কলকাতা, 28 জুলাই : রাজ্যে পুনরায় লকডাউন ঘোষণার জন্য বাতিল হল কয়েকটি ট্রেন । আগামীকাল (29জুলাই) হাওড়া থেকে যোধপুর ও মুম্বইগামী ট্রেন বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে রেল । তবে এই সপ্তাহে পরবর্তী কোনদিন লকডাউন থাকবে, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । সেইক্ষেত্রে, দ্বিতীয়দিনের ট্রেন বাতিলের বিষয় এখনও কিছু জানানো হয়নি ।
গোষ্ঠী সংক্রমণ রুখতে রাজ্যে সাপ্তাহিক দুদিন লকডাউন জারি হয়েছে । লকডাউনের দিনগুলিতে বন্ধ থাকবে উড়ান ও ট্রেন চলাচলও । সেই অনুযায়ী, ইতিমধ্যেই উড়ান ও ট্রেন বাতিল করা হয়েছে । একইভাবে করা হবে এই সপ্তাহেও । চলতি সপ্তাহে লকডাউন হবে আগামীকাল । অপর দিনটি এখনও ঘোষণা করে হয়নি । তাই বেশ কয়েকটি স্পেশাল ট্রেন বাতিল করা হয় । পাশাপাশি একাধিক ট্রানের সময়সূচিও পরিবর্তন হয়েছে ।
পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকটি স্পেশাল ট্রেন সময় পরিবর্তন হয়েছে । পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হল । এক নজরে ট্রেনগুলির তালিকা :
*02308/02307 যোধপুর হাওড়া যোধপুর স্পেশাল - এই টেনটি 29 জুলাই ছাড়ার কথা । 02308 ট্রেনটি যোধপুর থেকে আজ রওনা দেবে । ট্রেনটির যাত্রা ধানবাদে সংক্ষিপ্ত করা হবে । 02307 হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে 29 জুলাই ছাড়ার কথা ছিল । তবে ট্রেনটি এইবার হাওড়ার পরিবর্তে ধানবাদ থেকে ছাড়বে ।
*02810 হাওড়া-মুম্বাই CSMT স্পেশাল ট্রেনের আগেও একবার সময় পরিবর্তন হয় । 29 জুলাই হাওড়া থেকে ছাড়ার কথা ছিল । তবে লকডাউনের কারণে ট্রেনটি হাওড়ার পরিবর্তে 30 জুলাই 2.11 মিনিটে ধানবাদ থেকে ছাড়বে ।
29 জুলাইয়ের হাওড়া-রুরকেল্লা ট্রেনটি বাতিল করা হয়েছে ।