কলকাতা, 10 সেপ্টেম্বর : ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূলের মমতার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল ৷ আজই তাঁর নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে ৷ এবার তারকা প্রচারের তালিকা ঘোষণা করল বিজেপি । ভবানীপুর উপনির্বাচনের জন্য দিল্লি থেকে আনুষ্ঠানিক ভাবে এই নাম ঘোষণা করল কেন্দ্রীয় সংসদীয় কমিটি ।
বিজেপির তারকা প্রচারের তালিকায় থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ থাকছেন হরদীপ সিং পুরি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদি, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । এছাড়াও রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পল ।
বিজেপির সূত্রে খবর, প্রার্থী তালিকা তৈরি করতে এমনিতেই কিছুটা দেরি হয়ে গিয়েছে । তাই প্রচারে আর কোনওভাবেই দেরি করতে চাইছে না গেরুয়া শিবির । তাই এবার 3 কেন্দ্রেই প্রচারে ঝাপিয়ে পড়তে চাইছে বিজেপি ।
এই বিষয়ে বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন," কেন্দ্রীয় কমিটি অনেক তাড়াতাড়ি এই তালিকা ঘোষণা করেছে । আমরা তিনটি কেন্দ্রেই আজ থেকেই জোর প্রচার শুরু করছি ।
ভবানীপুর তৃণমূলের শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত ৷ 2011-র বিধানসভা উপনির্বাচন ও 2016-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতেছেন ৷ এবারে নন্দীগ্রাম থেকে শুভেন্দুর বিপরীতে দাঁড়িয়েছিলেন মমতা ৷ কিন্তু, পরাজিত হন ৷ মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখার জন্য নিজের ঘরকেই বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী ৷ ইতিমধ্যেই তৃণমূলের তরফে জোরদার প্রচার শুরু করে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, বামেদের তরফেও প্রার্থী ঘোষণা করা হয়েছে ৷ আজ বিজেপিও প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে তারকা প্রচারের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ তালিকায় হেভিওয়েটদের রেখে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি ৷ নন্দীগ্রামে যে সাফল্য পেয়েছে বিজেপি, ভবানীপুরেও সেই ধারা বজায় রাখতে চাইছে বিজেপি ৷ ফলাফল শেষপর্যন্ত কী হবে, 3 অক্টোবরই তার উত্তর পাওয়া যাবে ৷