ETV Bharat / state

বিধায়কের রহস্যমৃত্যু, CBI তদন্ত চেয়ে কলকাতায় মিছিল BJP-র

BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার রায়গঞ্জের হেমতাবাদে ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়কের দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ । ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছে BJP ।

image
BJP-র মিছিল
author img

By

Published : Jul 13, 2020, 5:36 PM IST

কলকাতা, 13 জুলাই : হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর প্রতিবাদে কলকাতার BJP-র সদর কার্যালয়ের থেকে প্রতিবাদ মিছিল শুরু করে BJP -র রাজ্য নেতৃত্ব ৷ মিছিলে নেতৃত্ব দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ মিছিলে উপস্থিত BJP -র শীর্ষ স্থানীয় নেতারাও ৷ আছেন সব্যসাচী দত্ত, অর্জুন সিং, সায়ন্তন বসুও ৷

মিছিল থেকে ব্যারাকপুরের BPJ সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, ‘‘আমাদের বিধায়ককে পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও গুন্ডারা মিলে এই খুন করেছে ৷ কিন্তু হাসির কথা হল বর্তমান রাজ্য সরকার CID তদন্তের নির্দেশ দিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে CID কোনও কাজই করে না ৷ আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি ৷’’

আজ সকালে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রায়গঞ্জের হেমতাবাদে ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়কের দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ দলের । ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন BJP নেতারা ।

CBI তদন্ত চেয়ে মিছিল BJP-র

এছাড়া কাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে । যদিও আগামীকাল রাজ্য BJP-র তরফে গোটা উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ ডাকা হয়েছে ৷ জমায়েত স্থানীয়দের ও পরিবার সূত্রে জানা গেছে, বিধায়ক দেবেন্দ্ররায় রায়কে গতকাল গভীর রাতে কয়েকজন ডেকে নিয়ে যায় । এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ।

আগেই বিধায়ককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল সিংহা সহ সমস্ত BJP নেতৃত্ববৃন্দ ৷ তাই এই রহস্যমৃত্যুর CBI তদন্ত দাবি করা হয় BJP-র তরফে ৷ পাশাপাশি দলীয় কার্যালয় থেকে আজ একটি প্রতিবাদ মিছিল বের করা হয় ৷

কলকাতা, 13 জুলাই : হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর প্রতিবাদে কলকাতার BJP-র সদর কার্যালয়ের থেকে প্রতিবাদ মিছিল শুরু করে BJP -র রাজ্য নেতৃত্ব ৷ মিছিলে নেতৃত্ব দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ মিছিলে উপস্থিত BJP -র শীর্ষ স্থানীয় নেতারাও ৷ আছেন সব্যসাচী দত্ত, অর্জুন সিং, সায়ন্তন বসুও ৷

মিছিল থেকে ব্যারাকপুরের BPJ সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, ‘‘আমাদের বিধায়ককে পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও গুন্ডারা মিলে এই খুন করেছে ৷ কিন্তু হাসির কথা হল বর্তমান রাজ্য সরকার CID তদন্তের নির্দেশ দিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে CID কোনও কাজই করে না ৷ আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি ৷’’

আজ সকালে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রায়গঞ্জের হেমতাবাদে ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়কের দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ দলের । ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন BJP নেতারা ।

CBI তদন্ত চেয়ে মিছিল BJP-র

এছাড়া কাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে জেলা BJP-র তরফে । যদিও আগামীকাল রাজ্য BJP-র তরফে গোটা উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ ডাকা হয়েছে ৷ জমায়েত স্থানীয়দের ও পরিবার সূত্রে জানা গেছে, বিধায়ক দেবেন্দ্ররায় রায়কে গতকাল গভীর রাতে কয়েকজন ডেকে নিয়ে যায় । এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ।

আগেই বিধায়ককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল সিংহা সহ সমস্ত BJP নেতৃত্ববৃন্দ ৷ তাই এই রহস্যমৃত্যুর CBI তদন্ত দাবি করা হয় BJP-র তরফে ৷ পাশাপাশি দলীয় কার্যালয় থেকে আজ একটি প্রতিবাদ মিছিল বের করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.