ETV Bharat / state

35 হাজার বাঙালি শ্রমিককে সাহায্যের দাবি, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি বাংলা সংস্কৃতি মঞ্চের - Bengali Sanskriti Mancha give letter to CM

লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে প্রায় 35 হাজার বাঙালি শ্রমিক । অনেকেই কোনওরকম সাহায্য পাচ্ছেন না । তাই তাঁদের স্বার্থ সুরক্ষার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বাংলা সংস্কৃতি মঞ্চ ।

Migrated Labourers
ভিন রাজ্যে আটকে বাঙালি শ্রমিকরা
author img

By

Published : Apr 23, 2020, 8:23 AM IST

কলকাতা, 23 এপ্রিল : লকডাউনে বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন বাঙালি শ্রমিকরা । সংখ্যাটা প্রায় 35 হাজার । আর্থিক অভাবের কারণে তাঁদের অনেকেরই খাবার জুটছে না । কিছু ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের তরফে অসহযোগিতরাও অভিযোগ উঠেছে । তাই এই বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়াল বাংলা সংস্কৃতি মঞ্চ নামে একটি সংগঠন। বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাঙালি শ্রমিকদের খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কিত সহায়তার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল তারা ।

বাংলা সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ জানান , "দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাঙালি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে । ইতিমধ্যেই কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাত, মণিপুর-সহ অন্যান্য জায়গায় আটকে পড়া শ্রমিকদের একটি তালিকা বানিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে । এই লকডাউনে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা । কয়েকজন শ্রমিককে রেশন পাঠানো হয়েছে । তবে, এমন বহু জায়গা আছে যেখানে এখনও কোনও ত্রাণ পৌঁছায়নি । সেখানকার শ্রমিকরা অনাহারে দিন যাপন করছেন । তাই তাঁদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি ।"

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বিভিন্ন দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ জানান তন্ময় । তিনি বলেন, "বহু জায়গায় সরকারি আধিকারিকদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে শ্রমিকদের । অনেক জায়গায় পুলিশ আধিকারিকরা তাঁদের পরিচয়পত্র বাজেয়াপ্ত করে নিয়েছে । বাঙালি শ্রমিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত করছেন । তাই সংস্কৃতি মঞ্চর তরফে এই শ্রমিকদের যাবতীয় সরকারি সুরক্ষা দেওয়া ও তাঁদের জন্য খাদ্য, প্রয়োজনীয় ওষুধপত্র ও স্যানিটারি ন্যাপকিন প্রদানের আবেদন জানানো হয়েছে ।"

কলকাতা, 23 এপ্রিল : লকডাউনে বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন বাঙালি শ্রমিকরা । সংখ্যাটা প্রায় 35 হাজার । আর্থিক অভাবের কারণে তাঁদের অনেকেরই খাবার জুটছে না । কিছু ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের তরফে অসহযোগিতরাও অভিযোগ উঠেছে । তাই এই বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়াল বাংলা সংস্কৃতি মঞ্চ নামে একটি সংগঠন। বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাঙালি শ্রমিকদের খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কিত সহায়তার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল তারা ।

বাংলা সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ জানান , "দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাঙালি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে । ইতিমধ্যেই কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাত, মণিপুর-সহ অন্যান্য জায়গায় আটকে পড়া শ্রমিকদের একটি তালিকা বানিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে । এই লকডাউনে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা । কয়েকজন শ্রমিককে রেশন পাঠানো হয়েছে । তবে, এমন বহু জায়গা আছে যেখানে এখনও কোনও ত্রাণ পৌঁছায়নি । সেখানকার শ্রমিকরা অনাহারে দিন যাপন করছেন । তাই তাঁদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি ।"

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বিভিন্ন দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ জানান তন্ময় । তিনি বলেন, "বহু জায়গায় সরকারি আধিকারিকদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে শ্রমিকদের । অনেক জায়গায় পুলিশ আধিকারিকরা তাঁদের পরিচয়পত্র বাজেয়াপ্ত করে নিয়েছে । বাঙালি শ্রমিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত করছেন । তাই সংস্কৃতি মঞ্চর তরফে এই শ্রমিকদের যাবতীয় সরকারি সুরক্ষা দেওয়া ও তাঁদের জন্য খাদ্য, প্রয়োজনীয় ওষুধপত্র ও স্যানিটারি ন্যাপকিন প্রদানের আবেদন জানানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.