ETV Bharat / state

Water Conservation: জল বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে দেশ ভ্রমণ কলকাতার সম্রাটের

কলকাতার বাঘা যতীনের বাসিন্দা সম্রাট মৌলিক (Samrat Moulik) ৷ জল সংরক্ষণের (Water Conservation) বার্তা নিয়ে দেশ-বিদেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছেন এই বাঙালি সাইক্লিস্ট (Bengali Cyclist) ৷

author img

By

Published : Dec 10, 2022, 9:02 PM IST

Updated : Dec 12, 2022, 1:20 PM IST

Bengali Cyclist travel different countries to spread the message of Water Conservation
Water Conservation: জল বাঁচানোর বার্তা নিয়ে দু'চাকায় দেশ ভ্রমণ কলকাতার সম্রাটের
জল বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে দেশ ভ্রমণ করেছেন কলকাতার সম্রাটের

কলকাতা, 10 ডিসেম্বর: 'জলই জীবন' ! এই আপ্তবাক্য শুনেই বড় হই আমরা ৷ তবুও আমাদের অধিকাংশই সুযোগ পেলেই জলের অপচয় করি ! এই প্রবণতা রুখতে ঢাক, ঢোল পিটিয়ে প্রচার, বিজ্ঞাপন কম হয় না ৷ কিন্তু, তাতে কাজের কাজ কতটা হয়, তা সত্যিই তর্কের বিষয় ৷ তবে, আমরা যারা জলের অপচয়ের জন্য দায়ী, তারাই আবার সম্পদের এমন অপব্যবহার দেখে সমালোচনার বাঁধ ভেঙে দিই ৷ কিন্তু, সমস্যা মোকাবিলায় এগিয়ে যাওয়ার চেষ্টা করি না ৷ অন্যদিকে, সেটাই করে দেখিয়েছেন কলকাতার বাঘা যতীনের যুবক সম্রাট মৌলিক (Samrat Moulik) ৷ শুধুমাত্র একটি সাইকেলের ভরসায় জল সংরক্ষণের (Water Conservation) বার্তা দিতে দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছেন এই বাঙালি সাইক্লিস্ট (Bengali Cyclist) ৷

সম্রাট একটা সময় কাজ করতেন বহুজাতিক সংস্থায় ৷ 2016 সালে সেই চাকরিতে ইস্তফা দেন তিনি ৷ তখন থেকেই শুরু হয় দু'চাকায় দেশ ভ্রমণ ৷ এখনও পর্যন্ত তিনি গিয়েছেন, থাইল্যান্ড, রাশিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ৷ এছাড়াও, লাদাখ থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল চালানোর অভিজ্ঞতা রয়েছে এই তরুণের ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত 15 হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন সম্রাট ৷ চলার পথে স্মৃতির ঝুলিতে ভরেছেন আজব সব অভিজ্ঞতা ! ইতিমধ্যেই মিলেছে 'রিভার সাইক্লিস্ট'-এর 'উপাধি' ৷ তবে, যেখানেই গিয়েছেন, দেখতে হয়েছে জলদূষণের ব্যাপক ও করুণ চিত্র ৷ এই পরিস্থিতি কষ্ট দিয়েছে সম্রাটকে ৷

আরও পড়ুন: ভারত ভ্রমণে বেরিয়ে আটমাস পর ঘরে ফিরলেন সাইকেল ম্যান জোজো

সম্রাট মৌলিক তাঁর অভিযান সম্পর্কে বলেন, "ছোটবেলা থেকেই দীর্ঘ পথে সাইকেল চালানো আমার স্বপ্ন ৷ দু'চাকার এই যান পরিবেশবান্ধব ৷ এবং এর সাহায্য়ে অনেক দুর্গম পথেও পাড়ি দেওয়া সম্ভব ৷ আমাদের শুধুমাত্র জলদূষণের কথা ভাবলেই চলবে না ৷ সামগ্রিকভাবে পরিবেশদূষণের কথা ভাবা দরকার ৷ আমি যখন কোথাও যাই, সেখানে কাউকে কিছু শেখানোর কোনও চেষ্টাই করি না ৷ বরং সেখানকার মানুষের সঙ্গে মিশে তাঁদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠার চেষ্টা করি ৷ তাঁদের জীবনযাত্রা খুঁটিয়ে পর্যেবক্ষণ করি এবং তাঁদের থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি ৷ পরবর্তীতে অন্য জায়গায় গেলে সেখানকার মানুষের সঙ্গে আগের জায়গার উপলব্ধি ভাগ করে নিই ৷ এভাবেই মানুষে মানুষে মেলবন্ধনের চেষ্টা করি ৷ আমি যখন শ্রীলঙ্কা গিয়েছিলাম, দেখেছিলাম, সেখানকার সমুদ্রে জলস্তর লাগাতার বাড়ছে ৷ এতে আগামী দিনে বসত এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ এর জেরে 'ক্লাইমেট রিফিউজি'র সংখ্যা অনেক বাড়বে ৷ তাতে আর্থিক পরিস্থিতির আরও অবনতি হবে ৷ তারও আগে রাশিয়ায় দেখেছি, কীভাবে ভলগা নদী দূষিত হয়ে যাচ্ছে ! সম্প্রতি আমি বাংলাদেশ যাই ৷ বাংলাদেশের হাওর অঞ্চলে যাই আমি ৷ সেখানকার চর অঞ্চল, যাকে স্থানীয় ভাষায় কান্দাবন বলা হয়, সেখানে গাছপালা, মাছের সংখ্যা হ্রাস পেয়েছে ৷"

