কলকাতা, 9 জুন: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে সদ্য। 8 জুলাই ভোট হওয়ার কথা রাজ্যে। এবার এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হল বিরোধী শিবির ৷ 2018 সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বেনজির সন্ত্রাসের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে পঞ্চায়েত নির্বাচন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করার আর্জি জানিয়েছে বিজেপি-কংগ্রেস ৷
বিরোধী শিবিরের দাবি, 75 হাজার আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি ৷ নির্বাচন ঘোষণার আগে সব রাজনৈতিক দলকে ডেকে কোনও বৈঠক করা হয়নি ৷ পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের সাক্ষী হয়েছিল রাজ্য ৷ তাই এবার রাজ্যের সব বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর আর্জি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস- দুই বিরোধী দল। এছাড়া এবারের পঞ্চায়েত নির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছে দুই দল ৷
উল্লেখ্য, 7 জুন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হন রাজীব সিনহা ৷ তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই তিনি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন ৷ জানান, 8 জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে ৷ ওইদিনই দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৷ আজ থেকে 15 জুন পর্যন্ত সকাল 11টা থেকে বেলা 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৷ এর মধ্যে 11 জুন রবিবার হওয়ায়, সেদিন মনোয়নপত্র জমা দেওয়া যাবে না ৷
আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্ত গণতন্ত্রের হত্যা অভিযোগ শুভেন্দুর, পালটা দিলেন রাজীবা
বিরোধী রাজনৈতিক দলগুলির আইনজীবীদের অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাত্র 6 দিন এবং প্রতিদিন সময় মাত্র 4 ঘণ্টা ৷ এই সামান্য সময়ের মধ্যে 75 হাজার প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিতে হবে ৷ এর মানে গড়ে প্রত্যেককে মাত্র 1 মিনিট সময় দেওয়া হয়েছে ৷ এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব নয় ৷ আইনজীবীরা কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা করতে দিতে হবে বলেও দাবি করা হয়েছে ৷
শুক্রবার বেলা 12 টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে ৷ সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী-সহ অন্য সব পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ নির্ধারিত দিনে ভোট হবে কি না, তা এই শুনানির উপর অনেকাংশেই নির্ভর করছে ৷
আরও পড়ুন: 'ফলাফল তো জানা! কেন্দ্রীয় বাহিনী দিয়ে করবে কী,' বিরোধীদের কটাক্ষ কুণালের