কলকাতা, 13 এপ্রিল: গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কেস ডায়েরি তলব করল আদালত । পাশাপাশি পুলিশকে তদন্তের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায় । তাঁর বক্তব্যে উস্কানির ইঙ্গিত ছিল বলে অভিযোগ । এরপরই যে কোনও সময়ে গ্রেফতারের আশঙ্কাকায় এদিন হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেত্রী । মামলার শুনানিতে এদিন, মামলার কেস ডায়েরি তলব করেন বিচারপতি রাজাশেখর মান্থা । অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে দায়ের মামলায় আগামী 24 এপ্রিল পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি । পাশাপাশি ওইদিন পুলিশকে তদন্তের বিস্তারিত রিপোর্টও দিতে হবে আদালতে ।
এদিন শুনানিতে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, এই মুহূর্তে বিজেপি নেত্রীকে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না পুলিশ । অন্যদিকে, অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ, গত 7 এপ্রিল বিষ্ণুপুর থানায় ডেপুটেশন দিতে গিয়ে তিনি রাজ্য সরকার, শাসকদল ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন ৷ তাঁকে বাধা দেওয়ায় স্থানীয় থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । এক্ষেত্রে পুলিশের দাবি, তারা শুধু ডিজে বাজাতে বারণ করেছিল ।
যদিও বিজেপি নেত্রীর বক্তব্য, কেন বিশেষ ধর্মীয় স্থানের সামনে ডিজে বাজানো বন্ধ করতে হবে ? তাঁর কথায়, "এরপর তো দুর্গাপুজোয় অঞ্জলিও আস্তে আস্তে দিতে বলবে পুলিশ । এই বক্তব্যের মধ্যে কোথায় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে সেটা আদালত দেখুক ।" পালটা রাজ্য সরকারের বক্তব্য, সম্প্রীতি রক্ষার জন্য পুলিশ যা করার করছে । পুলিশকে রিপোর্ট দিতে সময় দেওয়ারও আর্জি জানানো হয় আদালতে ।
আরও পড়ুন: 2014 সালের টেট-এর প্রশ্ন ভুলে সবাইকে নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের
উল্লেখ্য, রামনবমী ও হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর রাজ্যের রাজনৈতিক নেতা নেত্রীদের বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকার আবেদনও জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । সেই মামলায় এখনও কোনও নির্দেশ দেয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আইনজীবীরা ।