ETV Bharat / state

Rabindra Bharati Heritage Case: রবীন্দ্রভারতীর হেরিটেজ ভাঙার কাজ আপাতত বন্ধের নির্দেশ, রাজ্যের রিপোর্ট তলব

রবীন্দ্রভারতীর জোড়া সাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙার কাজে (Rabindra Bharati Heritage Case) নজর দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ এই মামলার পরের শুনানি 21 নভেম্বর ৷

calcutta-hc-directs-state-to-look-into-demolition-of-heritage-building-at-rabindra-bharati-jora-sanko-campus
রবীন্দ্র ভারতীর জোড়া সাঁকো
author img

By

Published : Nov 7, 2022, 1:47 PM IST

Updated : Nov 7, 2022, 3:55 PM IST

কলকাতা, 7 নভেম্বর: রবীন্দ্রভারতীর জোড়া সাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন (Rabindra Bharati Heritage Case) ভাঙার কাজ যেন আপাতত বন্ধ রাখা হয় । নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)৷ এ বিষয়ে আইনি ভাবে সব কাজ হচ্ছে কি না, সে বিষয়ে নজর দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত ।

হেরিটেজ ভবন ভেঙে সেখানে নতুন নির্মাণ হয়েছে । যে ঘরে রবীন্দ্রনাথ প্রথমবার বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতি নামে সংগঠনের অফিস করা হয়েছে । গ্রেট ওয়ান হেরিটেজ ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । দুটো ঘর ভাঙা হয়েছে । সেখানে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানো হয়েছে । তবে নেই কবিগুরুর ছবি । এ ব্যাপারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও রাজ্যকে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আগামী 21 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের ! হাইকোর্টে মামলা দায়ের

মামলাকারীদের তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে তৃণমূল পার্টি অফিস বানানো হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়া সাঁকো ক্যাম্পাসে । কোনও রকম হেরিটেজ আইনের তোয়াক্কা করা হয়নি । এ ব্যাপারে মামলাকারীদের বক্তব্য হলফনামার আকারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 21 নভেম্বরের মধ্যে ।

কলকাতা, 7 নভেম্বর: রবীন্দ্রভারতীর জোড়া সাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন (Rabindra Bharati Heritage Case) ভাঙার কাজ যেন আপাতত বন্ধ রাখা হয় । নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)৷ এ বিষয়ে আইনি ভাবে সব কাজ হচ্ছে কি না, সে বিষয়ে নজর দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত ।

হেরিটেজ ভবন ভেঙে সেখানে নতুন নির্মাণ হয়েছে । যে ঘরে রবীন্দ্রনাথ প্রথমবার বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতি নামে সংগঠনের অফিস করা হয়েছে । গ্রেট ওয়ান হেরিটেজ ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । দুটো ঘর ভাঙা হয়েছে । সেখানে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানো হয়েছে । তবে নেই কবিগুরুর ছবি । এ ব্যাপারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও রাজ্যকে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আগামী 21 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের ! হাইকোর্টে মামলা দায়ের

মামলাকারীদের তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে তৃণমূল পার্টি অফিস বানানো হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়া সাঁকো ক্যাম্পাসে । কোনও রকম হেরিটেজ আইনের তোয়াক্কা করা হয়নি । এ ব্যাপারে মামলাকারীদের বক্তব্য হলফনামার আকারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 21 নভেম্বরের মধ্যে ।

Last Updated : Nov 7, 2022, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.