কিন্তু, শুধুমাত্র সাইকেল চালিয়েই কি জল সংরক্ষণ বা দূষণ রোধ সম্ভব ? সম্রাট বলছেন, সেটা সম্ভব নয় ৷ কিন্তু, সবাই মিলে সমবেত প্রচেষ্টায় সব সম্ভব ৷ মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করতেই এভাবে বার্তাবাহকের দায়িত্ব পালন করে যেতে চান সম্রাট ৷

জল বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে দেশ ভ্রমণ করেছেন কলকাতার সম্রাটের

কলকাতা, 10 ডিসেম্বর: 'জলই জীবন' ! এই আপ্তবাক্য শুনেই বড় হই আমরা ৷ তবুও আমাদের অধিকাংশই সুযোগ পেলেই জলের অপচয় করি ! এই প্রবণতা রুখতে ঢাক, ঢোল পিটিয়ে প্রচার, বিজ্ঞাপন কম হয় না ৷ কিন্তু, তাতে কাজের কাজ কতটা হয়, তা সত্যিই তর্কের বিষয় ৷ তবে, আমরা যারা জলের অপচয়ের জন্য দায়ী, তারাই আবার সম্পদের এমন অপব্যবহার দেখে সমালোচনার বাঁধ ভেঙে দিই ৷ কিন্তু, সমস্যা মোকাবিলায় এগিয়ে যাওয়ার চেষ্টা করি না ৷ অন্যদিকে, সেটাই করে দেখিয়েছেন কলকাতার বাঘা যতীনের যুবক সম্রাট মৌলিক (Samrat Moulik) ৷ শুধুমাত্র একটি সাইকেলের ভরসায় জল সংরক্ষণের (Water Conservation) বার্তা দিতে দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছেন এই বাঙালি সাইক্লিস্ট (Bengali Cyclist) ৷

সম্রাট একটা সময় কাজ করতেন বহুজাতিক সংস্থায় ৷ 2016 সালে সেই চাকরিতে ইস্তফা দেন তিনি ৷ তখন থেকেই শুরু হয় দু'চাকায় দেশ ভ্রমণ ৷ এখনও পর্যন্ত তিনি গিয়েছেন, থাইল্যান্ড, রাশিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ৷ এছাড়াও, লাদাখ থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল চালানোর অভিজ্ঞতা রয়েছে এই তরুণের ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত 15 হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন সম্রাট ৷ চলার পথে স্মৃতির ঝুলিতে ভরেছেন আজব সব অভিজ্ঞতা ! ইতিমধ্যেই মিলেছে 'রিভার সাইক্লিস্ট'-এর 'উপাধি' ৷ তবে, যেখানেই গিয়েছেন, দেখতে হয়েছে জলদূষণের ব্যাপক ও করুণ চিত্র ৷ এই পরিস্থিতি কষ্ট দিয়েছে সম্রাটকে ৷

আরও পড়ুন: ভারত ভ্রমণে বেরিয়ে আটমাস পর ঘরে ফিরলেন সাইকেল ম্যান জোজো

সম্রাট মৌলিক তাঁর অভিযান সম্পর্কে বলেন, "ছোটবেলা থেকেই দীর্ঘ পথে সাইকেল চালানো আমার স্বপ্ন ৷ দু'চাকার এই যান পরিবেশবান্ধব ৷ এবং এর সাহায্য়ে অনেক দুর্গম পথেও পাড়ি দেওয়া সম্ভব ৷ আমাদের শুধুমাত্র জলদূষণের কথা ভাবলেই চলবে না ৷ সামগ্রিকভাবে পরিবেশদূষণের কথা ভাবা দরকার ৷ আমি যখন কোথাও যাই, সেখানে কাউকে কিছু শেখানোর কোনও চেষ্টাই করি না ৷ বরং সেখানকার মানুষের সঙ্গে মিশে তাঁদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠার চেষ্টা করি ৷ তাঁদের জীবনযাত্রা খুঁটিয়ে পর্যেবক্ষণ করি এবং তাঁদের থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি ৷ পরবর্তীতে অন্য জায়গায় গেলে সেখানকার মানুষের সঙ্গে আগের জায়গার উপলব্ধি ভাগ করে নিই ৷ এভাবেই মানুষে মানুষে মেলবন্ধনের চেষ্টা করি ৷ আমি যখন শ্রীলঙ্কা গিয়েছিলাম, দেখেছিলাম, সেখানকার সমুদ্রে জলস্তর লাগাতার বাড়ছে ৷ এতে আগামী দিনে বসত এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ এর জেরে 'ক্লাইমেট রিফিউজি'র সংখ্যা অনেক বাড়বে ৷ তাতে আর্থিক পরিস্থিতির আরও অবনতি হবে ৷ তারও আগে রাশিয়ায় দেখেছি, কীভাবে ভলগা নদী দূষিত হয়ে যাচ্ছে ! সম্প্রতি আমি বাংলাদেশ যাই ৷ বাংলাদেশের হাওর অঞ্চলে যাই আমি ৷ সেখানকার চর অঞ্চল, যাকে স্থানীয় ভাষায় কান্দাবন বলা হয়, সেখানে গাছপালা, মাছের সংখ্যা হ্রাস পেয়েছে ৷"

কিন্তু, শুধুমাত্র সাইকেল চালিয়েই কি জল সংরক্ষণ বা দূষণ রোধ সম্ভব ? সম্রাট বলছেন, সেটা সম্ভব নয় ৷ কিন্তু, সবাই মিলে সমবেত প্রচেষ্টায় সব সম্ভব ৷ মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করতেই এভাবে বার্তাবাহকের দায়িত্ব পালন করে যেতে চান সম্রাট ৷

Last Updated : Dec 12, 2022, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.