ETV Bharat / state

Suvendu Adhikari: দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ 330 কোটি, দাবি শুভেন্দু অধিকারীর - Supreme Court

মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, গত দু’বছরে মামলার জন্য রাজ্য সরকার খরচ করেছে 330 কোটি টাকা ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : May 22, 2023, 5:14 PM IST

Updated : May 22, 2023, 6:52 PM IST

দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ 330 কোটি, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, 22 মে: মামলা নিয়ে এবার রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, মামলা করতেই রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে ফেলছে ৷ সেই টাকার পরিমাণ কত, সেটাও বলে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ সোমবার তিনি দাবি করেছেন, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা এবং তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে গিয়ে রাজ্য সরকার 330 কোটি টাকা খরচ করে ফেলেছে ৷

শুভেন্দুর বক্তব্য, "এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর জন্য এই দু’বছরে মোট 330 কোটি টাকা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে খরচ হয়েছে । এর মধ্যে 292 কোটি টাকা সরকারি চাকুরেদের ডিএ না দিয়ে কোষাগার থেকে খরচ করা হয়েছে । 38 কোটি টাকা তৃণমূল কংগ্রেস তার ইলেক্টোরাল বন্ডের টাকা থেকে খরচ করেছে । ভাবতে পারেন পশ্চিমবঙ্গে কী চলছে ?"

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জেরা প্রসঙ্গেও মুখ খুলেছেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি তাঁকে কেন ডাকা হচ্ছে না, অভিষেকের তোলা সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন ৷

শুভেন্দু অধিকারী বলেন, "আমি তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাইনি যে তদন্ত বন্ধ করা হোক বা স্থগিত করা হোক । আমাকে ডাকবেন না । বা স্থগিতাদেশ আনা হোক ? এত ভয় ওর (অভিষেক) কেন ? উনি তো কোর্টে গিয়ে সরাসরি আমার বিরুদ্ধে বলতে পারেন । তদন্তকারী সংস্থা পিসি এবং ভাইপোকে ছেড়ে রেখেছে । আমাদের অভিযোগ আছে এজেন্সির বিরুদ্ধে । কোর্টের নির্দেশ মানতে এজেন্সি বাধ্য হয়েছে । বাংলার লোক জানে আসল চোর কে ?’’

অন্যদিকে রাজ্যে একের পর এক বিস্ফোরণ নিয়েও তিনি কটাক্ষ করেন রাজ্য সরকার ৷ তাঁর দাবি, পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ । তিনি অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুন । উনি সব দফতর নিজের কাছে রাখবেন এবং সব দফতরের মন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি । এই পুলিশমন্ত্রীর অপসারণ প্রয়োজন । পুলিশকে দাঁড় করিয়ে টাকা তোলা হয় । পুলিশকে পিসি-ভাইপোর কর্মসূচি সফল করার জন্য ব্যবহার করা হচ্ছে । তাহলে তো রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে থাকবেই । শুভেন্দু অধিকারী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ইউক্রেনের সঙ্গে তুলনা করেন । তিনি বলেন, ‘‘ইউক্রেনেও মনে হয় হয় কয়েকমাসে এত বিস্ফোরণ ঘটেনি, যত এখানে ঘটেছে ।’’

আরও পড়ুন: 'বাংলার অবস্থা ইউক্রেনের থেকেও খারাপ', বজবজ বিস্ফোরণ নিয়ে কটাক্ষ শুভেন্দুর

দুবছরে মামলায় রাজ্য সরকারের খরচ 330 কোটি, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, 22 মে: মামলা নিয়ে এবার রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, মামলা করতেই রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে ফেলছে ৷ সেই টাকার পরিমাণ কত, সেটাও বলে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ সোমবার তিনি দাবি করেছেন, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা এবং তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে গিয়ে রাজ্য সরকার 330 কোটি টাকা খরচ করে ফেলেছে ৷

শুভেন্দুর বক্তব্য, "এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর জন্য এই দু’বছরে মোট 330 কোটি টাকা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে খরচ হয়েছে । এর মধ্যে 292 কোটি টাকা সরকারি চাকুরেদের ডিএ না দিয়ে কোষাগার থেকে খরচ করা হয়েছে । 38 কোটি টাকা তৃণমূল কংগ্রেস তার ইলেক্টোরাল বন্ডের টাকা থেকে খরচ করেছে । ভাবতে পারেন পশ্চিমবঙ্গে কী চলছে ?"

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জেরা প্রসঙ্গেও মুখ খুলেছেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি তাঁকে কেন ডাকা হচ্ছে না, অভিষেকের তোলা সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন ৷

শুভেন্দু অধিকারী বলেন, "আমি তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাইনি যে তদন্ত বন্ধ করা হোক বা স্থগিত করা হোক । আমাকে ডাকবেন না । বা স্থগিতাদেশ আনা হোক ? এত ভয় ওর (অভিষেক) কেন ? উনি তো কোর্টে গিয়ে সরাসরি আমার বিরুদ্ধে বলতে পারেন । তদন্তকারী সংস্থা পিসি এবং ভাইপোকে ছেড়ে রেখেছে । আমাদের অভিযোগ আছে এজেন্সির বিরুদ্ধে । কোর্টের নির্দেশ মানতে এজেন্সি বাধ্য হয়েছে । বাংলার লোক জানে আসল চোর কে ?’’

অন্যদিকে রাজ্যে একের পর এক বিস্ফোরণ নিয়েও তিনি কটাক্ষ করেন রাজ্য সরকার ৷ তাঁর দাবি, পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ । তিনি অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুন । উনি সব দফতর নিজের কাছে রাখবেন এবং সব দফতরের মন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি । এই পুলিশমন্ত্রীর অপসারণ প্রয়োজন । পুলিশকে দাঁড় করিয়ে টাকা তোলা হয় । পুলিশকে পিসি-ভাইপোর কর্মসূচি সফল করার জন্য ব্যবহার করা হচ্ছে । তাহলে তো রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে থাকবেই । শুভেন্দু অধিকারী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ইউক্রেনের সঙ্গে তুলনা করেন । তিনি বলেন, ‘‘ইউক্রেনেও মনে হয় হয় কয়েকমাসে এত বিস্ফোরণ ঘটেনি, যত এখানে ঘটেছে ।’’

আরও পড়ুন: 'বাংলার অবস্থা ইউক্রেনের থেকেও খারাপ', বজবজ বিস্ফোরণ নিয়ে কটাক্ষ শুভেন্দুর

Last Updated : May 22, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.