ETV Bharat / state

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে BJP ও কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে BJP - কংগ্রেস খণ্ডযুদ্ধ । চলে ইটবৃষ্টি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

BJP- কংগ্রেস খণ্ডযুদ্ধ
BJP- কংগ্রেস খণ্ডযুদ্ধ
author img

By

Published : Dec 12, 2019, 4:28 PM IST

Updated : Dec 12, 2019, 6:07 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আজ দুপুরে কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ হয় । দুইপক্ষ পরস্পরের বিরুদ্ধে ইট ছোড়ে বলে অভিযোগ । BJP-র সদর দপ্তরের সামনে ঘটনাটি ঘটে । পরিস্থিতি সামাল দিতে গিয়ে কংগ্রেসের কর্মী- সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । পরে কংগ্রেসের কর্মী-সমর্থকদের কয়েকজনকে আটক করে লালবাজার নিয়ে যায় পুলিশ ।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ যা সামাল দিতে ব্যর্থ পৌরনিগম - এই অভিযোগে আজ কলকাতা পৌরনিগম ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল কংগ্রেস । মহাজাতি সদন থেকে মিছিল করে কংগ্রেসের কর্মী- সমর্থকদের যাওয়ার কথা ছিল পৌরনিগম ভবনের সামনে । মিছিল যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে BJP-র সদর দপ্তরের সামনে তখন মিছিল থেকে কংগ্রেসের কর্মী- সমর্থকরা "রাহুল-রাহুল" স্লোগান দিতে শুরু করেন । পালটা সেখানে উপস্থিত BJP-র কর্মী-সমর্থকরা "মোদি- মোদি" স্লোগান দেন । এনিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে খণ্ডযুদ্ধ শুরু হয় । BJP-র অভিযোগ, কংগ্রেসের তরফে ইট ছোড়া হয় । পরিস্থিতি সামলাতে সেখানে যায় পুলিশ। তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেসের কর্মী সমর্থকদের । বেশ কিছুক্ষণ ঝামেলা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর আজ সকাল থেকেই সদর কার্যালয়ের সামনে BJP-র কর্মী-সমর্থকদের একটা বড় অংশ জমা হয়েছিল । সেখান দিয়ে কংগ্রেসের মিছিল যাচ্ছিল । মিছিল থেকে BJP-র কর্মী ও সমর্থকদের উপর ইট ছোড়া হয় । তার প্রতিবাদ করে আমাদের দলের লোকজন।"

দেখুন ভিডিয়ো

কলকাতা, 12 ডিসেম্বর : সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আজ দুপুরে কংগ্রেস ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ হয় । দুইপক্ষ পরস্পরের বিরুদ্ধে ইট ছোড়ে বলে অভিযোগ । BJP-র সদর দপ্তরের সামনে ঘটনাটি ঘটে । পরিস্থিতি সামাল দিতে গিয়ে কংগ্রেসের কর্মী- সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । পরে কংগ্রেসের কর্মী-সমর্থকদের কয়েকজনকে আটক করে লালবাজার নিয়ে যায় পুলিশ ।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ যা সামাল দিতে ব্যর্থ পৌরনিগম - এই অভিযোগে আজ কলকাতা পৌরনিগম ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল কংগ্রেস । মহাজাতি সদন থেকে মিছিল করে কংগ্রেসের কর্মী- সমর্থকদের যাওয়ার কথা ছিল পৌরনিগম ভবনের সামনে । মিছিল যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে BJP-র সদর দপ্তরের সামনে তখন মিছিল থেকে কংগ্রেসের কর্মী- সমর্থকরা "রাহুল-রাহুল" স্লোগান দিতে শুরু করেন । পালটা সেখানে উপস্থিত BJP-র কর্মী-সমর্থকরা "মোদি- মোদি" স্লোগান দেন । এনিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে খণ্ডযুদ্ধ শুরু হয় । BJP-র অভিযোগ, কংগ্রেসের তরফে ইট ছোড়া হয় । পরিস্থিতি সামলাতে সেখানে যায় পুলিশ। তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেসের কর্মী সমর্থকদের । বেশ কিছুক্ষণ ঝামেলা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর আজ সকাল থেকেই সদর কার্যালয়ের সামনে BJP-র কর্মী-সমর্থকদের একটা বড় অংশ জমা হয়েছিল । সেখান দিয়ে কংগ্রেসের মিছিল যাচ্ছিল । মিছিল থেকে BJP-র কর্মী ও সমর্থকদের উপর ইট ছোড়া হয় । তার প্রতিবাদ করে আমাদের দলের লোকজন।"

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা: সেন্ট্রাল অ্যাভেনিউ বিজেপির সদর কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা। বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় গন্ডগোল। দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ। ইট বৃষ্টি। হাতাহাতিতে জড়ালেন কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকেরা। মূলত কংগ্রেসের একটি মিছিল সেন্টাল এভিনিউ দিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে। দু'পক্ষের মধ্যে স্লোগান ও পাল্টা সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরে কলকাতা পুলিশের বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মহাজাতি সদন এর কাছে যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি জমায়েত করা হয়। এই জামায়াতে উপস্থিত ছিলেন কংগ্রেসের পরিষদে দলনেতা আব্দুল মান্নান। কংগ্রেসের পক্ষ থেকে আজ কলকাতা পৌরনিগমের ডাক দেয়া হয়েছিল। এই মিছিল যখন সেন্ট্রাল অ্যাভেনিউ বিজেপির সদর কার্যালয়ের কাছে এসে পৌঁছায়। তখনই বিজেপির সদর কার্যালয়ের সামনে জমায়েত থাকা বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেজে যায় কংগ্রেস কর্মী সমর্থকদের। তবে চাপা উত্তেজনা তৈরি হলেও কলকাতা পুলিশের পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর আজ সকাল থেকেই সদর কার্যালয়ের সামনে বিজেপির কর্মী-সমর্থকদের একটা বড় অংশের জমা ছিল। সেখান থেকে যখন কংগ্রেসের মিছিলটি যাচ্ছিল। সেই মিছিল থেকে বিজেপি জমায়াতের উপর ইট ছোড়া হয়েছে। সেটারই প্রতিবাদ করেছে বিজেপি কর্মী সমর্থকরা।







Body:story


Conclusion:story
Last Updated : Dec 12, 2019, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.