ETV Bharat / state

Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

ভবানীপুরে 30 সেপ্টেম্বর উপ-নির্বাচন ৷ তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপক্ষে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

Mamata Banerjee
মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি
author img

By

Published : Sep 14, 2021, 1:48 PM IST

Updated : Sep 14, 2021, 7:22 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : ভবানীপুরের (Bhabanipur) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়ন নিয়ে আপত্তি তুলল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ তাদের অভিযোগ, হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য গোপন করেছেন ৷ এই নিয়ে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে ৷

কমিশনকে এই নিয়ে চিঠি দিয়েছেন ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ ৷ তাতে তিনি দাবি করেছেন যে মমতার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে অসমের বিভিন্ন থানায় ৷ সেই মামলাগুলি সম্পর্কে তথ্য গোপন করেছেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী ৷ নিজেদের বক্তব্যের পক্ষে তিনটি সংবাদের লিঙ্কও বিজেপির তরফে দেওয়া হয়েছে ওই চিঠিতে ৷

প্রসঙ্গত, ভবানীপুরে আগামী 30 সেপ্টেম্বর ভোট ৷ ওই কেন্দ্রে এবার মূল লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ হেরেছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ৷

কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় জিতেও ওই আসন থেকে পদত্যাগ করেন তিনি ৷ কারণ, নন্দীগ্রামে ভোটে লড়েও হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তাঁর মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার জন্য 5 নভেম্বরের মধ্যে ভোটে জিততেই হত ৷ সেই কারণে ওই আসন ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷

মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

তাই ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে ৷ তার আগে বিজেপির এই অভিযোগ রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে ৷ এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বিজেপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করছে কি না, তাও জানা যায়নি ৷

আরও পড়ুন: সবচেয়ে ধনী প্রার্থী প্রিয়াঙ্কা, সম্পত্তির হিসেবে মমতার থেকে এগিয়ে শ্রীজীব

উল্লেখ্য, ভবানীপুরের সঙ্গে এবার সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট হচ্ছে ৷ প্রার্থীদের মৃত্যুর কারণে ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত ছিল ৷ এই তিন কেন্দ্রে ভোট গণনা আগামী 3 অক্টোবর ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর : ভবানীপুরের (Bhabanipur) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়ন নিয়ে আপত্তি তুলল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ তাদের অভিযোগ, হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য গোপন করেছেন ৷ এই নিয়ে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে ৷

কমিশনকে এই নিয়ে চিঠি দিয়েছেন ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ ৷ তাতে তিনি দাবি করেছেন যে মমতার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে অসমের বিভিন্ন থানায় ৷ সেই মামলাগুলি সম্পর্কে তথ্য গোপন করেছেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী ৷ নিজেদের বক্তব্যের পক্ষে তিনটি সংবাদের লিঙ্কও বিজেপির তরফে দেওয়া হয়েছে ওই চিঠিতে ৷

প্রসঙ্গত, ভবানীপুরে আগামী 30 সেপ্টেম্বর ভোট ৷ ওই কেন্দ্রে এবার মূল লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ হেরেছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ৷

কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় জিতেও ওই আসন থেকে পদত্যাগ করেন তিনি ৷ কারণ, নন্দীগ্রামে ভোটে লড়েও হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই তাঁর মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার জন্য 5 নভেম্বরের মধ্যে ভোটে জিততেই হত ৷ সেই কারণে ওই আসন ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷

মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

তাই ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে ৷ তার আগে বিজেপির এই অভিযোগ রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে ৷ এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বিজেপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করছে কি না, তাও জানা যায়নি ৷

আরও পড়ুন: সবচেয়ে ধনী প্রার্থী প্রিয়াঙ্কা, সম্পত্তির হিসেবে মমতার থেকে এগিয়ে শ্রীজীব

উল্লেখ্য, ভবানীপুরের সঙ্গে এবার সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট হচ্ছে ৷ প্রার্থীদের মৃত্যুর কারণে ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত ছিল ৷ এই তিন কেন্দ্রে ভোট গণনা আগামী 3 অক্টোবর ৷

Last Updated : Sep 14, 2021, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.