ETV Bharat / state

World Cup Fever in Kolkata: ফুটবল বিশ্বকাপের আঁচ বই পাড়াতেও, আর্জেন্তিনা জিতলেই মিলবে 50 শতাংশ ছাড় - কলেজ স্ট্রিট

রাত পোহালই রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup 2022) ৷ মুখোমুখি আর্জেন্তিনা-ফ্রান্স ৷ তবে কলকাতায় আর্জেন্তিনার সমর্থক একটু বেশিই ৷ এর আভাস পাওয়া গেল বইপাড়াতে (World Cup Fever in Kolkata) ৷ বিভিন্ন প্রকাশনা সংস্থা নিয়ে হাজির হরেকরকম ছাড় ৷ আর্জেন্তিনা ফাইনালে জিতলেই সোমবার থেকে মিলবে সব ৷

World Cup Fever in Kolkata
Book publishing companies to give discounts on Argentina's win
author img

By

Published : Dec 17, 2022, 10:35 PM IST

আর্জেন্তিনা জিতলেই মিলবে 50 শতাংশ ছাড়

কলকাতা, 17 ডিসেম্বর: বিশ্বকাপ (FIFA World Cup 2022) জ্বরে কাঁপছে সারা বিশ্ব তথা শহর কলকাতা । সেই হাওয়া লেগেছে বই পাড়াতেও । ফুটবল ফাইনালে আর বাকি 24 ঘণ্টা । আর তার আগেই বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা তাদের সামাজিক মাধ্যমে বইয়ে ছাড় নিয়ে প্রচার শুরু করেছে ৷ আর্জেন্তিনা জিতলেই সোমবার একদিনের জন্য বিক্রি করা বইয়ের উপর দেওয়া হবে 50 শতাংশ ছাড় (Book publishing companies to give discounts) । যা বই প্রেমীদের কাছে বেশ আনন্দের বিষয় (World Cup Fever in Kolkata) ।

কলেজ স্ট্রিটের (College Street) একটি নামি প্রকাশনা সংস্থার মালিক দীপ্তাংশু মণ্ডল বলেন, "এটাই শেষ বিশ্বকাপ খেলছেন মেসি । আমরা আর্জেন্তিনা সমর্থক । এবার আমাদের প্রিয় দল ফাইনালে । কলকাতার অধিকাংশ ফুটবল প্রেমী আর্জেন্তিনার সমর্থক । তাই জিতলে সোমবার সব ধরনের বইয়ের উপর 30 শতাংশ ছাড় ঘোষণা করেছি । এমনিই 20 শতাংশ ছাড় থাকে ৷ তবে ওই দিনটার জন্য আরও অতিরিক্ত 10 শতাংশ ।"

অপর এক প্রকাশনা সংস্থা কর্ণধার রোহন কুদ্দুস বলেন, "ছোটবেলায় দেখেছিলাম মারাদোনা কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছে ৷ তারপর মেসি এগিয়ে নিয়ে গিয়েছিল আর্জেন্তিনাকে ৷ তবে সফল হয়নি । এবার আবার ফাইনালে আমাদের প্রিয় আর্জেন্তিনা । তাই গোটা বিশ্বের আর্জেন্তিনার সমর্থকদের মতো আমার কাছেও এই মুহূর্তটা খুবই স্মরণীয় ৷ যখন আর্জেন্তিনা জয়ের উল্লাসে ভাসবে । তাই এই জয়কে উদযাপন করতে আমার সংস্থা সব বইয়ের উপর 50 শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছি ।"

আরও পড়ুন: বিয়ের পঁচিশ বছর পর দলবদল, মেসি মিষ্টিতে বিবাহ বার্ষিকী পালন ভবানীপুরের দম্পতির

অনেকেই বলছেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে যেমন অন্যান্য ক্ষেত্রে ব্যবসার রমরমা । তাই বই বাজার পিছিয়ে থাকবে কেন ৷ বই প্রেমীদের কাছে অবশ্য এটি এক সুবর্ণ সুযোগ । তাই অনেকেই মুখিয়ে আছেন এই সুযোগ যাতে পান ।

আর্জেন্তিনা জিতলেই মিলবে 50 শতাংশ ছাড়

কলকাতা, 17 ডিসেম্বর: বিশ্বকাপ (FIFA World Cup 2022) জ্বরে কাঁপছে সারা বিশ্ব তথা শহর কলকাতা । সেই হাওয়া লেগেছে বই পাড়াতেও । ফুটবল ফাইনালে আর বাকি 24 ঘণ্টা । আর তার আগেই বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা তাদের সামাজিক মাধ্যমে বইয়ে ছাড় নিয়ে প্রচার শুরু করেছে ৷ আর্জেন্তিনা জিতলেই সোমবার একদিনের জন্য বিক্রি করা বইয়ের উপর দেওয়া হবে 50 শতাংশ ছাড় (Book publishing companies to give discounts) । যা বই প্রেমীদের কাছে বেশ আনন্দের বিষয় (World Cup Fever in Kolkata) ।

কলেজ স্ট্রিটের (College Street) একটি নামি প্রকাশনা সংস্থার মালিক দীপ্তাংশু মণ্ডল বলেন, "এটাই শেষ বিশ্বকাপ খেলছেন মেসি । আমরা আর্জেন্তিনা সমর্থক । এবার আমাদের প্রিয় দল ফাইনালে । কলকাতার অধিকাংশ ফুটবল প্রেমী আর্জেন্তিনার সমর্থক । তাই জিতলে সোমবার সব ধরনের বইয়ের উপর 30 শতাংশ ছাড় ঘোষণা করেছি । এমনিই 20 শতাংশ ছাড় থাকে ৷ তবে ওই দিনটার জন্য আরও অতিরিক্ত 10 শতাংশ ।"

অপর এক প্রকাশনা সংস্থা কর্ণধার রোহন কুদ্দুস বলেন, "ছোটবেলায় দেখেছিলাম মারাদোনা কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছে ৷ তারপর মেসি এগিয়ে নিয়ে গিয়েছিল আর্জেন্তিনাকে ৷ তবে সফল হয়নি । এবার আবার ফাইনালে আমাদের প্রিয় আর্জেন্তিনা । তাই গোটা বিশ্বের আর্জেন্তিনার সমর্থকদের মতো আমার কাছেও এই মুহূর্তটা খুবই স্মরণীয় ৷ যখন আর্জেন্তিনা জয়ের উল্লাসে ভাসবে । তাই এই জয়কে উদযাপন করতে আমার সংস্থা সব বইয়ের উপর 50 শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছি ।"

আরও পড়ুন: বিয়ের পঁচিশ বছর পর দলবদল, মেসি মিষ্টিতে বিবাহ বার্ষিকী পালন ভবানীপুরের দম্পতির

অনেকেই বলছেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে যেমন অন্যান্য ক্ষেত্রে ব্যবসার রমরমা । তাই বই বাজার পিছিয়ে থাকবে কেন ৷ বই প্রেমীদের কাছে অবশ্য এটি এক সুবর্ণ সুযোগ । তাই অনেকেই মুখিয়ে আছেন এই সুযোগ যাতে পান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.