কলকাতা, 31 অক্টোবর : আসন্ন দীপাবলি ও কালীপুজোতে এক অভিনব প্রয়াস নিল সাইকেল আরোহীরা । নাগরিক জীবনে আতশবাজির ক্ষতিকর প্রভাব, দূষণমুক্ত পরিবেশ সম্পর্কে সচেতনতামূলক পোস্টার নিয়ে সাইকেলে চেপে শহরের পথেঘাটে ঘুরে বেড়ালেন তাঁরা ।
পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর আতশবাজি, শব্দবাজির ক্ষতিকর প্রভাব নিয়ে সরব হয়েছেন অনেকে । সম্প্রতি হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ হয়েছে শব্দবাজি-সহ সব ধরনের আতশবাজি । তাই কী ভাবে দীপাবলির উৎসবকে নিরাপদ ও দূষণমুক্ত রাখা যায়, তা জানানোই ছিল এই সাইকেল যাত্রার মূল উদ্দেশ্য ।
'সাইকেল উইথ লাইটস' (Cycle with Lights) নামের এই সাইকেল প্যারেডে অংশ নিয়েছিলেন ভিন রাজ্য থেকে আসা সাইক্লিস্টরা । বোকারো, রাঁচি, জামশেদপুর থেকে আসা মানুষ যেমন ছিলেন তেমনই কালিম্পং ও আসানসোল থেকেও বেশ কিছু সাইক্লিস্ট এই অনুষ্ঠানে যোগদান করেন । তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, একই দিনে একই সময়ে দেশের 14টি শহরে আয়োজিত হয় এই অনুষ্ঠান । দেশজুড়ে প্রায় 500 জন সাইকেল আরোহী এই অন্য রকম প্রয়াসের সাক্ষী হন ।
আরও পড়ুন : Firecrackers Ban : কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট
'স্যুইচ অন ফাউন্ডেশন'-এর সহ-প্রতিষ্ঠাতা বিনয় জাজু বলেন, "আতশবাজি ও শব্দবাজি যে পরিবেশ এবং স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে, এই বিষয়ে সবাইকে জানানোর সময় এসেছে ৷ তাই আমাদের এই প্রকাশের মধ্যে দিয়ে যদি মানুষজন সচেতন হন, তাহলে আমাদের মিশন সার্থক হবে । পরিবেশ বাঁচলে আমরা বাঁচব । এই কথাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠান আরও হওয়া দরকার ।" তিনি আতসবাজি নিয়ে হাইকোর্টের আদেশকে স্বাগত জানান । আতশবাজির থেকে সৃষ্টি হওয়া দূষণের ফলে প্রতি বছর বায়ু দূষণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে । তাই উৎসব হোক আলো দিয়ে বাজি দিয়ে নয় । বলছেন তিনি ৷
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক মহিলা সাইক্লিস্ট দেবযানী লাহিড়ি বলেন, "চিকিৎসকরা বারে বারে সতর্ক করেন যে আতশবাজি থেকে নির্গত দূষণ আমাদের ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে আরও ব্যাপক ক্ষতি করে । তাই এ বছরের দীপাবলি হোক ধোঁয়ামুক্ত । বিশ্বব্যাপী ব্যাপক হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে ৷ এর মোকাবিলায় আমরা সাইকেল ব্যবহার করে ধোঁয়ামুক্ত দীপাবলি উদযাপনে আতশবাজির ব্যবহার বন্ধ রাখার প্রচার চালাচ্ছি ।"
সাইক্লিস্টদের "ব্রিং ব্যাক সাইকেল, নো মোর পলিউশন, সাইকেল সলিউশন" (Bring Back Cycle. No more pollution, Cycle solution) স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভিক্টোরিয়া চত্বর ৷