ETV Bharat / state

KMC Election 2021 : আইনজীবীর মৃত্যুতে হাইকোর্টে পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলার শুনানি স্থগিত - কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলার শুনানি 16 ডিসেম্বর

কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা নিয়ে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা করেছে বিজেপি ৷ আজ তার শুনানির কথা ছিল ৷ তা পিছিয়ে আগামিকাল শুনানি হবে (BJP Plea for Central Force at Calcutta High Court) ৷

KMC Election 2021
বিজেপির মামলার শুনানি
author img

By

Published : Dec 15, 2021, 1:56 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : কলকাতা পৌর ভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করেছে রাজ্য বিজেপি (BJP Plea for Central Force at Calcutta High Court) ৷ বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চে আজ তার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল । গতকাল সন্ধেয় কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর আকস্মিক মৃত্যুতে আজ কলকাতা হাইকোর্টের সব বেঞ্চেই মামলার শুনানি আদালতের প্রথমার্ধের পর স্থগিত রাখা হবে বলে জানান প্রধান বিচারপতি । পাশাপাশি অনেক বেঞ্চে সকাল থেকে বিচারপতিরা বসেছেন, কিন্তু তাঁরা কোনও মামলা শুনানির জন্য গ্রহণ করেননি । আগামিকাল প্রথমার্ধেই শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের আইনজীবী উদয়চন্দ্র ঝা গতকাল সন্ধে নাগাদ কলকাতা হাইকোর্টের তিনতলা থেকে নামার সময় হঠাৎ মাথাঘুরে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা হাইকোর্টের জরুরি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় ৷ এসএসকেএমে কর্তৃপক্ষ জানান, হাসপাতালে আসার অনেক আগে হৃদরোগে মৃত্যু হয়েছে ওই আইনজীবীর ।

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে বিজেপি, আগামিকাল শুনানি

উল্লেখ্য পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি । কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দেয় । সর্বোচ্চ আদালতের নির্দেশে জানানো হয়েছিল, হাইকোর্ট রাজ্যের বাস্তব পরিস্থিতি ভাল করে বুঝতে পারবে । সেই মতো গতকাল জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছিল রাজ্য বিজেপি ।

গতকাল মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে কলকাতা পৌর ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ বিষয়ে জানতে চান । কমিশনের আইনজীবী এই বিষয়ে কমিশনের বক্তব্য জানানোর জন্য সময় দেওয়ার আর্জি জানান । সেই মোতাবেক বিচারপতি আজ সকালে মামলাটি শুনানির জন্য রেখেছিলেন ।

কলকাতা, 15 ডিসেম্বর : কলকাতা পৌর ভোটে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করেছে রাজ্য বিজেপি (BJP Plea for Central Force at Calcutta High Court) ৷ বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চে আজ তার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল । গতকাল সন্ধেয় কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর আকস্মিক মৃত্যুতে আজ কলকাতা হাইকোর্টের সব বেঞ্চেই মামলার শুনানি আদালতের প্রথমার্ধের পর স্থগিত রাখা হবে বলে জানান প্রধান বিচারপতি । পাশাপাশি অনেক বেঞ্চে সকাল থেকে বিচারপতিরা বসেছেন, কিন্তু তাঁরা কোনও মামলা শুনানির জন্য গ্রহণ করেননি । আগামিকাল প্রথমার্ধেই শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের আইনজীবী উদয়চন্দ্র ঝা গতকাল সন্ধে নাগাদ কলকাতা হাইকোর্টের তিনতলা থেকে নামার সময় হঠাৎ মাথাঘুরে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা হাইকোর্টের জরুরি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় ৷ এসএসকেএমে কর্তৃপক্ষ জানান, হাসপাতালে আসার অনেক আগে হৃদরোগে মৃত্যু হয়েছে ওই আইনজীবীর ।

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে বিজেপি, আগামিকাল শুনানি

উল্লেখ্য পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি । কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দেয় । সর্বোচ্চ আদালতের নির্দেশে জানানো হয়েছিল, হাইকোর্ট রাজ্যের বাস্তব পরিস্থিতি ভাল করে বুঝতে পারবে । সেই মতো গতকাল জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছিল রাজ্য বিজেপি ।

গতকাল মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে কলকাতা পৌর ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ বিষয়ে জানতে চান । কমিশনের আইনজীবী এই বিষয়ে কমিশনের বক্তব্য জানানোর জন্য সময় দেওয়ার আর্জি জানান । সেই মোতাবেক বিচারপতি আজ সকালে মামলাটি শুনানির জন্য রেখেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.