ETV Bharat / state

নাগরিকত্ব আইনের পক্ষে 23 ডিসেম্বর কলকাতায় মিছিল BJP-র - Citizenship Amendment Act

23 ডিসেম্বর কলকাতায় মিছিল করবে BJP ।

দিলীপ
দিলীপ
author img

By

Published : Dec 15, 2019, 6:26 PM IST

Updated : Dec 15, 2019, 9:05 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : এবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর পক্ষে পথে নামতে চলেছে রাজ্য BJP । 23 ডিসেম্বর কলকাতায় মিছিল করবে তারা । একই দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও মিছিল হবে । আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে অসম, মেঘালয়, ত্রিপুরায় । শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে । মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম সহ একাধিক জায়গায় বাস, ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা । বিষয়টির প্রতিবাদ জানিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে BJP । পাশাপাশি BJP-র মণ্ডলগুলিতে সভা করার কথাও ভাবা হয়েছে বলে জানানো হয় । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "পুরোপুরি তৃণমূল পরিকল্পিত ভাবে করেছে । যদি তা না হত অসমের মতো বন্ধ হয়ে যেত । এভাবে তো চলতে পারে না, আমরা এর প্রতিবাদে মিছিল করব ।" পাশপাশি BJP-র পক্ষ থেকে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে তিনি বলেন, "আমি রাজ্যপালের কাছে যাব । এভাবে চলতে পারে না । দরকারে কেন্দ্রের কাছে রিপোর্ট দেব । এভাবে মানুষ বাঁচতে পারে না । আর আদতে যারা বিক্ষোভ করছে তারা সম্পত্তি ধ্বংস করছে । রাজ্য সরকার চাইছে ঘটনাটা বাড়ুক ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন মানবেন না বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অসাংবিধানিক বলছে BJP । এই নিয়ে আদালতের তারা দ্বারস্থ হচ্ছে । তাদের পক্ষ থেকে সোমবার করা হতে পারে জনস্বার্থ মামলা । যেকারণে তারা জোগাড় করছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের CCTV ফুটেজ ।

দেখুন ভিডিয়ো...

কলকাতা, 15 ডিসেম্বর : এবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর পক্ষে পথে নামতে চলেছে রাজ্য BJP । 23 ডিসেম্বর কলকাতায় মিছিল করবে তারা । একই দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও মিছিল হবে । আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে অসম, মেঘালয়, ত্রিপুরায় । শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে । মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম সহ একাধিক জায়গায় বাস, ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা । বিষয়টির প্রতিবাদ জানিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে BJP । পাশাপাশি BJP-র মণ্ডলগুলিতে সভা করার কথাও ভাবা হয়েছে বলে জানানো হয় । এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, "পুরোপুরি তৃণমূল পরিকল্পিত ভাবে করেছে । যদি তা না হত অসমের মতো বন্ধ হয়ে যেত । এভাবে তো চলতে পারে না, আমরা এর প্রতিবাদে মিছিল করব ।" পাশপাশি BJP-র পক্ষ থেকে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে তিনি বলেন, "আমি রাজ্যপালের কাছে যাব । এভাবে চলতে পারে না । দরকারে কেন্দ্রের কাছে রিপোর্ট দেব । এভাবে মানুষ বাঁচতে পারে না । আর আদতে যারা বিক্ষোভ করছে তারা সম্পত্তি ধ্বংস করছে । রাজ্য সরকার চাইছে ঘটনাটা বাড়ুক ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন মানবেন না বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অসাংবিধানিক বলছে BJP । এই নিয়ে আদালতের তারা দ্বারস্থ হচ্ছে । তাদের পক্ষ থেকে সোমবার করা হতে পারে জনস্বার্থ মামলা । যেকারণে তারা জোগাড় করছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের CCTV ফুটেজ ।

দেখুন ভিডিয়ো...
Intro:15-12-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ CAA এর সমর্থনে ২৩ তারিখ কলকাতায় শান্তিমিছিল করবে বিজেপি। একই দিনে একটা উত্তরবঙ্গ ও একট দক্ষিনবঙ্গে মিছিল হবে। সাংবাদিক বৈঠকে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, তৃনমূল পরিকল্পিতভাবে করছে। ববি হাকিমও উল্টো পাল্টা বলছে। আশা করবো সরকার ব্যবস্থা নেবে।হিন্দু গ্রাম ভাঙা হচ্ছে
পুরো বিষয়টাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরও আধিকারিকদের সঙ্গে কথা বলেছে
না হলে মানুষ ও বিজেপি চুপ থাকবে না।কল্যান বন্দ্যোপাধ্যায়ের এমসে মাথা দেখানো উচিত। জেলায় জেলায় প্রতিবাদ জানিয়ে সভা হবে।আমরা রাজ্যপালের সঙ্গেও দেখা করে সমস্যা মেটানোর কথা বলবো।
রাজ্যপালের কাছে,সময় চাওয়া হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে।


অন্যদিকে,'সিএবি মানবো না' মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অসাংবিধানিক / এই নিয়ে এবার আদালতে দারস্থ হচ্ছে বিজেপি,/সোমবারই করা হতে পারে জনস্বার্থ মামলা,জোগার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটেজ।



Body:স্টোরিConclusion:
Last Updated : Dec 15, 2019, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.