ETV Bharat / state

Silver Jewelry Recovered: সাড়ে 9 কেজি রুপোর গয়না উদ্ধার বিএসএফের - উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর

বিএসএফের তৎপরতা ভেস্তে গেল রুপোর গয়না পাচার ৷ উদ্ধার হওয়া রুপোর গহনার মূল্য 6 লক্ষ টাকা কাছাকাছি ৷ যা ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল ৷

Etv Bharat
গাড়িতে লুকানো সাড়ে 9 কেজি রুপোর গয়না
author img

By

Published : Apr 3, 2023, 11:02 PM IST

কলকাতা, 3 এপ্রিল: বিএসএফের তৎপরতায় আটকে গেল রুপোর গয়না পাচার ৷ রবিবার উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর সীমান্ত এলাকায় চেকিং চলছিল ৷ সেই সময়েই ধরা পড়ে প্রায় 9 কেজি রুপোর গয়না ৷ উদ্ধার হওয়া গয়নার মূল্য প্রায় 6 লক্ষ টাকা ৷ যা ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল ৷ আটক গাড়ি চালক মাহিদ সরদার ৷ উদ্ধার হওয়া রুপোর গয়না কাস্টম অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে ।

সূত্রের দাবি, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন বিএসএফ জওয়ানদের তৎপরতায় আন্তর্জাতিক সীমান্ত থেকে 9.880 কেজি রূপার গয়না উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া রুপোর অলঙ্কারের আনুমানিক মূল্য 5 লক্ষ 84 হাজার 560 টাকা । একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ রুপোর গয়না ৷

গোপন সূত্রে খবর পেয়ে সীমাচৌকি হাকিমপুরের 112 ব্যাটালিয়নের জওয়ানরা হাকিমপুর চেকপোস্টে রবিবার অভিযান চালান । সেই অভিযানেই জওয়ানরা একটি সন্দেহজনক গাড়ি স্বরূপদা গ্রাম থেকে হাকিমপুর গ্রামের দিকে যেতে দেখেন । গাড়িটিকে থামিকে চালককে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করেন জওয়ানরা ৷ গাড়ির ড্যাশবোর্ড থেকে বাদামী রঙের প্লাস্টিকের টেপে মোড়ানো 9.880 কেজি ওজনের রূপার গহনার 9টি প্যাকেট উদ্ধার হয় । গাড়ি ও রুপার অলংকা-সহ গাড়ি চালককে আটক করা হয় । আটক গাড়ি চালক মাহিদ সরদার উত্তর 24 পরগনা বাসিন্দা । অভিযুক্তের বিরুদ্ধে আইনানুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷

আরও পড়ুন: কেজি সোনা পাচারের ছক বানচাল ! গ্রেফতার অসমের 4 বাসিন্দা

দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র একে আর্য বলেন, "তার জওয়ানরা কোনও অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরনের অপরাধ ঘটতে দেবেন না । এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেবেন না । সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী ক্রমাগত নজর রাখে ৷ যথাযথ ব্যবস্থা নেয় ।"

কলকাতা, 3 এপ্রিল: বিএসএফের তৎপরতায় আটকে গেল রুপোর গয়না পাচার ৷ রবিবার উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর সীমান্ত এলাকায় চেকিং চলছিল ৷ সেই সময়েই ধরা পড়ে প্রায় 9 কেজি রুপোর গয়না ৷ উদ্ধার হওয়া গয়নার মূল্য প্রায় 6 লক্ষ টাকা ৷ যা ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল ৷ আটক গাড়ি চালক মাহিদ সরদার ৷ উদ্ধার হওয়া রুপোর গয়না কাস্টম অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে ।

সূত্রের দাবি, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন বিএসএফ জওয়ানদের তৎপরতায় আন্তর্জাতিক সীমান্ত থেকে 9.880 কেজি রূপার গয়না উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া রুপোর অলঙ্কারের আনুমানিক মূল্য 5 লক্ষ 84 হাজার 560 টাকা । একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ রুপোর গয়না ৷

গোপন সূত্রে খবর পেয়ে সীমাচৌকি হাকিমপুরের 112 ব্যাটালিয়নের জওয়ানরা হাকিমপুর চেকপোস্টে রবিবার অভিযান চালান । সেই অভিযানেই জওয়ানরা একটি সন্দেহজনক গাড়ি স্বরূপদা গ্রাম থেকে হাকিমপুর গ্রামের দিকে যেতে দেখেন । গাড়িটিকে থামিকে চালককে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করেন জওয়ানরা ৷ গাড়ির ড্যাশবোর্ড থেকে বাদামী রঙের প্লাস্টিকের টেপে মোড়ানো 9.880 কেজি ওজনের রূপার গহনার 9টি প্যাকেট উদ্ধার হয় । গাড়ি ও রুপার অলংকা-সহ গাড়ি চালককে আটক করা হয় । আটক গাড়ি চালক মাহিদ সরদার উত্তর 24 পরগনা বাসিন্দা । অভিযুক্তের বিরুদ্ধে আইনানুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷

আরও পড়ুন: কেজি সোনা পাচারের ছক বানচাল ! গ্রেফতার অসমের 4 বাসিন্দা

দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র একে আর্য বলেন, "তার জওয়ানরা কোনও অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরনের অপরাধ ঘটতে দেবেন না । এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেবেন না । সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী ক্রমাগত নজর রাখে ৷ যথাযথ ব্যবস্থা নেয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.