ETV Bharat / state

আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ভার্চুয়াল জনসভা BJP-র - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আগামীকাল ভার্চুয়াল জনসভা BJP-র ৷ বক্তব্য রাখবেন জে পি নাড্ডা ৷

J P Nadda
জে পি নাড্ডা
author img

By

Published : Jul 5, 2020, 10:59 AM IST

কলকাতা, 5 জুলাই : আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন৷ সেই উপলক্ষে দিল্লি থেকে ভার্চুয়াল জনসভার আয়োজন করেছে BJP ৷ সেখানে বক্তব্য রাখবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷

BJP-র এখন "পাখির চোখ" বিধানসভা নির্বাচন ৷ তাই কোরোনা পরিস্থিতির মধ্যেও তৃণমূলকে টেক্কা দিতে নিজেদের IT সেলকে সবদিক থেকে প্রস্তুত রেখেছিল BJP ৷ ইতিমধ্যে অমিত শাহ থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান, রবিশংকর প্রসাদের মতো নেতারা রাজ্যে একের পর এক ভার্চুয়াল সভা করেছেন ৷ এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের বার্তা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে ও কর্মীদের মনোবল বাড়াতে এই বিশেষ দিনটাকে বেছে নিয়েছে BJP ৷ আগামীকাল ভার্চুয়াল জনসভা চলাকালীন BJP-র সদর দপ্তরে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

BJP সূত্রে খবর, আগামীকাল থেকে ফের সদস্যপদ অভিযানে নামছে দল ৷ তার জন্য জে পি নাড্ডা একটি নতুন নম্বরের ঘোষণা করবেন ৷ BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলার দলীয় কার্যালয়গুলিতে বিশেষ কর্মসূচি পালন করা হবে ৷ আর ওইদিন থেকেই আমরা বাংলাজুড়ে সদস্যপদ অভিযানে নামব ৷"

কলকাতা, 5 জুলাই : আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন৷ সেই উপলক্ষে দিল্লি থেকে ভার্চুয়াল জনসভার আয়োজন করেছে BJP ৷ সেখানে বক্তব্য রাখবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷

BJP-র এখন "পাখির চোখ" বিধানসভা নির্বাচন ৷ তাই কোরোনা পরিস্থিতির মধ্যেও তৃণমূলকে টেক্কা দিতে নিজেদের IT সেলকে সবদিক থেকে প্রস্তুত রেখেছিল BJP ৷ ইতিমধ্যে অমিত শাহ থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান, রবিশংকর প্রসাদের মতো নেতারা রাজ্যে একের পর এক ভার্চুয়াল সভা করেছেন ৷ এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের বার্তা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে ও কর্মীদের মনোবল বাড়াতে এই বিশেষ দিনটাকে বেছে নিয়েছে BJP ৷ আগামীকাল ভার্চুয়াল জনসভা চলাকালীন BJP-র সদর দপ্তরে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

BJP সূত্রে খবর, আগামীকাল থেকে ফের সদস্যপদ অভিযানে নামছে দল ৷ তার জন্য জে পি নাড্ডা একটি নতুন নম্বরের ঘোষণা করবেন ৷ BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলার দলীয় কার্যালয়গুলিতে বিশেষ কর্মসূচি পালন করা হবে ৷ আর ওইদিন থেকেই আমরা বাংলাজুড়ে সদস্যপদ অভিযানে নামব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.