হায়দরাবাদ, 23 জানুয়ারি: বৃহস্পতিবার, আজ সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দেশজুড়ে ৷ নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রতি শ্রদ্ধা জানান ৷ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ (23 জানুয়ারি, 2025) নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেওয়া স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর স্মৃতিচারণ করে তিনি বলেন, "ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অতুলনীয়। তিনি সাহস ও দৃঢ়তার প্রতীক। তাঁর স্বপ্নের ভারত গঠনের লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে চলেছে, সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালিত হচ্ছে 'পরাক্রম দিবস' হিসেবে।"
President Droupadi Murmu paid floral tributes to Netaji Subhas Chandra Bose at Rashtrapati Bhavan on his birth anniversary observed as Parakram Diwas. pic.twitter.com/Ot0MChY2CT
— President of India (@rashtrapatibhvn) January 23, 2025
Today, on Parakram Diwas, I pay homage to Netaji Subhas Chandra Bose. His contribution to India’s freedom movement is unparalleled. He epitomised courage and grit. His vision continues to motivate us as we work towards building the India he envisioned. pic.twitter.com/HrXmyrgHvH
— Narendra Modi (@narendramodi) January 23, 2025
বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দেশের স্বার্থে সুভাষচন্দ্র বসুর অদম্য মনোভাবকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। ধনখড় তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, "ভারতের স্বাধীনতার প্রতি তাঁর অনুকরণীয় নিবেদন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন তাঁর অসাধারণ দৃষ্টিভঙ্গি এবং বীরত্বের প্রমাণ। নেতাজির অদম্য মনোভাব এবং দৃঢ় সংকল্প মানুষকে একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং ঐক্যবদ্ধ ভারতের জন্য অক্লান্ত পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। তিনি মাতৃভূমির স্বার্থে নিঃস্বার্থ নিষ্ঠার মূর্ত প্রতীক।"
Remembering the fearless patriot Netaji Subhash Chandra Bose on #ParakramDiwas. His exemplary dedication to India’s Independence and the formation of Azad Hind Fauj stand as testament to his extraordinary vision and valour.
— Vice-President of India (@VPIndia) January 23, 2025
Netaji’s valour, nationalistic fervour, and monumental…
জাতীয় ও আন্তর্জাতিক আইকন হিসেবে, দেশের ইতিহাসে বাংলা থেকে নেতাজির উত্থান অতুলনীয়। দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকীতে তাঁকে আলিপুরদুয়ারে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#WATCH | West Bengal CM Mamata Banerjee pays floral tributes to Netaji Subhas Chandra Bose on his birth anniversary today, in Alipurduar pic.twitter.com/30WpOMebd4
— ANI (@ANI) January 23, 2025
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বৃহস্পতিবার কটকে 'পরাক্রম দিবস' উদযাপনের উদ্বোধন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান ওড়িশার কটকে এই প্রথমবার পরাক্রম দিবস উদযাপন করা হচ্ছে। ঐতিহাসিক বারাবতী দুর্গে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ମହାନ ସ୍ଵାଧୀନତା ସଂଗ୍ରାମୀ ନେତାଜୀ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷଙ୍କ ୧୨୮ତମ ଜୟନ୍ତୀ ଅବସରରେ ବିଧାନସଭା ପରିସରରେ ଥିବା ତାଙ୍କ ପ୍ରତିମୂର୍ତ୍ତିରେ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କଲି। ଦେଶର ସ୍ଵାଧୀନତା ପାଇଁ ତାଙ୍କର ଅବଦାନ ଏବଂ ବୀରତ୍ୱର ଗାଥା ସର୍ବଦା ସ୍ମରଣୀୟ ହୋଇ ରହିବ। #ParakramDiwas pic.twitter.com/2TsEdRwClP
— Mohan Charan Majhi (@MohanMOdisha) January 23, 2025
নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু বলেন, "নেতাজির কন্যা অধ্যাপিকা অনিতা বসু পাফ এবং বসু পরিবারের অন্যান্য সদস্যদের পাঠানো অসংখ্য চিঠির জবাব প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ভারত সরকারকে দিতে হবে ৷ ওই চিঠিগুলিতে বিদেশে পড়ে থাকা নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে । নেতাজি স্বাধীন ভারতে ফিরে আসতে চেয়েছিলেন ৷ কিন্তু, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে তিনি জীবন উৎসর্গ করেছিলেন। জাপানে তাঁর দেহাবশেষ পড়ে থাকা অত্যন্ত অসম্মানজনক। দশটি তদন্ত রিপোর্টে নেতাজির দেহাবশেষের চূড়ান্ত প্রমাণ রয়েছে। যদি সরকার মনে করে যে দেহাবশেষ নেতাজির নয়, তাহলে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা উচিত। কেবল নীরবতা এই মহান নেতার স্মৃতির প্রতি অসম্মানজনক।"