ETV Bharat / state

বৈঠকের পর আশাবাদী চাকরিপ্রার্থীরা, লোকসভা ভোটের আগেই জট কাটার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

Bratya Basu meets job seekers: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা ৷ লোকসভা ভোটের আগেই জট কাটার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ৷

Bratya Basu meets job seekers
ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:40 PM IST

Updated : Dec 11, 2023, 8:35 PM IST

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশাবাদী চাকরিপ্রার্থীরা

কলকাতা, 11 ডিসেম্বর: লোকসভা নির্বাচনের আগেই কাটতে চলেছে শিক্ষক নিয়োগের জট ? সোমবার বিকাশ ভবনে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর এমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরাও ৷

যদিও এ দিনের বৈঠকের পরেও চলতি মাসের 14 তারিখের দিকে তাকিয়ে শিক্ষামন্ত্রী ও চাকরিপ্রার্থীরা । তাই আজকের বৈঠকের পর এবং 14 তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নিয়োগ প্রক্রিয়া কতটা এগোল তা নিয়ে আগামী 22 ডিসেম্বর আবারও চাকরিপ্রার্থীদের মুখোমুখি হবেন শিক্ষামন্ত্রী । সেই বৈঠকে থাকবেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও ।

সোমবার বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা । সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ।

বৈঠক শেষে চাকরিপ্রার্থী মতিউর রহমান বলেন, "আজকের বৈঠকের পর এসএসসি, শিক্ষামন্ত্রী সকলের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, তাঁদের মধ্যে একটি সংযোগস্থল তৈরি হয়েছে । একটা দ্রুত কার্যকরী ভূমিকা আমরা দেখতে পেলাম । এই বৈঠকে হওয়া কথামতো যদি সব কাজ এগোয়, তাহলে অবশ্যই আমরা আশাবাদী নিয়োগের বিষয়ে ।"

বৈঠকের শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন তিনিও আশাবাদী ৷ তিনি বলেন, "ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আমরা কিছু করতে পারব না । তবে আমার মনে হয়, ভোট পর্যন্ত বিষয়টা গড়াবে না । এর সঙ্গে নির্বাচন, রাজনৈতিক দল সব জড়িয়ে আছে, আমিও মানছি । কিন্তু ভোটের নিরিখে এটা আমরা দেখছি না ।"

তবে এখনও প্রশ্ন রয়েছে নিয়োগ ঘিরে । কবে কাটবে আইনি জট, সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা । যতদিন না নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত গান্ধি মূর্তির পাদদেশে ধরনাতেই থাকবেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা ।

তাঁদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "আমি তাঁদের আন্দোলন তোলার কোনও অনুরোধ করিনি । তাঁদের মধ্যে নিশ্চয়ই কোনও যন্ত্রণা আছে । আমি আজ তাঁদের বলব আন্দোলন তুলে নিতে ৷ কোর্টে অন্য কিছু রায় হতেই পারে । তাই আন্দোলন তোলার কোনও অনুরোধ করছি না । আমি চাইছি জট যাতে তাড়াতাড়ি খোলে, তাঁরা সকলে হাসিমুখে যেন বাড়ি ফিরে যান ।"

আরও পড়ুন:

  1. বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, রয়েছেন কুণাল; জট খুলবে ?
  2. গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ, বার্তা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস কুণালের
  3. চাকরিপ্রার্থীর হাতে কামড় ! অভিযুক্ত মহিলা কনস্টেবলকে তলব লালবাজারের

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশাবাদী চাকরিপ্রার্থীরা

কলকাতা, 11 ডিসেম্বর: লোকসভা নির্বাচনের আগেই কাটতে চলেছে শিক্ষক নিয়োগের জট ? সোমবার বিকাশ ভবনে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর এমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরাও ৷

যদিও এ দিনের বৈঠকের পরেও চলতি মাসের 14 তারিখের দিকে তাকিয়ে শিক্ষামন্ত্রী ও চাকরিপ্রার্থীরা । তাই আজকের বৈঠকের পর এবং 14 তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নিয়োগ প্রক্রিয়া কতটা এগোল তা নিয়ে আগামী 22 ডিসেম্বর আবারও চাকরিপ্রার্থীদের মুখোমুখি হবেন শিক্ষামন্ত্রী । সেই বৈঠকে থাকবেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও ।

সোমবার বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা । সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ।

বৈঠক শেষে চাকরিপ্রার্থী মতিউর রহমান বলেন, "আজকের বৈঠকের পর এসএসসি, শিক্ষামন্ত্রী সকলের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, তাঁদের মধ্যে একটি সংযোগস্থল তৈরি হয়েছে । একটা দ্রুত কার্যকরী ভূমিকা আমরা দেখতে পেলাম । এই বৈঠকে হওয়া কথামতো যদি সব কাজ এগোয়, তাহলে অবশ্যই আমরা আশাবাদী নিয়োগের বিষয়ে ।"

বৈঠকের শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন তিনিও আশাবাদী ৷ তিনি বলেন, "ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে আমরা কিছু করতে পারব না । তবে আমার মনে হয়, ভোট পর্যন্ত বিষয়টা গড়াবে না । এর সঙ্গে নির্বাচন, রাজনৈতিক দল সব জড়িয়ে আছে, আমিও মানছি । কিন্তু ভোটের নিরিখে এটা আমরা দেখছি না ।"

তবে এখনও প্রশ্ন রয়েছে নিয়োগ ঘিরে । কবে কাটবে আইনি জট, সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা । যতদিন না নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত গান্ধি মূর্তির পাদদেশে ধরনাতেই থাকবেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা ।

তাঁদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "আমি তাঁদের আন্দোলন তোলার কোনও অনুরোধ করিনি । তাঁদের মধ্যে নিশ্চয়ই কোনও যন্ত্রণা আছে । আমি আজ তাঁদের বলব আন্দোলন তুলে নিতে ৷ কোর্টে অন্য কিছু রায় হতেই পারে । তাই আন্দোলন তোলার কোনও অনুরোধ করছি না । আমি চাইছি জট যাতে তাড়াতাড়ি খোলে, তাঁরা সকলে হাসিমুখে যেন বাড়ি ফিরে যান ।"

আরও পড়ুন:

  1. বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, রয়েছেন কুণাল; জট খুলবে ?
  2. গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ, বার্তা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস কুণালের
  3. চাকরিপ্রার্থীর হাতে কামড় ! অভিযুক্ত মহিলা কনস্টেবলকে তলব লালবাজারের
Last Updated : Dec 11, 2023, 8:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.