ETV Bharat / state

জ্বালানির দাম বাড়ায় বাস চালানো অসম্ভব, পরিবহন দপ্তরের দ্বারস্থ মালিক সংগঠন - to increase the fare of private buses

ভাড়া বৃদ্ধির দাবিতে ফের পরিবহন দপ্তরে চিঠি দিল বাস মালিক সংগঠন ৷ চলতি মাসের শুরু থেকেই বাড়ছে জ্বালানির দাম ৷ ফলে তাদের বক্তব্য, জ্বালানির বর্ধিত দামে পুরোনো ভাড়ায় বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷

The bus owners' association filed petition to the transport department to increase the fare of private buses
পরিবহন দপ্তরে চিঠি দিয়ে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির আর্জি বাস মালিক সংগঠনের
author img

By

Published : Jun 16, 2020, 1:08 PM IST

কলকাতা, 16 জুন : লকডাউন শিথিল হওয়ার পর আবার পথে নেমেছে বেসরকারি বাস । কিন্তু পুরোনো ভাড়ায় বাস চালানো সম্ভব হচ্ছে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মালিকরা । ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন দপ্তরে চিঠিও দিয়েছিলেন তাঁরা । তার উপর কয়েকদিন ধরে জ্বালানির দাম বেড়ে চলায় বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে তাঁদের বক্তব্য । এই পরিস্থিতিতে ফের ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন দপ্তরের দ্বারস্থ হল বাস মালিক সংগঠনগুলি । এই নিয়ে চিঠি দেন নর্থ কলকাতা বাস-মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু ৷

চলতি মাসের শুরু থেকেই বেড়ে চলেছে পেট্রল ও ডিজ়েলের দাম । গত কয়েকদিনে প্রতি লিটারে ডিজ়েলের দাম বেড়েছে মোট 4.72 টাকা । পেট্রলের দাম বেড়েছে আনুমানিক 5 টাকা ৷ এর জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের বেসরকারি বাস মালিকরা । চলতি মাসে ডিজ়েলের দাম বেড়েছে ন'বার ও পেট্রলের দাম বেড়েছে সাতবার । বর্তমানে কলকাতায় পেট্রলের দাম 78.10 টাকা ও ডিজ়েলের দাম 70.33 টাকা । বাস মালিকদের বক্তব্য , এমনিতেই কোরোনা সংক্রমণের জেরে যাত্রী সংখ্যা তলানিতে । পুরোনো ভাড়ায় বাস চালানোর ক্ষেত্রে প্রথম থেকেই গররাজি ছিলেন তাঁরা ৷ তার উপর পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির জেরে বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷

নর্থ কলকাতা বাস-মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "রেগুলেটরি কমিটির কাছে একটি চিঠি দেওয়া হয়েছে । বর্তমানে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা খুবই কমে গেছে । তার উপর পুরোনো ভাড়ায় গাড়ি চালাতে হচ্ছে ৷ এবার তার সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির বর্ধিত দাম । ফলে চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন বাস মালিকরা । তাই বাস পরিষেবা চালু রাখতে হলে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই । তাই যাতে রেগুলেটরি কমিটি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয় সে বিষয়ে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি । এভাবে বেশিদিন বাস চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে । আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমেছে ৷ দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমার কথা ছিল৷ কিন্তু তা বেড়েই চলেছে ৷" তিনি আরও বলেন, " জ্বালানির উপর GST লাগু করার কথা সংগঠনগুলি বরাবরই জানিয়ে আসছে । তবে তাতেও কোনও কাজ হয়নি । কেন্দ্রীয় সরকার কোনওরকম প্যাকেজও আনছে না ৷ আমরা অর্থমন্ত্রীকেও মেইল করেছিলাম ৷ তবুও কোনও সদুত্তর পাইনি ৷ কেন্দ্রীয় সরকারের তাতেও কোনও ঘুম ভাঙছে না ৷ তবে এবার কোরোনা সংক্রমণের সঙ্গে ডিজ়েল ও পেট্রলের বর্ধিত দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে বাসের ভাড়া । "

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন , "কলকাতা শহর ও শহরতলিতে যাতে বাস পরিষেবা বজায় থাকে সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে । বেসরকারি বাস মালিকদের এভাবে বাস চালাতে গিয়ে বেগ পেতে হচ্ছে । আমার বিশ্বাস সরকারও বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল । আমাদের আশা যে, সরকার দ্রুত বিষয়টি নিয়ে কোনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে । " দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আগেও বহুবার সরব হয়েছেন বেসরকারি বাস মালিকরা । প্রসঙ্গত, 2013 সালে 1 টাকা ভাড়া বৃদ্ধি পায় ৷ এরপর 2018 সালে 6 জুন আবারও প্রতি কিলোমিটারে 1 টাকা ভাড়া বৃদ্ধি হয় ৷ এরপর জ্বালানির দাম বাড়লেও বাড়েনি বাসের ভাড়া ।

