কলকাতা, 10 মার্চ : বৃহস্পতিবারও বিধানসভার চলতি অধিবেশনে বিজেপির 2 বিধায়ককে সাসপেন্ড করাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জারি (BJP Protest at Assembly)। রাজ্যপালের ভাষণ চলাকালীন অসংসদীয় আচরণের জন্য নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এবং পুরুলিয়া সদরের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের সাসপেন্ড করা হয় ৷ এদিন এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপি বিধায়কেরা লবিতে বিক্ষোভ দেখান ।
বিক্ষোভে এদিন অন্যান্য বিজেপি বিধায়কের পাশাপাশি ছিলেন পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীও । অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । বিক্ষোভের যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিধানসভা চলাকালীন সময়ে ধরনা চলবে । আমাদের দুই বিধায়ককে অকারণ শাস্তি দেওয়া হয়েছে । ওঁরা বিচার চান । ওঁরা নিরাপরাধ ।"
এদিকে এই ঘটনার কড়া নিন্দা করে বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, "বাংলার বাইরে বিজেপি জিতছে, তাই ভয় পেয়েছে তৃণমূল । বিধানসভার বাইরে বের করে তাই আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে । আর সে কারণেই এই প্রতিবাদ চলবে ।"
এনিয়ে মিহির গোস্বামী বলেন, "7 তারিখ আমরা রাজ্যপালের থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়ে শাস্তির মুখে পড়লাম । আর ওঁরা রাজ্যপালকে হেনস্থা করেও শাস্তি পেল না । সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ ।"