কলকাতা , 6 জুন : বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উদ্ধার হল 51 টি বোমা ৷ পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ৷ এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা ৷
ঘটনাটি ঘটে শনিবার রাতে ৷ পুলিশ সূত্রে খবর, ফলের ঝুড়িতে খড় দিয়ে লুকানো ছিল ওই বোমাগুলি । যা প্রথমে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের ৷
আরও পড়ুন : Coronavirus : সামান্য কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু
এরপরই ওই বোমাগুলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হেস্টিংস থানার পুলিশ ৷ রাত 10 নাগাদ পৌঁছায় বম্ব ডিসপোজল স্কোয়াড ৷ তাঁরা বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ৷
ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর ৷ কোথা থেকে বোমাগুলি এল, কে বা কারা বোমাগুলি রেখে গেল... সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন পুলিশকর্তারা ৷