কলকাতা, 18 জানুয়ারি : রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আবহে ফের বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ ৷ তবে বিধি মেনে কম সংখ্যক লোক নিয়ে খোলা যাচ্ছে বার, রেস্তোরাঁ, জিম, থিয়েটর, সিনেমা হল ৷ সোমবার যাত্রাপালা ও সিরিয়ালের শুটিং নিয়েই বিধি নিষেধ শিথিল করেছে রাজ্য ৷ এই নিয়ে এবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises WB Government) ৷
মঙ্গলবার টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি লেখেন, "ওরা যত বেশি জানে, তত কম মানে ! তাই বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, থিয়েটার, যাত্রাপালা, সিরিয়াল শুটিং শুরু হলেও বন্ধ থাক শিক্ষাঙ্গণ, নষ্ট হোক পড়ুয়াদের ভবিষ্যৎ, না হলেই ওরা প্রশ্ন করবে চাকরি কোথায় ? নিজের পায়ে দাঁড়াতে সরকার কী করছে? পেট ভরাতে ভিন রাজ্যে কেন যেতে হবে ?"
-
1.1 The more they know, the less they abide.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hence, the bars, restaurant, gym, cinema halls, theatres, jatras, serial shoots have been given the permission to start operation, whereas, the educational institutes remain closed. pic.twitter.com/5fq1a3Cf0e
">1.1 The more they know, the less they abide.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) January 18, 2022
Hence, the bars, restaurant, gym, cinema halls, theatres, jatras, serial shoots have been given the permission to start operation, whereas, the educational institutes remain closed. pic.twitter.com/5fq1a3Cf0e1.1 The more they know, the less they abide.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) January 18, 2022
Hence, the bars, restaurant, gym, cinema halls, theatres, jatras, serial shoots have been given the permission to start operation, whereas, the educational institutes remain closed. pic.twitter.com/5fq1a3Cf0e
আরও পড়ুন : তৃণমূল সরকারের গাফিলতিতে বাতিল বাংলার ট্যাবলো, আক্রমণ দিলীপের
ঘটনা হল, করোনা সংক্রমণ ফের রাজ্যে বৃদ্ধি পাওয়ায় গত 3 জানুয়ারি থেকেই রাজ্যে ফের বিধিনিষেধ ও নাইট কার্ফু জারি হয়েছে ৷ ফের বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠছে ৷ শিক্ষাঙ্গণ বন্ধ রেখে কেন পানশালা খোলা রাখা হয়েছে সেই প্রশ্নও উঠেছে ৷ এবার সেই প্রসঙ্গ টেনেই রাজ্যকে বিঁধলেন দিলীপ ঘোষ ৷