ETV Bharat / state

পরিবহণ ভবন অভিযানের ডাক অ্যাপ ক্যাব সংগঠনের

author img

By

Published : Aug 18, 2020, 6:34 AM IST

বারবার বলা হলেও কমিশন কমানো হচ্ছে না। ক্যাবগুলিকে ঠিকমত স্যানিটাইজ়ও করা হচ্ছে না। কয়েকটি গাড়ি বাদে বাকি গাড়িগুলিতে চালক ও যাত্রীদের মাঝে প্লাস্টিক শিট লাগানোর ব্যবস্থা করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন যে সব আসনেই যাত্রীরা বসতে পারবেন। সেই কারণে চালকের পাশের আসনেও যাত্রীরা বসছেন। এর ফলে বহু চালক সংক্রমিত হয়েছে।

cab
cab

কলকাতা , 18 অগাস্ট : অ্যাপ ক্যাব সংস্থাগুলির কমিশন কমাবার দাবিতে পরিবহন ভবন অভিযানের ডাক দিল কলকাতা ওলা উবের অ্যাপ অপারেটর এন্ড ড্রাইভার ইউনিয়ন।

CITU নেতা ইন্দ্রজিৎ ঘোষ বলেন যে, "বর্তমান সময়ে ওলা উবের সহ সমস্ত অ্যাপ ক্যাব চালক ও অপারেটররা খুবই যন্ত্রণার মধ্যে রয়েছে। ডিজ়েলের মূল্য তার উপর আবার ভাড়া হচ্ছে খুবই কম। ক্যাব সংস্থাগুলির 25 শতাংশ কমিশন নিচ্ছে। এর মধ্যে 20 শতাংশ সংস্থার কমিশন ও 5 শতাংশ জিএসটি। সব মিলিয়ে সারাদিন গাড়ি চালিয়ে 100 টাকা রোজগার করা কঠিন হয়ে উঠেছে। তাই আমরা এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাইছি। তাই এই যন্ত্রণার প্রতিবাদে আমরা পরিবহন দপ্তর অভিযান করতে চলেছি।"

তিনি আরও বলেন , " সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হলেও কমিশন কমানো হচ্ছে না। ক্যাবগুলিকে ঠিকমত স্যানিটাইজ়ও করা হচ্ছে না। কয়েকটি গাড়ি বাদে বাকি গাড়িগুলিতে চালক ও যাত্রীদের মাঝে প্লাস্টিক শিট লাগানোর ব্যবস্থা করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন যে সব আসনেই যাত্রীরা বসতে পারবেন। সেই কারণে চালকের পাশের আসনেও যাত্রীরা বসছেন। এর ফলে বহু চালক সংক্রমিত হয়েছে। লকডাউনের সময় গাড়ি চলেনি তবুও রোড ট্যাক্স দিতে হয়েছে। "

কমিশন কমানোর পাশাপাশি তাঁদের অন্যান্য দাবিদাওয়াগুলো হল, ওলা ও উবের সহ সমস্ত অ্যাপ ক্যাবকে 20 টাকা প্রতি কিলোমিটার হিসেবে ভাড়া দিতে হবে, পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, প্রতিটি চালককে রাজ্য সরকারের থেকে কোভিড বিমার অন্তর্ভুক্ত করতে হবে, লকডাউনের সময় রোড ট্যাক্স ছাড় দিতে হবে ও CF ডেট ফেল হলে ফাইন নেওয়া যাবে না এবং অ্যাপ ক্যাব সংস্থাগুলির কমিশন কমাতে হবে।

কলকাতা , 18 অগাস্ট : অ্যাপ ক্যাব সংস্থাগুলির কমিশন কমাবার দাবিতে পরিবহন ভবন অভিযানের ডাক দিল কলকাতা ওলা উবের অ্যাপ অপারেটর এন্ড ড্রাইভার ইউনিয়ন।

CITU নেতা ইন্দ্রজিৎ ঘোষ বলেন যে, "বর্তমান সময়ে ওলা উবের সহ সমস্ত অ্যাপ ক্যাব চালক ও অপারেটররা খুবই যন্ত্রণার মধ্যে রয়েছে। ডিজ়েলের মূল্য তার উপর আবার ভাড়া হচ্ছে খুবই কম। ক্যাব সংস্থাগুলির 25 শতাংশ কমিশন নিচ্ছে। এর মধ্যে 20 শতাংশ সংস্থার কমিশন ও 5 শতাংশ জিএসটি। সব মিলিয়ে সারাদিন গাড়ি চালিয়ে 100 টাকা রোজগার করা কঠিন হয়ে উঠেছে। তাই আমরা এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাইছি। তাই এই যন্ত্রণার প্রতিবাদে আমরা পরিবহন দপ্তর অভিযান করতে চলেছি।"

তিনি আরও বলেন , " সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হলেও কমিশন কমানো হচ্ছে না। ক্যাবগুলিকে ঠিকমত স্যানিটাইজ়ও করা হচ্ছে না। কয়েকটি গাড়ি বাদে বাকি গাড়িগুলিতে চালক ও যাত্রীদের মাঝে প্লাস্টিক শিট লাগানোর ব্যবস্থা করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন যে সব আসনেই যাত্রীরা বসতে পারবেন। সেই কারণে চালকের পাশের আসনেও যাত্রীরা বসছেন। এর ফলে বহু চালক সংক্রমিত হয়েছে। লকডাউনের সময় গাড়ি চলেনি তবুও রোড ট্যাক্স দিতে হয়েছে। "

কমিশন কমানোর পাশাপাশি তাঁদের অন্যান্য দাবিদাওয়াগুলো হল, ওলা ও উবের সহ সমস্ত অ্যাপ ক্যাবকে 20 টাকা প্রতি কিলোমিটার হিসেবে ভাড়া দিতে হবে, পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, প্রতিটি চালককে রাজ্য সরকারের থেকে কোভিড বিমার অন্তর্ভুক্ত করতে হবে, লকডাউনের সময় রোড ট্যাক্স ছাড় দিতে হবে ও CF ডেট ফেল হলে ফাইন নেওয়া যাবে না এবং অ্যাপ ক্যাব সংস্থাগুলির কমিশন কমাতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.