ETV Bharat / state

Calcutta High Court: সুপ্রিম নির্দেশে বেঞ্চ বদলের পর নিয়োগের 2 মামলায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ উভয় পক্ষের

সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত 2 মামলা সরে যাওয়ার পর বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করল ওই দুই মামলার উভয় পক্ষ ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : May 4, 2023, 3:44 PM IST

কলকাতা, 4 মে: সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠাতেই দুপক্ষ সেই মামলা নিয়ে অভিযোগ জানাতে গেল বিচারপতির এজলাসে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হল রাজ্যের তরফ থেকে ।

মামলাকারীর আইনজীবীরা আজ বিচারপতিকে বলেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ তবে সেই সময় পেরিয়ে গিয়েছে ৷ অন্যদিকে, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শেষ নির্দেশে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তারপরেও কেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না সিবিআই বা ইডি, এই প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী ৷ এই মর্মেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানান চাকরিপ্রার্থীদের আইনজীবী । দুটি মামলার সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন নন্দী ও রমেশ মালিক মামলায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গ উত্থাপিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছিলেন । সেই রায়কে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী তুলে ধরেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভিতে সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গ ৷

সেই ঘটনায় মামলা দুটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্য বেঞ্চে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ । হাইকোর্টের প্রধান বিচারপতি শীর্ষ আদালতের নির্দেশমতো এখন মামলা দুটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্থানান্তর করেছেন । তবে নিয়োগ সংক্রান্ত বাকি সমস্ত মামলার শুনানি পর্বই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলবে ।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এই দুই মামলা তাঁর বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ পাওয়ার পর আশঙ্কা প্রকাশ করেছিলেন, হয়তো নিয়োগ সংক্রান্ত সব মামলাই তাঁর বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হবে । যদিও আপাতত মাত্র দুটি মামলাই সরেছে বিচারপতির গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের থেকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

কলকাতা, 4 মে: সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠাতেই দুপক্ষ সেই মামলা নিয়ে অভিযোগ জানাতে গেল বিচারপতির এজলাসে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হল রাজ্যের তরফ থেকে ।

মামলাকারীর আইনজীবীরা আজ বিচারপতিকে বলেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ তবে সেই সময় পেরিয়ে গিয়েছে ৷ অন্যদিকে, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শেষ নির্দেশে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তারপরেও কেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না সিবিআই বা ইডি, এই প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী ৷ এই মর্মেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানান চাকরিপ্রার্থীদের আইনজীবী । দুটি মামলার সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন নন্দী ও রমেশ মালিক মামলায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গ উত্থাপিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছিলেন । সেই রায়কে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী তুলে ধরেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভিতে সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গ ৷

সেই ঘটনায় মামলা দুটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্য বেঞ্চে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ । হাইকোর্টের প্রধান বিচারপতি শীর্ষ আদালতের নির্দেশমতো এখন মামলা দুটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্থানান্তর করেছেন । তবে নিয়োগ সংক্রান্ত বাকি সমস্ত মামলার শুনানি পর্বই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলবে ।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এই দুই মামলা তাঁর বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ পাওয়ার পর আশঙ্কা প্রকাশ করেছিলেন, হয়তো নিয়োগ সংক্রান্ত সব মামলাই তাঁর বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হবে । যদিও আপাতত মাত্র দুটি মামলাই সরেছে বিচারপতির গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের থেকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.