হরিদেবপুর, 17 সেপ্টেম্বর: ছুটির দিনে শহর কলকাতায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাস্থল হরিদেবপুর থানার ব্যানার্জিপাড়ার বকুলতলা। রবিবার সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের স্পেশাল বম্ব স্কোয়াডের গোয়েন্দারাও। বোমাটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। কীভাবে ওই বোমাটি জনবহুল এলাকায় এল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। পাশাপাশি বোমাটি কোন প্রকারের তাও খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ।
এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা হরিদেবপুর থানা থেকে ব্যানার্জিপাড়ার বকুলতলায় একটি ভ্যাটের সামনে হলুদ রঙের একটি বস্তু পড়ে থাকতে দেখতে পান । যার মধ্যে অসংখ্য তার জড়ানো রয়েছে । এরপর এলাকার বাসিন্দারা খবর দেয় স্থানীয় হরিদেবপুর থানায় । পুলিশ ঘটনাস্থলে আসার পরই লোকজন এলাকায় ভিড় জমায়। এরপরেই ঘটনাস্থল থেকে এলাকার লোকজনকে সরিয়ে ফেলা হয় । ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বম্ব স্পেশাল স্কোয়াডের অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী । টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে ওই বস্তুটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় । সেখানে বেশ কয়েকটি ব্যাটারি এবং অসংখ্য তার জড়ানো একটি ইলেকট্রনিক্স সার্কিট ছিল বলে দাবি করেছে পুলিশ ।
তবে আদৌ সেটি বম্ব নাকি অন্যকিছু পরীক্ষা করে দেখা হচ্ছে । তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। আধিকারিকরা এই বিষয়ে কোনও মন্তব্য় করতে চাননি । নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বোমা জাতীয় বস্তুটিকে উদ্ধার করা হয়েছে । পরীক্ষা করে দেখা হচ্ছে আদৌ সেটি বোমা নাকি অন্য কিছু। পাশাপাশি ওই বস্তুটি এলাকায় কীভাবে এল তার খোঁজ চালানো হচ্ছে । এলাকার সংগ্রহ করে এই ঘটনা তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ ।
আরও পড়ুন : পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমাতঙ্ক মধ্যমগ্রাম স্টেশনে !