ETV Bharat / state

By election : বুধবার ভবানীপুর আসনে প্রার্থী ঘোষণা, জানিয়ে দিলেন দিলীপ - By election

সূত্রের খবর, এই ইস্যুতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজধানী গিয়েছেন । তবে দিলীপ ঘোষের আজকের ঘোষণার পর এটা স্পষ্ট যে, ভবানীপুরের লড়াইয়ের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না বিজেপি ।

By election
By election
author img

By

Published : Sep 7, 2021, 8:36 PM IST

Updated : Sep 8, 2021, 8:43 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হবে বুধবার । মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ শুরু হয়ে গিয়েছে প্রচার ৷ পাশাপাশি ভবানীপুরে উপনির্বাচন ঘোষণায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি । এমন কি এই ইস্যুতে আইনি রাস্তায় হাঁটার চিন্তা ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন । এসবের মধ্যেই বুধবার ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি ৷

সূত্রের খবর, এই ইস্যুতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজধানী গিয়েছেন । তবে দিলীপ ঘোষের আজকের ঘোষণার পর এটা স্পষ্ট যে, ভবানীপুরের লড়াইয়ের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না বিজেপি । ইতিমধ্যেই ভবানীপুরে জোরকদমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু হয়ে গিয়েছে । বিজেপির ভাবনা চিন্তা কী ? দিলীপ ঘোষ উত্তরে বলেন, "আমরা সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছি । ভবানীপুর আসনের জন্য কিছু নাম পাঠানো হয়েছে । দিল্লি থেকে বুধবার প্রার্থীর ঘোষণা করা হবে ।"

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে তিনি বলেন, "ওদের দলে তো একজনই সব । কোনও রীতি নীতি নেই ৷ আমাদের কিছু পদ্ধতি মেনে চলতে হয় । উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তো সবসময় আগে ময়দানে নামেন । নন্দীগ্রামেও তো দু' মাস আগে নিজেই ওই আসনে লড়ার কথা ঘোষণা করেছিলেন । কী ফল হয়েছিল তা সবাই জানে ।" তিনি আরও বলেন, "লোকসভা নির্বাচনের আগে মমতা বলেছিলেন, মোদি হঠাও দেশ বাঁচাও । কী হয়েছিল তা সবাই জানেন । ভবানীপুরেও নন্দীগ্রামের ফলের পুনরাবৃত্তি হবে না, কে বলতে পারে ?"

উপনির্বাচনেও জোরদার লড়াইয়ের বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, "বিজেপি সব নির্বাচনই জোরদার লড়ে । পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচনে বুক চিতিয়ে লড়াই করেছি ৷ প্রাণ হাতে নিয়ে লড়েছেন আমাদের কর্মীরা । ভবানীপুরেও লড়াইয়ের জন্য দলের তরফে কয়েকজনকে বলা হয়েছে । কেউ কেউ তাঁদের অপারগতার কথা জানিয়েছেন । আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেশ কিছু নাম পাঠিয়েছি । কেন্দ্রীয় নেতারা নাম চূড়ান্ত করবেন ।"

আরও পড়ুন : Bhabanipur By Election : বুধে প্রচার শুরু মমতার, শুক্রবার দিতে পারেন মনোনয়ন

অভিষেক ইস্যুতে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "তাহলে তো বলতে পারি নন্দীগ্রামে দিদি হেরে গিয়ে শুভেন্দুকে ফাঁসাচ্ছেন । সিআইডি রোজ শুভেন্দুকে ডাকছে । তিন চার বছর আগের ঘটনা ৷ তখন উনি তৃণমূলে ছিলেন । তখন কিছু হয়নি ৷ এটা যে রাজনৈতিক প্রতিহিংসা সেটা পরিস্কার । বিজেপি প্রতিহিংসাপরায়ণ নয় । আমরা কখনও এই ধরনের রাজনীতি করি না । তবে এটা ঠিক আমাদের এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে । মোদিজি, অমিতজিকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে । গুজরাত থেকে মুম্বই হাইকোর্টে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । আমাদের নেতারা অগ্নিপরীক্ষা দিয়ে সোনার মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছেন ।"

