কলকাতা, 5 মে : হঠাৎ অসুস্থ হয়ে পড়া সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা পেতে দেরী হয় ৷ যে কারণে বিভিন্ন সময় সুন্দরবনের দুর্গম এলাকার মানুষরা চিকিৎসা শুরুর আগেই প্রাণ হারান ৷ সেই সমস্যার সমাধানে এগিয়ে এল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আজ হিঙ্গলগঞ্জে বর্ডার সিকিউরিটি ফোর্সের অনুষ্ঠানে গিয়ে বোট অ্যাম্বুলেন্সের (Boat ambulance) উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এতে তড়িঘড়ি চিকিৎসা পেতে সাধারণ মানুষের সুবিধা হবে বলে আশাবাদী বিএসএফ কর্তারা ৷
তবে চিকিৎসার পাশাপাশি বোট অ্যাম্বুলেন্সের অন্য সুবিধাও রয়েছে ৷ শুধু চিকিৎসাই নয়, বিএসএফ কর্তারা এই বোট অ্যাম্বুলেন্সগুলিকে জলপথে অনুপ্রবেশ আটকানোর ক্ষেত্রে ব্যবহার করতে চাইছেন ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের 3326 কিলোমিটার বর্ডারের বেশিরভাগ অংশই কাঁটাতারের ফেন্সিং করা আছে ৷ তবে মাত্র 501 কিলোমিটার বর্ডারে কোনও ফেন্সিং নেই ৷ তার মধ্যে 370 কিলোমিটার বর্ডার নদীপথে । স্বাভাবিকভাবে এই জলপথ ধরে অনুপ্রবেশকারীরা খুব সহজেই নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকে পড়ে । উচ্চপদস্থ বিএসএফ কর্তাদের মতে, বোট অ্যাম্বুলেন্স এবং ভাসমান আউটপোস্ট নদীপথে নজরদারির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে ।
আরও পড়ুন : Amit Shah at Hingalganj : সীমান্তে রুখবে অনুপ্রবেশ ও চোরাচালান, শাহের হাতে সূচনা ভাসমান বর্ডার আউটপোস্টের
ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে, জলপথে দুর্গম জায়গায় কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য স্থানান্তরিত করতে বেগ পেতে হত ৷ বিএসএফের-র দাবি ছিল, কেন্দ্রীয় সরকার এই বিষয়ের উপর আলোকপাত করুক । বর্তমানে বিএসএফের হাতে বোট অ্যাম্বুলেন্স চলে আসায় জলপথে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষা করা করতে সাহায্য হবে সীমান্তরক্ষী বাহিনীর । দুদিনের রাজ্য সফরে অমিত শাহ এসে সীমান্তরক্ষী বাহিনী সেই দাবিকেই পূরণ করলেন বলে মনে করা হচ্ছে ৷