কলকাতা, 11 ফেব্রুয়ারি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে যাচ্ছেন বিজেপির (BJP) জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda) ৷ আগামিকাল, রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি জনসভা করবেন ৷ এছাড়া পূর্ব বর্ধমানেও তাঁর জনসভা করার কথা রয়েছে ৷ সেই কারণে শনিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছেন নাড্ডা ৷ এদিন কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷
বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, 2019 সালের লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার আসনগুলির মধ্যে দেড়শোর বেশি আসনে এখন থেকেই নজর দিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ওই আসনগুলিতে এখন থেকেই সংগঠন মজবুত কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির ৷ পশ্চিমবঙ্গে তেমনই দু’টি আসন কাঁথি ও বর্ধমান পূর্ব ৷ 2019 সালে এই দু’টি আসনে হেরেছিল বিজেপি ৷ সেখানেই সভা করবেন নাড্ডা ৷
যদিও এই দু’টি আসনের রাজনৈতিক তাৎপর্য একেবারে ভিন্ন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা ৷ কারণ, 2019 সালে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শিশির অধিকারী (Sisir Adhikari) কাঁথির সাংসদ হলেও তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে ৷ 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদেন ৷ তার পর থেকে শান্তিকুঞ্জের কর্তা কার্যত তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তাঁকে দেখা গিয়েছিল ৷ কিন্তু তিনি বিজেপিতে যোগ দেননি সেদিন ৷
রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি৷ তার উপর পূর্ব মেদিনীপুর তাঁর শক্তঘাঁটি হিসেবেই ধরা হয় ৷ সেখানে ইতিমধ্যে সভা-সমাবেশ-জনসংযোগের কাজ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস ৷ এই পরিস্থিতিতে ওই আসন বিজেপি তথা শুভেন্দুর কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে ৷ 2024 সালের ভোটে ওই আসনে পদ্ম ফোটাতে তাই এখন থেকে মরিয়া গেরুয়া শিবির ৷ সেই কারণেই ওই আসনের লড়াইয়ের গুরুত্ব কর্মীদের কাছে তুলে ধরতে সভা করতে আসছেন নাড্ডা ৷
অন্যদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে লোকসভায় তিনটি আসন ৷ যার দু’টি উনিশে বিজেপি পেয়েছিল ৷ সম্প্রতি উপ নির্বাচনে হাতছাড়া হয়েছে আসানসোল আসনটি ৷ বর্ধমান পূর্বে জিততে না পারলেও শুভেন্দুর সঙ্গে একই দিনে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেখানকার সাংসদ সুনীল মণ্ডল ৷ বিজেপি একুশে বাংলায় ক্ষমতা দখল করতে না পারায় তিনি আবার তৃণমূলে ফিরেছেন ৷
রাজনৈতিক মহল বলছে, এই পরিস্থিতিতে তাঁর লোকসভা ক্ষেত্রেরও যে আলাদা তাৎপর্য রয়েছে গেরুয়া শিবিরের কাছে ৷ সেই কারণে সেখানেও নাড্ডার কর্মসূচি রাখা হয়েছে ৷ এখন দেখার ওই দুই সভা থেকে নাড্ডা কী বার্তা দেন বিজেপির কর্মী-সমর্থকদের !
আরও পড়ুন: কোভিডের সময় গরিবদের 5 কেজি চাল দিলে মনে রাখতাম, অমর্ত্য সেনকে কটাক্ষ শুভেন্দুর