আরও পড়ুন : Sujan Chakraborty : শুভেন্দুকে সমর্থন, উপনির্বাচনকে "ভবানীপুর স্পেশ্যাল সিদ্ধান্ত" বলে কটাক্ষ সুজনের

কলকাতা, 7 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হবে বুধবার । মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ শুরু হয়ে গিয়েছে প্রচার ৷ পাশাপাশি ভবানীপুরে উপনির্বাচন ঘোষণায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি । এমন কি এই ইস্যুতে আইনি রাস্তায় হাঁটার চিন্তা ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন । এসবের মধ্যেই বুধবার ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি ৷

সূত্রের খবর, এই ইস্যুতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজধানী গিয়েছেন । তবে দিলীপ ঘোষের আজকের ঘোষণার পর এটা স্পষ্ট যে, ভবানীপুরের লড়াইয়ের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না বিজেপি । ইতিমধ্যেই ভবানীপুরে জোরকদমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু হয়ে গিয়েছে । বিজেপির ভাবনা চিন্তা কী ? দিলীপ ঘোষ উত্তরে বলেন, "আমরা সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছি । ভবানীপুর আসনের জন্য কিছু নাম পাঠানো হয়েছে । দিল্লি থেকে বুধবার প্রার্থীর ঘোষণা করা হবে ।"

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে তিনি বলেন, "ওদের দলে তো একজনই সব । কোনও রীতি নীতি নেই ৷ আমাদের কিছু পদ্ধতি মেনে চলতে হয় । উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তো সবসময় আগে ময়দানে নামেন । নন্দীগ্রামেও তো দু' মাস আগে নিজেই ওই আসনে লড়ার কথা ঘোষণা করেছিলেন । কী ফল হয়েছিল তা সবাই জানে ।" তিনি আরও বলেন, "লোকসভা নির্বাচনের আগে মমতা বলেছিলেন, মোদি হঠাও দেশ বাঁচাও । কী হয়েছিল তা সবাই জানেন । ভবানীপুরেও নন্দীগ্রামের ফলের পুনরাবৃত্তি হবে না, কে বলতে পারে ?"

উপনির্বাচনেও জোরদার লড়াইয়ের বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, "বিজেপি সব নির্বাচনই জোরদার লড়ে । পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচনে বুক চিতিয়ে লড়াই করেছি ৷ প্রাণ হাতে নিয়ে লড়েছেন আমাদের কর্মীরা । ভবানীপুরেও লড়াইয়ের জন্য দলের তরফে কয়েকজনকে বলা হয়েছে । কেউ কেউ তাঁদের অপারগতার কথা জানিয়েছেন । আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেশ কিছু নাম পাঠিয়েছি । কেন্দ্রীয় নেতারা নাম চূড়ান্ত করবেন ।"

আরও পড়ুন : Bhabanipur By Election : বুধে প্রচার শুরু মমতার, শুক্রবার দিতে পারেন মনোনয়ন

অভিষেক ইস্যুতে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "তাহলে তো বলতে পারি নন্দীগ্রামে দিদি হেরে গিয়ে শুভেন্দুকে ফাঁসাচ্ছেন । সিআইডি রোজ শুভেন্দুকে ডাকছে । তিন চার বছর আগের ঘটনা ৷ তখন উনি তৃণমূলে ছিলেন । তখন কিছু হয়নি ৷ এটা যে রাজনৈতিক প্রতিহিংসা সেটা পরিস্কার । বিজেপি প্রতিহিংসাপরায়ণ নয় । আমরা কখনও এই ধরনের রাজনীতি করি না । তবে এটা ঠিক আমাদের এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে । মোদিজি, অমিতজিকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে । গুজরাত থেকে মুম্বই হাইকোর্টে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । আমাদের নেতারা অগ্নিপরীক্ষা দিয়ে সোনার মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছেন ।"

আরও পড়ুন : Sujan Chakraborty : শুভেন্দুকে সমর্থন, উপনির্বাচনকে "ভবানীপুর স্পেশ্যাল সিদ্ধান্ত" বলে কটাক্ষ সুজনের

Last Updated : Sep 8, 2021, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.