কলকাতা, ২১ ফেব্রুয়ারি : মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আজ কলকাতায় মিছিল করল BJP যুব মোর্চা। মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ২০ জন মোর্চা সমর্থককে আটক করা হয়েছে।
আজ BJP-র রাজ্য দপ্তর থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে যুব মোর্চা। কলেজ স্ট্রিটে আসতেই মিছিল আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, যুব মোর্চা কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ২০ জন মোর্চা কর্মীকে আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়।
এদিকে, আটকদের মুক্তির দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করেন যুব মোর্চার কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে আবরোধ উঠে যায়।
BJP- যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, "শান্তিপূর্ণ মিটিং-এ পুলিশ লাঠিচার্জ করে। কর্মীদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চাই।