কলকাতা, 16 জুন : লকডাউন শিথিল হওয়ার পর আবার পথে নেমেছে বেসরকারি বাস । কিন্তু পুরোনো ভাড়ায় বাস চালানো সম্ভব হচ্ছে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মালিকরা । ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন দপ্তরে চিঠিও দিয়েছিলেন তাঁরা । তার উপর কয়েকদিন ধরে জ্বালানির দাম বেড়ে চলায় বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে তাঁদের বক্তব্য । এই পরিস্থিতিতে ফের ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন দপ্তরের দ্বারস্থ হল বাস মালিক সংগঠনগুলি । এই নিয়ে চিঠি দেন নর্থ কলকাতা বাস-মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু ৷

চলতি মাসের শুরু থেকেই বেড়ে চলেছে পেট্রল ও ডিজ়েলের দাম । গত কয়েকদিনে প্রতি লিটারে ডিজ়েলের দাম বেড়েছে মোট 4.72 টাকা । পেট্রলের দাম বেড়েছে আনুমানিক 5 টাকা ৷ এর জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের বেসরকারি বাস মালিকরা । চলতি মাসে ডিজ়েলের দাম বেড়েছে ন'বার ও পেট্রলের দাম বেড়েছে সাতবার । বর্তমানে কলকাতায় পেট্রলের দাম 78.10 টাকা ও ডিজ়েলের দাম 70.33 টাকা । বাস মালিকদের বক্তব্য , এমনিতেই কোরোনা সংক্রমণের জেরে যাত্রী সংখ্যা তলানিতে । পুরোনো ভাড়ায় বাস চালানোর ক্ষেত্রে প্রথম থেকেই গররাজি ছিলেন তাঁরা ৷ তার উপর পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির জেরে বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷

নর্থ কলকাতা বাস-মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "রেগুলেটরি কমিটির কাছে একটি চিঠি দেওয়া হয়েছে । বর্তমানে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা খুবই কমে গেছে । তার উপর পুরোনো ভাড়ায় গাড়ি চালাতে হচ্ছে ৷ এবার তার সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির বর্ধিত দাম । ফলে চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন বাস মালিকরা । তাই বাস পরিষেবা চালু রাখতে হলে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই । তাই যাতে রেগুলেটরি কমিটি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয় সে বিষয়ে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি । এভাবে বেশিদিন বাস চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে । আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমেছে ৷ দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমার কথা ছিল৷ কিন্তু তা বেড়েই চলেছে ৷" তিনি আরও বলেন, " জ্বালানির উপর GST লাগু করার কথা সংগঠনগুলি বরাবরই জানিয়ে আসছে । তবে তাতেও কোনও কাজ হয়নি । কেন্দ্রীয় সরকার কোনওরকম প্যাকেজও আনছে না ৷ আমরা অর্থমন্ত্রীকেও মেইল করেছিলাম ৷ তবুও কোনও সদুত্তর পাইনি ৷ কেন্দ্রীয় সরকারের তাতেও কোনও ঘুম ভাঙছে না ৷ তবে এবার কোরোনা সংক্রমণের সঙ্গে ডিজ়েল ও পেট্রলের বর্ধিত দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে বাসের ভাড়া । "

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন , "কলকাতা শহর ও শহরতলিতে যাতে বাস পরিষেবা বজায় থাকে সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে । বেসরকারি বাস মালিকদের এভাবে বাস চালাতে গিয়ে বেগ পেতে হচ্ছে । আমার বিশ্বাস সরকারও বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল । আমাদের আশা যে, সরকার দ্রুত বিষয়টি নিয়ে কোনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে । " দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আগেও বহুবার সরব হয়েছেন বেসরকারি বাস মালিকরা । প্রসঙ্গত, 2013 সালে 1 টাকা ভাড়া বৃদ্ধি পায় ৷ এরপর 2018 সালে 6 জুন আবারও প্রতি কিলোমিটারে 1 টাকা ভাড়া বৃদ্ধি হয় ৷ এরপর জ্বালানির দাম বাড়লেও বাড়েনি বাসের ভাড়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.