠি লিখেছিলেন তাঁরা ৷ তারপরও পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ আর গত 1 এপ্রিল দম্পতির দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় ভাইস চেয়ারপার্সন সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্য নানানভাবে চাপ সৃষ্টির অভিযোগ করেন ৷ এমনকী তাঁকে পৌরসভায় চাকরির পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয় বলেও অভিযোগ ৷ উল্লেখ্য, মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক ৷

আরও পড়ুন: মৃত আইনজীবী দম্পতির মেয়েকে চাকরির প্রলোভন, অভিযুক্ত জলপাইগুড়ি পৌরসভার ভাইস-চেয়ারম্যান

আর সেই সূত্রে, সৈকত চট্টোপাধ্যায় পুরো বিষয়টিতে বিজেপির ইন্ধনের অভিযোগ তুলেছিলেন ৷ তিনি পালটা অভিযোগ করেন, বিজেপির কথায় তানিয়া ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷ যদিও, তানিয়া জানিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে তাঁর বাবা-মা’র মৃত্যুতে রাজনৈতিক রং চাপানো হচ্ছে ৷ পাশাপাশি তিনি আরও জানান, বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাঁর বর্তমান অভিভাবক ৷ তাই তিনি এই মামলায় হস্তক্ষেপ করতেই পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.