ETV Bharat / state

BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক নেতা - BJP-র পৌরনিগম অভিযান

চাঁদনি চকে ব্যারিকেড করে BJP কর্মী সমর্থকদের আটকাল পুলিশ ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মীদের ৷

বিজেপি
author img

By

Published : Nov 13, 2019, 2:54 PM IST

Updated : Nov 13, 2019, 3:28 PM IST

কলকাতা, 13 নভেম্বর : BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার ৷ চাঁদনি চকে ব্যারিকেড করে BJP কর্মী সমর্থকদের আটকাল পুলিশ ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মীদের ৷ পালটা জলকামান দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা পুলিশের ৷ দফায় দফায় উত্তেজনা ৷ মাঝরাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন BJP-র কর্মীরা ৷

bjp
জলকামান পুলিশের

পূর্ব ঘোষণা মতো আজ পৌরনিগম অভিযান শুরু করে BJP-র যুবমোর্চা ৷ যার নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ ৷ BJP-র অভিযান আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ করা হয়েছিল ব্যারিকেড ৷ রাখা হয়েছিল জলকামান ৷ চাঁদনি চক চত্বরে মিছিল আটকায় পুলিশ ৷ ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন BJP-র কর্মী-সমর্থকরা ৷ তখন জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় ৷ জানা গেছে, BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও দেবজিৎ সরকার জলকামানের আঘাতে জখম হয়েছেন ৷ তাঁদের পুলিশ আটকও করেছে ৷

চাঁদনি চক চত্বরে ধুন্ধুমার । দেখুন ভিডিয়ো...

ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পৌরনিগম ৷ এই স্লোগানে আজ পথে নামে BJP ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল হয় ৷ সেই মিছিল কলকাতা পৌরনিগমের দিকে এগোতে শুরু করে ৷ ফলে গোটা মধ্য কলকাতা জুড়ে ব্যাপক যানজট হয় ৷

কলকাতা, 13 নভেম্বর : BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার ৷ চাঁদনি চকে ব্যারিকেড করে BJP কর্মী সমর্থকদের আটকাল পুলিশ ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মীদের ৷ পালটা জলকামান দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা পুলিশের ৷ দফায় দফায় উত্তেজনা ৷ মাঝরাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন BJP-র কর্মীরা ৷

bjp
জলকামান পুলিশের

পূর্ব ঘোষণা মতো আজ পৌরনিগম অভিযান শুরু করে BJP-র যুবমোর্চা ৷ যার নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ ৷ BJP-র অভিযান আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ করা হয়েছিল ব্যারিকেড ৷ রাখা হয়েছিল জলকামান ৷ চাঁদনি চক চত্বরে মিছিল আটকায় পুলিশ ৷ ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন BJP-র কর্মী-সমর্থকরা ৷ তখন জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় ৷ জানা গেছে, BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও দেবজিৎ সরকার জলকামানের আঘাতে জখম হয়েছেন ৷ তাঁদের পুলিশ আটকও করেছে ৷

চাঁদনি চক চত্বরে ধুন্ধুমার । দেখুন ভিডিয়ো...

ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পৌরনিগম ৷ এই স্লোগানে আজ পথে নামে BJP ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল হয় ৷ সেই মিছিল কলকাতা পৌরনিগমের দিকে এগোতে শুরু করে ৷ ফলে গোটা মধ্য কলকাতা জুড়ে ব্যাপক যানজট হয় ৷

New Delhi, Nov 13 (ANI): Jawaharlal Nehru University students resumed their protest against Vice Chancellor over fee hike at JNU convention centre on November 13. JNU Students' Union president, Aishe Ghosh said that they are in hope that executive member will listen to their demands. The protest is going on from last couple of days.

Last Updated : Nov 13, 2019, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.