কলকাতা, 19 নভেম্বর : এবার অপর্ণা সেন-সহ বাংলার বুদ্ধিজীবীদের দেশদ্রোহী বলে আক্রমণ করলেন দিলীপ ঘোষ । আজ সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় তিনি এই মন্তব্য করেন ।
বিএসএফ নিয়ে অপর্ণা সেনের মন্তব্য সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "এঁরা চিরদিন দেশদ্রোহী । আজ তার সমর্থনের পার্টি বা সরকার নেই । তাই খুব একটা দেখা যায় না । আমরা বহুদিন ধরে দেখে আসছি, দেশের পক্ষে যা হবে তার বিরোধিতা করবেন ওনারা ।" বুদ্ধিজীবীদের বিরুদ্ধে তাঁর অভিযোগ তাঁরা ভারতীয় পরম্পরা, সংস্কৃতি, হিন্দুত্বের বিরোধিতা করেছেন । এখন দেশের বিরোধিতা করছেন । তিনি আরও বলেন, "যারা মানুষের থেকে ভালবাসা পেয়েছেন ৷ কিন্তু সেই দেশের সমাজ, সুরক্ষাবল, সরকারের বিরোধিতা এতদিন এঁদের কেরিয়ার চলেছে ৷ এঁরা মস্তি করেছেন ৷" তাঁর মতে, সমাজের মন পাল্টে গিয়েছে ৷ এখন দেশ পাল্টে যাচ্ছে, অথচ ওঁরা তা বুঝতে পারছেন না ৷
আরও পড়ুন : Aparna Sen : বিএসএফের সীমানা বৃদ্ধির প্রতিবাদের জের, অপর্ণা সেনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিজেপি নেতার
বাবুল সুপ্রিয় আজ ত্রিপুরায় পৌর নির্বাচনের প্রচারে যাচ্ছেন ৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রশ্ন, "ত্রিপুরায় তৃণমূল কি প্রার্থী দিতে পেরেছে ? কার হয়ে প্রচার করবেন ?" তিনি জানান, বিনা লড়াইয়ে বিজেপি জিতে যাচ্ছে । তৃণমূলের হয়ে কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না ৷ ওরা প্রার্থী পাচ্ছে না । আগে প্রার্থী দিন, তারপর তো প্রচার করবেন । তিনি কটাক্ষ করে বলেন, "স্টার, সুপারস্টার কার হয়ে কথা বলবেন ?"
গতকাল হাওড়ায় প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দেন এবং বলেন "দলের কালচার আছে ৷" এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন ৷ দলের কালচার এটাই ৷ কোনওরকম উন্নয়ন করা যাবে না । কোনও কথা শোনা যাবে না ।" তৃণমূল সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলে পুলিশ দিয়ে পেটানোর অভিযোগ তোলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "জনগণের চাপে তাঁর দলের প্রতিনিধিরাও এসব কথা বলতে বাধ্য হচ্ছেন । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে কথা বলছেন । আর যে জন্য প্রতিবাদ তার কোনও সমাধান করার চেষ্টা করছেন না । তাঁরা চান না এখানে সমাধান হোক । তাই 3 বছর ধরে নির্বাচন আটকে রেখেছেন । মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছেন । আর মানুষকে অপরিসীম কষ্টে রেখেছেন ।"