ETV Bharat / state

সল্টলেকের সরকারি বাজারগুলিতে গিয়ে কর সংগ্রহ করবে বিধাননগর পৌরনিগম

সল্টলেকের সরকারি বাজারগুলিতে বিধাননগর পৌরনিগমের কর্মীরা গিয়ে কর সংগ্রহ করবেন । ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বিধাননগর পৌরনিগমের ৷ আগামী সপ্তাহ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে ।

bidhannagar
author img

By

Published : Nov 23, 2019, 8:20 PM IST

বিধাননগর, 23 নভেম্বর : সল্টলেকের সরকারি বাজারগুলি থেকে কর সংগ্রহের উদ্যোগ নিল বিধাননগর পৌরনিগম । এবার থেকে সল্টলেকের সরকারি বাজারগুলি থেকে বিধাননগরের পৌরকর্মীরা গিয়ে কর সংগ্রহ করবেন । একইসঙ্গে হবে ট্রেড লাইসেন্সের নবীনকরণের কাজও ৷

পৌরনিগম সূত্রে খবর , মূলত সরকারি বাজারের ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ ৷ এতে দোকানের ভাড়া সহজেই পৌরনিগমকে জমা দিতে পারবেন তাঁরা ৷ আগামী সপ্তাহ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে ।

এ বিষয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "ব্যবসায়ীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পৌরনিগম । পৌরনিগমের আওতাধীন বাজারের ব্যবসায়ীরা যাতে সহজে পৌরকর জমা দিতে পারেন সেজন্য তাঁদের কাছে পৌঁছে যাবেন আধিকারিকরা । সেখানে শিবির করে তাঁদের কাছ থেকে কর সংগ্রহ করবে । পৌরনিগমের আইনের মেনেই কর সংগ্রহ করা হবে । পরে আমরা আবার বিষয়টি রিভিউ করব । কর প্রদানে অনলাইন পরিষেবা শুরুর চেষ্টা করব ৷ ''

বিধাননগর, 23 নভেম্বর : সল্টলেকের সরকারি বাজারগুলি থেকে কর সংগ্রহের উদ্যোগ নিল বিধাননগর পৌরনিগম । এবার থেকে সল্টলেকের সরকারি বাজারগুলি থেকে বিধাননগরের পৌরকর্মীরা গিয়ে কর সংগ্রহ করবেন । একইসঙ্গে হবে ট্রেড লাইসেন্সের নবীনকরণের কাজও ৷

পৌরনিগম সূত্রে খবর , মূলত সরকারি বাজারের ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ ৷ এতে দোকানের ভাড়া সহজেই পৌরনিগমকে জমা দিতে পারবেন তাঁরা ৷ আগামী সপ্তাহ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে ।

এ বিষয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "ব্যবসায়ীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পৌরনিগম । পৌরনিগমের আওতাধীন বাজারের ব্যবসায়ীরা যাতে সহজে পৌরকর জমা দিতে পারেন সেজন্য তাঁদের কাছে পৌঁছে যাবেন আধিকারিকরা । সেখানে শিবির করে তাঁদের কাছ থেকে কর সংগ্রহ করবে । পৌরনিগমের আইনের মেনেই কর সংগ্রহ করা হবে । পরে আমরা আবার বিষয়টি রিভিউ করব । কর প্রদানে অনলাইন পরিষেবা শুরুর চেষ্টা করব ৷ ''

Intro: বিধাননগর, ২৩ নভেম্বর: ট্রেড লাইসেন্স সরলীকরনের পর এবার সল্টলেকের সরকারি বাজারগুলোতে কর সংগ্রহের উদ্যোগ নিল বিধাননগর পৌরনিগম।পৌরনিগম সূত্রে জানা গেছে এবার থেকে সল্টলেকের সরকারি বাজারগুলোতে বিধাননগর পৌরনিগমের কর্মীরা গিয়ে ট্রেড লাইসেন্স নবীকরণ ও কর সংগ্রহ করবে। মূলত সরকারি মার্কেটের ব্যবসায়ীরা যাতে সহজে তাদের দোকানের ভাড়া বিধাননগর পৌরনিগাম কে জমা দিতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে বিধাননগর পৌরনিগম। আগামী সপ্তাহ থেকেই নতুন সিদ্ধান্ত বলবত হবে।

Body: এ বিষয়ে কৃষ্ণা চক্রবর্তী বলেন, "মানুষের সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পৌরনিগম। পৌরনিগমের আওতাধীন বাজারের দোকানদাররা যাতে সহজে কর দিতে পারেন তার জন্য তাদের কাছে পৌঁছে যাবে পৌরনিগমের আধিকারিকরা। সেখানে ক্যাম্প করে প্রথমে তাদের কাছ থেকে সংগ্রহ করবে। বর্তমান পৌরনিগম আইনের মধ্যে থেকেই কর সংগ্রহ করা হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা ফের রিভিউ করব। এবং অনলাইনে যাতে পুরো বিষয়টা চালু করা যায় সেটা দেখব''।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.