ETV Bharat / state

দলবিরোধী মন্তব্য, শান্তনু ঠাকুরকে চিঠি দিয়ে সতর্ক করল বিজেপি - সিএএ ইশুতে শান্তনু ঠাকুর

সূত্রের খবর, সিএএ নিয়ে সাংসদের মন্তব্যে চটেছে দিল্লির নেতৃত্বও । সিএএ নিয়ে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ।

শান্তনু ঠাকুর
শান্তনু ঠাকুর
author img

By

Published : Dec 28, 2020, 10:09 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : দলবিরোধী মন্তব্যের জন্য শান্তনু ঠাকুরকে সর্তক করল বিজেপি । সিএএ নিয়ে কেন্দ্রের বিরোধিতা করে সাংবাদমাধ্যমে মতামত দিয়েছেন তিনি । কেন্দ্রেকে কাঠগড়ায় তুলেছেন । এই নিয়ে দলের রাজ্য নেতৃত্ব বেজায় চটেছে শান্তনু ঠাকুরের উপর । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ক্ষোভ প্রকাশ করেছেন শান্তনু ঠাকুরের মন্তব্যের বিরুদ্ধে ।

এবার তাঁকে সতর্ক করল বিজেপি । সূত্রের খবর, তাঁর এই ধরনের মন্তব্যে বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্বও । সিএএ নিয়ে মুখ না খুলতে নির্দেশ দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় থেকে শিব প্রকাশের মতো দিল্লির নেতারা । নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা নিয়ে নির্দিষ্ট সময়েই পদক্ষেপ করবে কেন্দ্র । এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই শান্তনু ঠাকুরকে চিঠিও দিয়েছে বিজেপি ।

আরও পড়ুন : CAA নিয়ে সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলে সুবিধা হয়, শাহ-র উদ্দেশে শান্তনু

আজ সকালে সুকান্তনগর ফুটবল মাঠের জনসভায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, "স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নিয়ে ব্যাখ্যা করুন, তাঁরা কী সিদ্ধান্ত নেবেন পরিষ্কারভাবে বলুন। আমরা সারা ভারতজুড়ে অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের মানুষ নিয়ে সংগঠন করি। আমাদের সংগঠনে বেশিরভাগ মানুষই উদ্বাস্তু। এটা নিয়ে একটা বিভ্রাট তৈরি হচ্ছে । অমিত শাহজি CAA নিয়ে যে সিদ্ধান্ত সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় ।"

অন্যদিকে, তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই শান্তনু ঠাকুরকে তৃণমূলে আসার আমন্ত্রণ জানিয়েছেন । শান্তনু ঠাকুরের সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুরও । যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনও উত্তর দেননি ।

কলকাতা, 28 ডিসেম্বর : দলবিরোধী মন্তব্যের জন্য শান্তনু ঠাকুরকে সর্তক করল বিজেপি । সিএএ নিয়ে কেন্দ্রের বিরোধিতা করে সাংবাদমাধ্যমে মতামত দিয়েছেন তিনি । কেন্দ্রেকে কাঠগড়ায় তুলেছেন । এই নিয়ে দলের রাজ্য নেতৃত্ব বেজায় চটেছে শান্তনু ঠাকুরের উপর । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ক্ষোভ প্রকাশ করেছেন শান্তনু ঠাকুরের মন্তব্যের বিরুদ্ধে ।

এবার তাঁকে সতর্ক করল বিজেপি । সূত্রের খবর, তাঁর এই ধরনের মন্তব্যে বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্বও । সিএএ নিয়ে মুখ না খুলতে নির্দেশ দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় থেকে শিব প্রকাশের মতো দিল্লির নেতারা । নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা নিয়ে নির্দিষ্ট সময়েই পদক্ষেপ করবে কেন্দ্র । এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই শান্তনু ঠাকুরকে চিঠিও দিয়েছে বিজেপি ।

আরও পড়ুন : CAA নিয়ে সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলে সুবিধা হয়, শাহ-র উদ্দেশে শান্তনু

আজ সকালে সুকান্তনগর ফুটবল মাঠের জনসভায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, "স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নিয়ে ব্যাখ্যা করুন, তাঁরা কী সিদ্ধান্ত নেবেন পরিষ্কারভাবে বলুন। আমরা সারা ভারতজুড়ে অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের মানুষ নিয়ে সংগঠন করি। আমাদের সংগঠনে বেশিরভাগ মানুষই উদ্বাস্তু। এটা নিয়ে একটা বিভ্রাট তৈরি হচ্ছে । অমিত শাহজি CAA নিয়ে যে সিদ্ধান্ত সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় ।"

অন্যদিকে, তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই শান্তনু ঠাকুরকে তৃণমূলে আসার আমন্ত্রণ জানিয়েছেন । শান্তনু ঠাকুরের সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুরও । যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনও উত্তর দেননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.