ETV Bharat / state

দুই জেলার দায়িত্বে আসছেন শোভন, বিধানসভাতেও নেবেন বড় ভূমিকা ! - BJP is givving special responsibility of South 24 Paragana and South Kolkata to Sovan chatterjee

শোভন-বৈশাখিকে দলের সাংগঠনিক কাজের বিশেষ দায়িত্ব দিতে চলেছে BJP । দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হচ্ছে শোভনকে । অন্যদিকে, বৈশাখিকে BJP-র শিক্ষা সেলের জন্য দায়িত্ব দেওয়ার কথা ভাবছে দল ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 24, 2019, 1:17 PM IST

কলকাতা, 24 অগাস্ট : যোগদানের পর এবার শোভন-বৈশাখিকে দলের সাংগঠনিক কাজের বিশেষ দায়িত্ব দিতে চলেছে BJP । শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে BJP কাজে লাগাবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এবার সেই পথেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোভন-বৈশাখিকে নামাচ্ছে BJP ৷

দীর্ঘদিন দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতির দায়িত্বে ছিলেন শোভন চট্টোপাধ্যায় । এই দুই জেলার নাড়ি-নক্ষত্র তাঁর নখদর্পণে ৷ আর এই দুই জেলাতেই সাংগঠনিকভাবে খুব দুর্বল BJP ৷ তাই এবার দুই জেলায় বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে শোভনকে । দুই জেলার সভাপতির মাথার উপর বসানো হচ্ছে শোভনকে । বিধানসভাতেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁকে । বিধানসভায় নানা ইশুতে সওয়াল-জবাব করবেন শোভনই । অন্যদিকে, তৃণমূলে থাকাকালীন ওয়েবকুটার সভানেত্রী হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের । তাই BJP-র শিক্ষা সেলের জন্য তাঁকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে দল ৷

ইতিমধ্যে BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের কাছে শিক্ষা সেলের কনভেনর দীপল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে ৷ তাই তাঁকে সেই পদ থেকে সরিয়ে মূল দায়িত্বে আনা হবে বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে । প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে BJP-র তরফে ৷

এই বিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক দায়িত্ব দলের অভ্যন্তরীণ বিষয় । দল কাকে কী দায়িত্ব দেবে, সেটা সংবাদমাধ্যমকে জানাব না ৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে যখন দলে নিয়ে আসা হয়েছে, তাঁদের অভিজ্ঞতাকে নিশ্চয়ই কাজে লাগানো হবে । তবে, কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"

কলকাতা, 24 অগাস্ট : যোগদানের পর এবার শোভন-বৈশাখিকে দলের সাংগঠনিক কাজের বিশেষ দায়িত্ব দিতে চলেছে BJP । শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে BJP কাজে লাগাবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এবার সেই পথেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোভন-বৈশাখিকে নামাচ্ছে BJP ৷

দীর্ঘদিন দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতির দায়িত্বে ছিলেন শোভন চট্টোপাধ্যায় । এই দুই জেলার নাড়ি-নক্ষত্র তাঁর নখদর্পণে ৷ আর এই দুই জেলাতেই সাংগঠনিকভাবে খুব দুর্বল BJP ৷ তাই এবার দুই জেলায় বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে শোভনকে । দুই জেলার সভাপতির মাথার উপর বসানো হচ্ছে শোভনকে । বিধানসভাতেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁকে । বিধানসভায় নানা ইশুতে সওয়াল-জবাব করবেন শোভনই । অন্যদিকে, তৃণমূলে থাকাকালীন ওয়েবকুটার সভানেত্রী হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের । তাই BJP-র শিক্ষা সেলের জন্য তাঁকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে দল ৷

ইতিমধ্যে BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের কাছে শিক্ষা সেলের কনভেনর দীপল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে ৷ তাই তাঁকে সেই পদ থেকে সরিয়ে মূল দায়িত্বে আনা হবে বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে । প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে BJP-র তরফে ৷

এই বিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, "সাংগঠনিক দায়িত্ব দলের অভ্যন্তরীণ বিষয় । দল কাকে কী দায়িত্ব দেবে, সেটা সংবাদমাধ্যমকে জানাব না ৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে যখন দলে নিয়ে আসা হয়েছে, তাঁদের অভিজ্ঞতাকে নিশ্চয়ই কাজে লাগানো হবে । তবে, কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.