বিধাননগর, 23 নভেম্বর : সল্টলেকের সরকারি বাজারগুলি থেকে কর সংগ্রহের উদ্যোগ নিল বিধাননগর পৌরনিগম । এবার থেকে সল্টলেকের সরকারি বাজারগুলি থেকে বিধাননগরের পৌরকর্মীরা গিয়ে কর সংগ্রহ করবেন । একইসঙ্গে হবে ট্রেড লাইসেন্সের নবীনকরণের কাজও ৷
পৌরনিগম সূত্রে খবর , মূলত সরকারি বাজারের ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ ৷ এতে দোকানের ভাড়া সহজেই পৌরনিগমকে জমা দিতে পারবেন তাঁরা ৷ আগামী সপ্তাহ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে ।
এ বিষয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "ব্যবসায়ীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পৌরনিগম । পৌরনিগমের আওতাধীন বাজারের ব্যবসায়ীরা যাতে সহজে পৌরকর জমা দিতে পারেন সেজন্য তাঁদের কাছে পৌঁছে যাবেন আধিকারিকরা । সেখানে শিবির করে তাঁদের কাছ থেকে কর সংগ্রহ করবে । পৌরনিগমের আইনের মেনেই কর সংগ্রহ করা হবে । পরে আমরা আবার বিষয়টি রিভিউ করব । কর প্রদানে অনলাইন পরিষেবা শুরুর চেষ্টা করব ৷ ''