ETV Bharat / state

রাতে বাড়ি ডেকে যুবতিকে হেনস্থা, অভিযুক্ত অভিনেতা লোকেশ - molestation

অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায় । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায় । ইতিমধ্যে অভিযুক্ত লোকেশের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ । তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই পলাতক লোকেশ ।

lokesh
author img

By

Published : Jul 27, 2019, 5:16 PM IST

কলকাতা, 27 জুলাই : অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায় । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায় । ইতিমধ্যে অভিযুক্ত লোকেশের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ । তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই পলাতক লোকেশ ।

বাংলা ছবির পরিচিত মুখ এই অভিনেতা । অভিযোগ, গতরাতে শরীর খারাপের নামে রিয়া (নাম পরিবর্তিত) নামের এক যুবতিকে নিজের ফ্ল্যাটে ডাকেন তিনি । কিন্তু সাহায্য করতে এসে চরম হেনস্থার শিকার হন ওই যুবতি । পুলিশের দ্বারস্থ হয়ে রিয়া জানান, নেহাত সাহায্য করতেই তিনি লোকেশের ফ্ল্যাটে গেছিলেন । কিন্তু গিয়ে দেখেন মত্ত অবস্থায় ছিলেন লোকেশ । তাঁর উপর চড়াও হন । এমন কী মারধরও করেন । এছাড়াও নানা ভাবে নিগ্রহের শিকার হন রিয়া ।

রিয়া আরও জানান, লোকেশের ফ্ল্যাট থেকে কোনওরকমে নিজেকে বাঁচিয়ে এম আর বাঙুর হাসপাতালে যান তিনি । সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় । তারপরই কসবা থানায় অভিযোগ দায়ের করেন । রাতেই সক্রিয় হয় পুলিশ । হানা দেয় অভিনেতার ফ্ল্যাটে । কিন্তু ততক্ষণে অভিযুক্ত নিজের ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যায় । লোকেশের খোঁজে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ ।

কলকাতা, 27 জুলাই : অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতায় । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায় । ইতিমধ্যে অভিযুক্ত লোকেশের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ । তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই পলাতক লোকেশ ।

বাংলা ছবির পরিচিত মুখ এই অভিনেতা । অভিযোগ, গতরাতে শরীর খারাপের নামে রিয়া (নাম পরিবর্তিত) নামের এক যুবতিকে নিজের ফ্ল্যাটে ডাকেন তিনি । কিন্তু সাহায্য করতে এসে চরম হেনস্থার শিকার হন ওই যুবতি । পুলিশের দ্বারস্থ হয়ে রিয়া জানান, নেহাত সাহায্য করতেই তিনি লোকেশের ফ্ল্যাটে গেছিলেন । কিন্তু গিয়ে দেখেন মত্ত অবস্থায় ছিলেন লোকেশ । তাঁর উপর চড়াও হন । এমন কী মারধরও করেন । এছাড়াও নানা ভাবে নিগ্রহের শিকার হন রিয়া ।

রিয়া আরও জানান, লোকেশের ফ্ল্যাট থেকে কোনওরকমে নিজেকে বাঁচিয়ে এম আর বাঙুর হাসপাতালে যান তিনি । সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় । তারপরই কসবা থানায় অভিযোগ দায়ের করেন । রাতেই সক্রিয় হয় পুলিশ । হানা দেয় অভিনেতার ফ্ল্যাটে । কিন্তু ততক্ষণে অভিযুক্ত নিজের ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যায় । লোকেশের খোঁজে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ ।

Intro:কলকাতা, ২৭ জুলাই: এবার অভিনেতার বিরুদ্ধে যুবতী হেনস্থার অভিযোগ। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায়। ইতিমধ্যেই ওই অভিনেতার ফ্ল্যাটেটে তল্লাশি চালিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই অভিনেতা পলাতক।
Body:বাংলা ছবিতে মাঝেমধ্যে দেখা যায় অভিনেতা লোকেশ ঘোষকে। এমনিতে তিনি পরিচিত নাম। অভিযোগ, গত রাতে শরীর খারাপের নামে এক যুবতীকে নিজের ফ্ল্যাটে ডাকেন তিনি। অভিনেতা থেকে সাহায্য করতে এসে বিপদে পড়ে যান ওই যুবতী। পুলিশের কাছে তিনি যে অভিযোগ জানিয়েছেন, তাতে লিখেছেন সেই সময় মদ্যপ অবস্থায় ছিল লোকেশ। অভিনেতাকে সাহায্য করতেই তিনি গিয়েছিলেন। হঠাৎই তাঁর উপর চড়াও হয় লোকেশ। তাঁকে ব্যাপক মারধর করা হয়। নানা ভাবে নিগ্রহ করা হয় তাঁকে।Conclusion:ওই ফ্ল্যাট থেকে কোনরকমের বেরিয়ে এম আর বাঙ্গুর হাসপাতালে যান ওই যুবতী। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। তারপরেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। রাতেই সক্রিয় হয় পুলিশ। হানা দেয় অভিনেতার ফ্ল্যাটে। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.