ETV Bharat / state

Tiranga Yatra : স্বাধীনতার 75 বছর, রাজ্যজুড়ে তেরঙ্গা যাত্রার পরিকল্পনা বিজেপির - তেরঙ্গা যাত্রা

বিজেপি সূত্রে খবর, সারা রাজ্যে 75 কিলোমিটার তেরঙ্গা যাত্রা হবে । কোথাও সাইকেলে কোথাও আবার পায়ে হেঁটে । সঙ্গে থাকবে জাতীয় পতাকা । শিলিগুড়িতে 30 কিলোমিটার সাইকেল যাত্রা হবে । পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও তারা এই কর্মসূচি রাজ্য়জুড়ে পালন করবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি ।

রাজ্যজুড়ে তেরঙ্গা যাত্রার পরিকল্পনা বিজেপির
রাজ্যজুড়ে তেরঙ্গা যাত্রার পরিকল্পনা বিজেপির
author img

By

Published : Aug 14, 2021, 8:51 AM IST

Updated : Aug 14, 2021, 9:07 AM IST

কলকাতা, 14 অগস্ট : স্বাধীনতা দিবসের 75 বছর উপলক্ষে তেরঙ্গা যাত্রা করার পরিকল্পনা বিজেপির । সেই কর্মসূচির অঙ্গ হিসেব রাজ্য বিজেপির যুবমোর্চা তিনদিন ধরে এই তেরঙ্গা যাত্রা করবে । 15, 16 ও 17 অগস্ট তেরঙ্গা যাত্রা করবে তারা । শুক্রবার বিজেপির রাজ্য দফতরে দলের সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেন ।


বিজেপি সূত্রে খবর, সারা রাজ্যে 75 কিলোমিটার তেরঙ্গা যাত্রা হবে । কোথাও সাইকেলে কোথাও আবার পায়ে হেঁটে । সঙ্গে থাকবে জাতীয় পতাকা । শিলিগুড়িতে 30 কিলোমিটার সাইকেল যাত্রা হবে । এছাড়া, স্বাধীনতা দিবসের দিন সকাল 7টা 50 থেকে 8টা পর্যন্ত বুথ ও মণ্ডলস্তরে 75 জন যুবকর্মী জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত গাইবেন । শুক্রবার থেকেই যুবমোর্চার কর্মীরা 20 হাজার জাতীয় সঙ্গীতের ভিডিয়ো আপলোডের কাজ শুরু করেছেন ।

আরও পড়ুন, BJP in Bengal : এবার বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"

স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে জন সম্পর্ক আরও নিবিড় করতে চাইছে গেরুয়া শিবির । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস বলেন, "পুলিশ আমাদের কর্মসূচির অনুমতি দেবে না । কিন্তু আমরা এই কর্মসূচি রাজ্য জুড়েই পালন করব ।"

অন্যদিকে, আবার 17 অগস্ট থেকে শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি । ভোট পরবর্তী হিংসায় যে বিজেপি কর্মীরা মারা গিয়েছেন, শহিদ সম্মান যাত্রার মধ্যে দিয়ে তাঁদের প্রত্যেকের বাড়িতে যাবেন চার মন্ত্রী তথা জন বার্লা, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিক । টানা 3 দিন ধরে এই "শহিদ সম্মান যাত্রা" বের হবে ।

কলকাতা, 14 অগস্ট : স্বাধীনতা দিবসের 75 বছর উপলক্ষে তেরঙ্গা যাত্রা করার পরিকল্পনা বিজেপির । সেই কর্মসূচির অঙ্গ হিসেব রাজ্য বিজেপির যুবমোর্চা তিনদিন ধরে এই তেরঙ্গা যাত্রা করবে । 15, 16 ও 17 অগস্ট তেরঙ্গা যাত্রা করবে তারা । শুক্রবার বিজেপির রাজ্য দফতরে দলের সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেন ।


বিজেপি সূত্রে খবর, সারা রাজ্যে 75 কিলোমিটার তেরঙ্গা যাত্রা হবে । কোথাও সাইকেলে কোথাও আবার পায়ে হেঁটে । সঙ্গে থাকবে জাতীয় পতাকা । শিলিগুড়িতে 30 কিলোমিটার সাইকেল যাত্রা হবে । এছাড়া, স্বাধীনতা দিবসের দিন সকাল 7টা 50 থেকে 8টা পর্যন্ত বুথ ও মণ্ডলস্তরে 75 জন যুবকর্মী জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত গাইবেন । শুক্রবার থেকেই যুবমোর্চার কর্মীরা 20 হাজার জাতীয় সঙ্গীতের ভিডিয়ো আপলোডের কাজ শুরু করেছেন ।

আরও পড়ুন, BJP in Bengal : এবার বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"

স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে জন সম্পর্ক আরও নিবিড় করতে চাইছে গেরুয়া শিবির । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস বলেন, "পুলিশ আমাদের কর্মসূচির অনুমতি দেবে না । কিন্তু আমরা এই কর্মসূচি রাজ্য জুড়েই পালন করব ।"

অন্যদিকে, আবার 17 অগস্ট থেকে শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি । ভোট পরবর্তী হিংসায় যে বিজেপি কর্মীরা মারা গিয়েছেন, শহিদ সম্মান যাত্রার মধ্যে দিয়ে তাঁদের প্রত্যেকের বাড়িতে যাবেন চার মন্ত্রী তথা জন বার্লা, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিক । টানা 3 দিন ধরে এই "শহিদ সম্মান যাত্রা" বের হবে ।

Last Updated : Aug 14, 2021, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.