ETV Bharat / state

বিদ্যাসাগর কলেজ থেকে শুরু BJP-র বিশেষ সদস্যপদ অভিযান - TMC

রাজ্যের ৫২৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হচ্ছে BJP-র বিশেষ সদস্যপদ অভিযান । ১২ অগাস্ট পর্যন্ত টানা ১৯ দিন ধরে চলবে এই কর্মসূচি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 23, 2019, 12:10 PM IST

Updated : Jul 23, 2019, 2:33 PM IST

কলকাতা, 23 জুলাই : রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হতে চলেছে BJP-র বিশেষ সদস্যপদ অভিযান । রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের ৫২৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে এই অভিযান ৷ ১২ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিন ধরে চলবে এই কর্মসূচি ৷

লোকসভা ভোটের সময় BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল । সেই বিদ্যাসাগর কলেজের সামনে বিশেষ ক্যাম্প করে এই সদস্যপদ অভিযান শুরু করছে BJP । ১৯ দিনের মধ্যে রাজ্যে ৫ লাখ সদস্যপদ তৈরির টার্গেট নিয়েছে BJP-র যুব মোর্চা । যুব মোর্চা সূত্রে খবর, 18 বছরের বেশি বয়সি যে কোনও কলেজ পড়ুয়াই BJP-র সদস্যপদ নিতে পারে । তাদের শুধুমাত্র একটি ফর্ম পূরণ করতে হবে ।

BJP-র যুব মোর্চার সহ সভাপতি ও সদস্য অভিযানের কনভেনার প্রকাশ দাস বলেন, "তৃণমূল ছাত্রপরিষদ আজ গন্ডগোল করার চেষ্টা করলে আমরাও প্রতিরোধ করার জন্য তৈরি আছি । রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সদস্যপদ অভিযান কর্মসূচি চলবে । রাজ্যের ছাত্র-যুবদের মধ্যে আমরা ৫ লাখ নতুন সদস্য তৈরি করার টার্গেট নিয়েছি ৷ যা আমরা মাত্র ১৯ দিনেই পূরণ করব৷"

কলকাতা, 23 জুলাই : রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হতে চলেছে BJP-র বিশেষ সদস্যপদ অভিযান । রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের ৫২৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে এই অভিযান ৷ ১২ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিন ধরে চলবে এই কর্মসূচি ৷

লোকসভা ভোটের সময় BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল । সেই বিদ্যাসাগর কলেজের সামনে বিশেষ ক্যাম্প করে এই সদস্যপদ অভিযান শুরু করছে BJP । ১৯ দিনের মধ্যে রাজ্যে ৫ লাখ সদস্যপদ তৈরির টার্গেট নিয়েছে BJP-র যুব মোর্চা । যুব মোর্চা সূত্রে খবর, 18 বছরের বেশি বয়সি যে কোনও কলেজ পড়ুয়াই BJP-র সদস্যপদ নিতে পারে । তাদের শুধুমাত্র একটি ফর্ম পূরণ করতে হবে ।

BJP-র যুব মোর্চার সহ সভাপতি ও সদস্য অভিযানের কনভেনার প্রকাশ দাস বলেন, "তৃণমূল ছাত্রপরিষদ আজ গন্ডগোল করার চেষ্টা করলে আমরাও প্রতিরোধ করার জন্য তৈরি আছি । রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সদস্যপদ অভিযান কর্মসূচি চলবে । রাজ্যের ছাত্র-যুবদের মধ্যে আমরা ৫ লাখ নতুন সদস্য তৈরি করার টার্গেট নিয়েছি ৷ যা আমরা মাত্র ১৯ দিনেই পূরণ করব৷"

Intro:
23-07-19



কলকাতা: রাজ্যের ৫২৫ টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হচ্ছে বিজেপির বিশেষ সদস্যপদ অভিযান। বিজেপির যুব মোর্চার উদ্যোগে কলকাতার একাধিক কলেজে এই কর্মসূচি হবে। আজ ২৩ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিন এই কর্মসূচি হবে। আর বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। সেই কলকাতার মধ্যে বিদ্যাসাগর কলেজ এর সামনে বিশেষ ক্যাম্প করে সদস্যতা অভিযান শুরু হচ্ছে।


মূলত, ছাত্র- যুবরাই মূল টার্গেট তাদের মধ্যেই বিজেপি সদস্যপদ তৈরি করতে চাইছে বিজেপি। রাজ্যে ১৯ দিনের মধ্যে ৫ লক্ষ সদস্যপদ তৈরির টার্গেট নিয়েছে বিজেপির যুব মোর্চা। রাজ্যের ৪২ টি লোকসভ কেন্দ্রে সব কটি কলেজেই আজ থেকে বিশেষ ক্যাম্প করে এই সদস্য অভিযান কাজ চলবে।


যুব মোর্চা সূত্রে জানা গিয়েছে, কলেজে পড়া ১৮ বয়স হওয়া যে কোনও বিভাগের ছাত্রছাত্রীরা বিজেপির সদস্য পদ নিতে পারে। তাদের কেবল একটি ফর্ম পূরণ করতে হবে।


বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ও সদস্যতা অভিযানের কনভেনার প্রকাশ দাস বলেন, " তৃণমূল ছাত্রপরিষদ আজ গন্ডোগল করার চেষ্টা করলে আমরাও প্রতিরোধ করার জন্য তৈরি আছে। রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যাল এর ক্যাম্পাসের বাইরে সদস্যতা অভিযানের কর্মসূচি চলবে। রাজ্য জুড়ে আমরা ৫ লক্ষ ছাত্র-যুবদের মধ্যে নতুন সদস্যের টার্গেট মাত্র ১৯ দিনেই পূরন করছি"
Body:কপিConclusion:
Last Updated : Jul 23, 2019, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.