কলকাতা, 20 এপ্রিল: "এসএসসি নিয়োগের বিষয়টি এখন আদালতের অধীনে, তাই এই বিষয় নিয়ে এখন কোনও মন্তব্য নয়।" বুধবার সায়েন্স সিটিতে উচ্চ শিক্ষা বিভাগের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে এই কথাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu at Science City)।
বেশ কিছুদিন ধরে এসএসসি নিয়োগ নিয়ে শিক্ষমহল তোলপাড় হচ্ছে । দফায় দফায় চাকরি প্রার্থীরা অনশনে বসছেন । বর্তমানে শহিদ মিনারের সামনে 13 দিন ধরে চলছে চাকরিপ্রার্থীদের অনশন কর্মসূচি । ইতিমধ্যেই তাঁদের পাশে দাঁড়িয়েছে বিজেপি ও বাম । এমনকী তাঁদের দ্রুত নিয়োগের পক্ষে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও । এখানে যাঁরা অনশনে রয়েছেন তাঁরা 2016 সালের স্কুল সার্ভিস কমিশন আয়োজিত শিক্ষক নিয়োগের মেধা তালিকার অন্তর্ভুক্ত শরীর শিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থী ।
আরও পড়ুন : অসুস্থ হয়ে পড়লেন আন্দোলনরত এসএসসির চাকরিপ্রার্থীরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মীনাক্ষীর
এদিন উচ্চ শিক্ষা দফতরের একটি অনুষ্ঠানে এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমরা আদালতের নির্দেশ মেনে, আদালতের সঙ্গে সহযোগিতা করে এবং আইনি পন্থায় কর্ম নিয়োগ ও কর্মসংস্থান আগামী দিনে বজায় রাখব ।" পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা নীতি নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় শিক্ষানীতির যা যা ভাল তা রাজ্যে প্রয়োগ করা হবে। আমাদের কমিটিতে যাঁরা রয়েছেন তাঁরা সারা পৃথিবীতে সম্মানীয় । তাই আমি মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বলব যে আমাদের কমিটিতে যে বিদ্বজ্জনেরা রয়েছেন তাঁদের কি তাহলে আপনারা মানছেন না।"