ETV Bharat / state

Dilip Ghosh Criticises WB Govt : 'ওরা যত বেশি জানে তত কম মানে!' করোনা বিধিনিষেধ নিয়ে কটাক্ষ দিলীপের - রাজ্যের করোনা বিধিনিষেধ নিয়ে কটাক্ষ দিলীপের

রাজ্যে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, খোলা পানশালা, জিম, যাত্রাপালা, তীব্র কটাক্ষ দিলীপের (Dilip Ghosh Criticises WB Government)

dilip ghosh criticises wb government on covid restriction issue
রাজ্যের করোনা বিধি নিষেধ নিয়ে কটাক্ষ দিলীপের
author img

By

Published : Jan 18, 2022, 12:51 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আবহে ফের বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ ৷ তবে বিধি মেনে কম সংখ্যক লোক নিয়ে খোলা যাচ্ছে বার, রেস্তোরাঁ, জিম, থিয়েটর, সিনেমা হল ৷ সোমবার যাত্রাপালা ও সিরিয়ালের শুটিং নিয়েই বিধি নিষেধ শিথিল করেছে রাজ্য ৷ এই নিয়ে এবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises WB Government) ৷

মঙ্গলবার টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি লেখেন, "ওরা যত বেশি জানে, তত কম মানে ! তাই বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, থিয়েটার, যাত্রাপালা, সিরিয়াল শুটিং শুরু হলেও বন্ধ থাক শিক্ষাঙ্গণ, নষ্ট হোক পড়ুয়াদের ভবিষ্যৎ, না হলেই ওরা প্রশ্ন করবে চাকরি কোথায় ? নিজের পায়ে দাঁড়াতে সরকার কী করছে? পেট ভরাতে ভিন রাজ্যে কেন যেতে হবে ?"

  • 1.1 The more they know, the less they abide.

    Hence, the bars, restaurant, gym, cinema halls, theatres, jatras, serial shoots have been given the permission to start operation, whereas, the educational institutes remain closed. pic.twitter.com/5fq1a3Cf0e

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তৃণমূল সরকারের গাফিলতিতে বাতিল বাংলার ট্যাবলো, আক্রমণ দিলীপের

ঘটনা হল, করোনা সংক্রমণ ফের রাজ্যে বৃদ্ধি পাওয়ায় গত 3 জানুয়ারি থেকেই রাজ্যে ফের বিধিনিষেধ ও নাইট কার্ফু জারি হয়েছে ৷ ফের বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠছে ৷ শিক্ষাঙ্গণ বন্ধ রেখে কেন পানশালা খোলা রাখা হয়েছে সেই প্রশ্নও উঠেছে ৷ এবার সেই প্রসঙ্গ টেনেই রাজ্যকে বিঁধলেন দিলীপ ঘোষ ৷

কলকাতা, 18 জানুয়ারি : রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আবহে ফের বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ ৷ তবে বিধি মেনে কম সংখ্যক লোক নিয়ে খোলা যাচ্ছে বার, রেস্তোরাঁ, জিম, থিয়েটর, সিনেমা হল ৷ সোমবার যাত্রাপালা ও সিরিয়ালের শুটিং নিয়েই বিধি নিষেধ শিথিল করেছে রাজ্য ৷ এই নিয়ে এবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises WB Government) ৷

মঙ্গলবার টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি লেখেন, "ওরা যত বেশি জানে, তত কম মানে ! তাই বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল, থিয়েটার, যাত্রাপালা, সিরিয়াল শুটিং শুরু হলেও বন্ধ থাক শিক্ষাঙ্গণ, নষ্ট হোক পড়ুয়াদের ভবিষ্যৎ, না হলেই ওরা প্রশ্ন করবে চাকরি কোথায় ? নিজের পায়ে দাঁড়াতে সরকার কী করছে? পেট ভরাতে ভিন রাজ্যে কেন যেতে হবে ?"

  • 1.1 The more they know, the less they abide.

    Hence, the bars, restaurant, gym, cinema halls, theatres, jatras, serial shoots have been given the permission to start operation, whereas, the educational institutes remain closed. pic.twitter.com/5fq1a3Cf0e

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তৃণমূল সরকারের গাফিলতিতে বাতিল বাংলার ট্যাবলো, আক্রমণ দিলীপের

ঘটনা হল, করোনা সংক্রমণ ফের রাজ্যে বৃদ্ধি পাওয়ায় গত 3 জানুয়ারি থেকেই রাজ্যে ফের বিধিনিষেধ ও নাইট কার্ফু জারি হয়েছে ৷ ফের বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠছে ৷ শিক্ষাঙ্গণ বন্ধ রেখে কেন পানশালা খোলা রাখা হয়েছে সেই প্রশ্নও উঠেছে ৷ এবার সেই প্রসঙ্গ টেনেই রাজ্যকে বিঁধলেন দিলীপ ঘোষ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.