কলকাতা, 16 জুন : লকডাউন শিথিল হওয়ার পর আবার পথে নেমেছে বেসরকারি বাস । কিন্তু পুরোনো ভাড়ায় বাস চালানো সম্ভব হচ্ছে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মালিকরা । ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন দপ্তরে চিঠিও দিয়েছিলেন তাঁরা । তার উপর কয়েকদিন ধরে জ্বালানির দাম বেড়ে চলায় বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে তাঁদের বক্তব্য । এই পরিস্থিতিতে ফের ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন দপ্তরের দ্বারস্থ হল বাস মালিক সংগঠনগুলি । এই নিয়ে চিঠি দেন নর্থ কলকাতা বাস-মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু ৷
চলতি মাসের শুরু থেকেই বেড়ে চলেছে পেট্রল ও ডিজ়েলের দাম । গত কয়েকদিনে প্রতি লিটারে ডিজ়েলের দাম বেড়েছে মোট 4.72 টাকা । পেট্রলের দাম বেড়েছে আনুমানিক 5 টাকা ৷ এর জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের বেসরকারি বাস মালিকরা । চলতি মাসে ডিজ়েলের দাম বেড়েছে ন'বার ও পেট্রলের দাম বেড়েছে সাতবার । বর্তমানে কলকাতায় পেট্রলের দাম 78.10 টাকা ও ডিজ়েলের দাম 70.33 টাকা । বাস মালিকদের বক্তব্য , এমনিতেই কোরোনা সংক্রমণের জেরে যাত্রী সংখ্যা তলানিতে । পুরোনো ভাড়ায় বাস চালানোর ক্ষেত্রে প্রথম থেকেই গররাজি ছিলেন তাঁরা ৷ তার উপর পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির জেরে বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷
নর্থ কলকাতা বাস-মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "রেগুলেটরি কমিটির কাছে একটি চিঠি দেওয়া হয়েছে । বর্তমানে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা খুবই কমে গেছে । তার উপর পুরোনো ভাড়ায় গাড়ি চালাতে হচ্ছে ৷ এবার তার সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির বর্ধিত দাম । ফলে চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন বাস মালিকরা । তাই বাস পরিষেবা চালু রাখতে হলে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই । তাই যাতে রেগুলেটরি কমিটি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয় সে বিষয়ে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি । এভাবে বেশিদিন বাস চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে । আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমেছে ৷ দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমার কথা ছিল৷ কিন্তু তা বেড়েই চলেছে ৷" তিনি আরও বলেন, " জ্বালানির উপর GST লাগু করার কথা সংগঠনগুলি বরাবরই জানিয়ে আসছে । তবে তাতেও কোনও কাজ হয়নি । কেন্দ্রীয় সরকার কোনওরকম প্যাকেজও আনছে না ৷ আমরা অর্থমন্ত্রীকেও মেইল করেছিলাম ৷ তবুও কোনও সদুত্তর পাইনি ৷ কেন্দ্রীয় সরকারের তাতেও কোনও ঘুম ভাঙছে না ৷ তবে এবার কোরোনা সংক্রমণের সঙ্গে ডিজ়েল ও পেট্রলের বর্ধিত দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে বাসের ভাড়া । "
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন , "কলকাতা শহর ও শহরতলিতে যাতে বাস পরিষেবা বজায় থাকে সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে । বেসরকারি বাস মালিকদের এভাবে বাস চালাতে গিয়ে বেগ পেতে হচ্ছে । আমার বিশ্বাস সরকারও বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল । আমাদের আশা যে, সরকার দ্রুত বিষয়টি নিয়ে কোনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে । " দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আগেও বহুবার সরব হয়েছেন বেসরকারি বাস মালিকরা । প্রসঙ্গত, 2013 সালে 1 টাকা ভাড়া বৃদ্ধি পায় ৷ এরপর 2018 সালে 6 জুন আবারও প্রতি কিলোমিটারে 1 টাকা ভাড়া বৃদ্ধি হয় ৷ এরপর জ্বালানির দাম বাড়লেও বাড়েনি বাসের ভাড়া ।