ETV Bharat / state

Bomb Scare: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, তড়িঘড়ি খালি করা হল দোহাগামী ফ্লাইট - Bomb Scare

মঙ্গলবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়াল ৷ কিন্তু কীভাবে ছড়াল এই আতঙ্ক ?

Etv Bharat
কাতার এয়ারওয়েজের বিমান
author img

By

Published : Jun 6, 2023, 9:35 AM IST

দমদম, 6 জুন: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে ৷ এদিন কাতার এয়ারওয়েজের বিমান থেকে বোমাতঙ্ক ছড়ায় ভোর 3টে 29 মিনিট নাগাদ ৷ কিউআর 541 নম্বর কলকাতা থেকে দোহাগামী বিমানের এক যাত্রীর চিৎকারে আতঙ্ক ছড়ায় ৷

কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল ওই যাত্রীর ৷ সেই মতো বিমানে ওঠেন ৷ কিন্তু তারপরই বিমানে বোম আছে বলে চিৎকার করতে শুরু করেন ৷ এরফলে ওই বিমানে থাকা অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন ৷ বিষয়টি সিআইএসএফকে জানানো হয় ৷ সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই যাত্রী-সহ বাকিদের বিমান থেকে নামিয়ে আনা হয় ।

কিন্তু যিনি বোম আছে বলে চিৎকার করেছিলেন তিনি কীভাবে জানলেন যে বিমানটিতে বোম আছে ? এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি জানান, তাঁকে একজন বলেছে । জানা গিয়েছে, ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তাঁর বাবা ৷ বিষয়টি জানার পর তাই তাঁর বাবার সঙ্গে কথা বলেন সিআইএসএফ আধিকারিকরা ৷

সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন, তাঁর ছেলে বিরল রোগে আক্রান্ত ৷ সেই জন্য এরকম ঘটনা ঘটাতে পারে ৷ তবে মুখের কথায় বিশ্বাস না-করে খতিয়ে দেখতে ওই যুবকের মেডিক্যাল কাগজপত্র দেখতে চান আধিকারিকরা ৷ তখন তাঁর বাবা সমস্ত তথ্য দেখালে দেখা যায় ওই যুবক মানসিকভাবে অসুস্থ । যদিও এখনও পর্যন্ত পুলিশ কুকুর নিয়ে বিমানটিতে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ আধিকারিকরা ৷ যে যাত্রী এই ঘটনা ঘটিয়েছেন তাঁর নাম মিস্টার জন জাভেদ কাজি ৷

আরও পড়ুন : উড়ো ফোনে বোমাতঙ্ক যোগীর বাড়িতে ! বাড়ানো হল নিরাপত্তা

দমদম, 6 জুন: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে ৷ এদিন কাতার এয়ারওয়েজের বিমান থেকে বোমাতঙ্ক ছড়ায় ভোর 3টে 29 মিনিট নাগাদ ৷ কিউআর 541 নম্বর কলকাতা থেকে দোহাগামী বিমানের এক যাত্রীর চিৎকারে আতঙ্ক ছড়ায় ৷

কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল ওই যাত্রীর ৷ সেই মতো বিমানে ওঠেন ৷ কিন্তু তারপরই বিমানে বোম আছে বলে চিৎকার করতে শুরু করেন ৷ এরফলে ওই বিমানে থাকা অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন ৷ বিষয়টি সিআইএসএফকে জানানো হয় ৷ সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই যাত্রী-সহ বাকিদের বিমান থেকে নামিয়ে আনা হয় ।

কিন্তু যিনি বোম আছে বলে চিৎকার করেছিলেন তিনি কীভাবে জানলেন যে বিমানটিতে বোম আছে ? এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি জানান, তাঁকে একজন বলেছে । জানা গিয়েছে, ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তাঁর বাবা ৷ বিষয়টি জানার পর তাই তাঁর বাবার সঙ্গে কথা বলেন সিআইএসএফ আধিকারিকরা ৷

সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন, তাঁর ছেলে বিরল রোগে আক্রান্ত ৷ সেই জন্য এরকম ঘটনা ঘটাতে পারে ৷ তবে মুখের কথায় বিশ্বাস না-করে খতিয়ে দেখতে ওই যুবকের মেডিক্যাল কাগজপত্র দেখতে চান আধিকারিকরা ৷ তখন তাঁর বাবা সমস্ত তথ্য দেখালে দেখা যায় ওই যুবক মানসিকভাবে অসুস্থ । যদিও এখনও পর্যন্ত পুলিশ কুকুর নিয়ে বিমানটিতে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ আধিকারিকরা ৷ যে যাত্রী এই ঘটনা ঘটিয়েছেন তাঁর নাম মিস্টার জন জাভেদ কাজি ৷

আরও পড়ুন : উড়ো ফোনে বোমাতঙ্ক যোগীর বাড়িতে ! বাড়ানো হল নিরাপত্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.