ETV Bharat / state

আজ সভা মোদির, প্রস্তুত ব্রিগেড - kolkata

আজ রাজ্যে নরেন্দ্র মোদি। সভা করবেন ব্রিগেডে।

ব্রিগেডের প্রস্তুতি
author img

By

Published : Apr 3, 2019, 2:22 AM IST

Updated : Apr 3, 2019, 8:22 AM IST

কলকাতা, 3 এপ্রিল : আজ ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড ময়দান। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।

ইতিমধ্যেই সভাস্থলে ১২টি জার্মান হ্যাঙার বসানোর কাজ শেষ। ব্রিগেডে এই প্রথম এধরনের হ্যাঙার বসানো হয়েছে। সভার মূল মঞ্চে থাকছে একটি বিশাল LCD। মূল মঞ্চে বসানো হয়েছে কুলার। মূল মঞ্চে বসবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও BJP-র রাজ্য নেতারা।

গতরাত থেকেই সভাস্থলের দখল নিয়েছেন জওয়ানরা। এছাড়াও থাকবেন প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক।

হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবেন BJP কর্মী-সমর্থকেরা। উত্তর ও দক্ষিণ কলকাতা থেকেও যাবে একাধিক মিছিল। এছাড়া রাতে শহরের একাধিক ধর্মশালায় রয়েছেন অনেকে। তাঁরাও সকালে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবেন।

ব্রিগেডের সভার মূল দায়িত্বপ্রাপ্ত BJP নেতা সঞ্জয় সিং বলেন, "সভার কাজ প্রায় শেষ। যেটুকু কাজ বাকি আছে তা সকালের মধ্যেই শেষ হয়ে যাবে। গরমে দলীয় কর্মীদের জন্য সকাল থেকেই জলের পাউচ দেওয়া হবে। এছাড়া সভামঞ্চের পিছনে থাকছে বায়োটয়লেট।"

কলকাতা, 3 এপ্রিল : আজ ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড ময়দান। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।

ইতিমধ্যেই সভাস্থলে ১২টি জার্মান হ্যাঙার বসানোর কাজ শেষ। ব্রিগেডে এই প্রথম এধরনের হ্যাঙার বসানো হয়েছে। সভার মূল মঞ্চে থাকছে একটি বিশাল LCD। মূল মঞ্চে বসানো হয়েছে কুলার। মূল মঞ্চে বসবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও BJP-র রাজ্য নেতারা।

গতরাত থেকেই সভাস্থলের দখল নিয়েছেন জওয়ানরা। এছাড়াও থাকবেন প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক।

হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবেন BJP কর্মী-সমর্থকেরা। উত্তর ও দক্ষিণ কলকাতা থেকেও যাবে একাধিক মিছিল। এছাড়া রাতে শহরের একাধিক ধর্মশালায় রয়েছেন অনেকে। তাঁরাও সকালে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবেন।

ব্রিগেডের সভার মূল দায়িত্বপ্রাপ্ত BJP নেতা সঞ্জয় সিং বলেন, "সভার কাজ প্রায় শেষ। যেটুকু কাজ বাকি আছে তা সকালের মধ্যেই শেষ হয়ে যাবে। গরমে দলীয় কর্মীদের জন্য সকাল থেকেই জলের পাউচ দেওয়া হবে। এছাড়া সভামঞ্চের পিছনে থাকছে বায়োটয়লেট।"

Last Updated : Apr 3, 2019, 8:22 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.