ETV Bharat / state

মেকানিক্যাল ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে মমতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷

বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য
author img

By

Published : Dec 9, 2020, 5:41 PM IST

Updated : Dec 9, 2020, 7:12 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : নন ইনভেসিভ ভেন্টিলেশন থেকে মেকানিকেল ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । হাসপাতালের তরফে একথা জানানো হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সন্ধেয় হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ।

আজ দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁর ফুসফুসে সংক্রমণের হদিস পান চিকিৎসকরা ৷ শরীরে অক্সিজনের পরিমাণও কমে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ হাসপাতালে যখন তাঁকে আনা হয় তখন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ছিল 70 শতাংশ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, এইচআরসিটি থোরাক্স রিপোর্টে তাঁর পুরোনো নিমোনিয়ার প্যাচ পাওয়া গেছে ৷ তবে তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ সিটি স্ক্যানে তাঁর মস্তিষ্কে পুরোনো লাকুনার ইনফারেক্টস আছে ৷

বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় ৷ পরে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয়েছে । সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷ তাঁর শারীরিক পরিস্থিতি গুরুতর জানিয়ে চিকিৎসকরা বলছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷

এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , রাজ্যপাল জগদীপ ধনকড়, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র প্রমুখরা ৷ টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ শ্বাসকষ্টের সমস্যার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভরতি হওয়ায় উদ্বিগ্ন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

  • Concerned to hear that former Chief Minister Buddhadeb Bhattacharjee has been hospitalised with breathing problems. Praying for his speedy recovery and wishing him well

    — Mamata Banerjee (@MamataOfficial) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করি ৷ হাসপাতাল থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খবর নিচ্ছি ৷’’

  • Wishing speedy health recovery of Former West Bengal Chief Minister Buddhadeb Bhattacharya admitted in Hospital.

    Getting update from hospital authorities.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র লেখেন, ‘‘ শ্বাসকষ্টের সমস্যার জন্য় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কাউকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন ৷’’

  • Comrade Buddhadeb Bhattacharya has been admitted for treatment of acute exacerbation of his respiratory problems in Woodland.
    No visitor is being allowed now.
    Well-wishers are requested to co-operate with the hospital authority for maintaining strict discipline in this regard.

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি চিকিৎসকদের সঙ্গে বুদ্ধদেববাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷

কলকাতা, 9 ডিসেম্বর : নন ইনভেসিভ ভেন্টিলেশন থেকে মেকানিকেল ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । হাসপাতালের তরফে একথা জানানো হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সন্ধেয় হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ।

আজ দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁর ফুসফুসে সংক্রমণের হদিস পান চিকিৎসকরা ৷ শরীরে অক্সিজনের পরিমাণও কমে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ হাসপাতালে যখন তাঁকে আনা হয় তখন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ছিল 70 শতাংশ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, এইচআরসিটি থোরাক্স রিপোর্টে তাঁর পুরোনো নিমোনিয়ার প্যাচ পাওয়া গেছে ৷ তবে তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ সিটি স্ক্যানে তাঁর মস্তিষ্কে পুরোনো লাকুনার ইনফারেক্টস আছে ৷

বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় ৷ পরে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয়েছে । সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷ তাঁর শারীরিক পরিস্থিতি গুরুতর জানিয়ে চিকিৎসকরা বলছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷

এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , রাজ্যপাল জগদীপ ধনকড়, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র প্রমুখরা ৷ টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ শ্বাসকষ্টের সমস্যার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভরতি হওয়ায় উদ্বিগ্ন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

  • Concerned to hear that former Chief Minister Buddhadeb Bhattacharjee has been hospitalised with breathing problems. Praying for his speedy recovery and wishing him well

    — Mamata Banerjee (@MamataOfficial) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করি ৷ হাসপাতাল থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খবর নিচ্ছি ৷’’

  • Wishing speedy health recovery of Former West Bengal Chief Minister Buddhadeb Bhattacharya admitted in Hospital.

    Getting update from hospital authorities.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র লেখেন, ‘‘ শ্বাসকষ্টের সমস্যার জন্য় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কাউকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন ৷’’

  • Comrade Buddhadeb Bhattacharya has been admitted for treatment of acute exacerbation of his respiratory problems in Woodland.
    No visitor is being allowed now.
    Well-wishers are requested to co-operate with the hospital authority for maintaining strict discipline in this regard.

    — Surjya Kanta Mishra (@mishra_surjya) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি চিকিৎসকদের সঙ্গে বুদ্ধদেববাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷

Last Updated : Dec 9, 2020, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.