ETV Bharat / state

Justice Gangopadhyay: সিবিআই নাকি ইডি ডেকেছে, মলয়ের দিল্লি যাওয়ার কথা শুনে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - মলয় ঘটক

Calcutta High Court Justice Abhijit Gangopadhyay: নিম্ন আদালতের বিচারকের বদলির বিষয় নিয়ে এজলাসে ডেকেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মলয় ঘটক আসার পর তাঁর সঙ্গে সৌজন্য বিনিময়ও হল বিচারপতির ৷ সেই আলোচনায় মলয় ঘটক সেখানে দিল্লি যাওয়ার কথা বলতেই বিচারপতি প্রশ্ন করেন, সিবিআই নাকি ইডি ডেকেছে ৷

Justice Gangopadhyay
Justice Gangopadhyay
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 6:29 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল কেন আটকে রয়েছে, তা নিয়ে ক্ষোভে কার্যত অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তড়িঘড়ি জুডিশিয়াল সেক্রেটারিকে তলব করে জানতে চান কেন ওই বিচারকের বদলি আটকে রয়েছে ? জুডিশিয়াল সেক্রেটারি জানান, ফাইল আটকে রয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে । সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনমন্ত্রীকে আদালতে তলব করেন । বিকেল 4টের সময় তলব করে 5টার মধ্যে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন তিনি ।

আইনজীবী থেকে মামলাকারী, সাংবাদিকরা সবাই উদ্বেগ নিয়ে তাকিয়ে ছিলেন এজলাসে ফের না নতুন করে উত্তাপ ছড়ায় আজ । কিন্তু আইনমন্ত্রী এজলাসে হাজির হতে সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল । মলয় ঘটক এজলাসে হাজির হতেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সৌজন্য দেখালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । হাসি মুখে দু’জনের মধ্যে কথাও হল মিনিট চারেক ।

এ দিন দু’জনের কথোপকথন ছিল এই রকম -

বিচারপতি গঙ্গোপাধ্যায় - (হাসি মুখে) আরে মলয়বাবু আসুন । নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল নাকি আপনার অফিসে আটকে আছে !

মলয় ঘটক - (হাসি মুখে) আসলে আমি 25 অগস্ট থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম । চারদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ফিরেছি । কিন্তু চিকিৎসক আমাকে অন্তত 15 দিন বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন । তবুও আমি বসে নেই কাজ করছি । আমি খুব ব্যস্ত আছি । দেরি হবে না । আমি শীঘ্রই করে দেব ।

বিচারপতি - আপনাকে 4 অক্টোবরের মধ্যে দ্রুত করে দিতে হবে ।

মলয় ঘটক - আমাকে একটু দিল্লিতে যেতে হবে ।

বিচারপতি - কেন ? আপনাকে সিবিআই নাকি ইডি ডেকেছে ?

মলয় - না না । রাজনৈতিক কাজে ।

বিচারপতি - ও । যন্তরমন্তরে নাকি ? আপনি এসেছেন আমি খুব খুশি । একটি তাড়াতাড়ি ফাইলটা ক্লিয়ার করে দিন । আমি আজকেই অর্পণ চট্টোপাধ্যায়কে রিমুভ করার নির্দেশ দিয়েছি ।

মলয় - আমি 6 অক্টোবরের মধ্যে ওটা করে দেব ।

বিচারপতি - বেশ । 6 অক্টোবর যেন অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল রেডি হয়ে যায় । আমাকে ভুল বুঝবেন না আপনাকে আদালতে ডাকার জন্য ।

মলয় - না না । আমিও দীর্ঘদিন আইনজীবী হিসাবে প্র‍্যাকটিস করছি । ভুল বোঝার অবকাশ নেই ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আলিপুর নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই ও কলকাতা পুলিশকে যৌথ তদন্তের নির্দেশ দেন, সিবিআই ও ইডি আধিকারিকরা কুন্তল ঘোষকে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে হুমকি দিয়েছিলেন কি না, সেই বিষয় খতিয়ে দেখতে । তারপরই কলকাতা পুলিশ সক্রিয় হয়ে এই ঘটনার তদন্ত করতে শুরু করে । একাধিক সিবিআই ও ইডির আধিকারিককে মেইল করে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয় ।

এই ঘটনায় সিবিআই-ইডি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা করেছে । কিন্তু এদিন সিবিআই সিটের প্রধান অশ্বিন শেনভি আদালতে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এই বিষয় জানাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় রীতিমতো ফুঁসে ওঠেন । এবং একাধিক নির্দেশ দিয়ে দেন । তার মধ্যে সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে আগে তাঁর পদ থেকে অন্যত্র বদলি কেন করা হচ্ছে না, তা জানতে চান ।

আরও পড়ুন: সিবিআই-ইডি আধিকারিকদের হেনস্তা করা যাবে না, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের; তলব আইনমন্ত্রীকে

কলকাতা, 27 সেপ্টেম্বর: নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল কেন আটকে রয়েছে, তা নিয়ে ক্ষোভে কার্যত অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তড়িঘড়ি জুডিশিয়াল সেক্রেটারিকে তলব করে জানতে চান কেন ওই বিচারকের বদলি আটকে রয়েছে ? জুডিশিয়াল সেক্রেটারি জানান, ফাইল আটকে রয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে । সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনমন্ত্রীকে আদালতে তলব করেন । বিকেল 4টের সময় তলব করে 5টার মধ্যে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন তিনি ।

আইনজীবী থেকে মামলাকারী, সাংবাদিকরা সবাই উদ্বেগ নিয়ে তাকিয়ে ছিলেন এজলাসে ফের না নতুন করে উত্তাপ ছড়ায় আজ । কিন্তু আইনমন্ত্রী এজলাসে হাজির হতে সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল । মলয় ঘটক এজলাসে হাজির হতেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সৌজন্য দেখালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । হাসি মুখে দু’জনের মধ্যে কথাও হল মিনিট চারেক ।

এ দিন দু’জনের কথোপকথন ছিল এই রকম -

বিচারপতি গঙ্গোপাধ্যায় - (হাসি মুখে) আরে মলয়বাবু আসুন । নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল নাকি আপনার অফিসে আটকে আছে !

মলয় ঘটক - (হাসি মুখে) আসলে আমি 25 অগস্ট থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম । চারদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ফিরেছি । কিন্তু চিকিৎসক আমাকে অন্তত 15 দিন বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন । তবুও আমি বসে নেই কাজ করছি । আমি খুব ব্যস্ত আছি । দেরি হবে না । আমি শীঘ্রই করে দেব ।

বিচারপতি - আপনাকে 4 অক্টোবরের মধ্যে দ্রুত করে দিতে হবে ।

মলয় ঘটক - আমাকে একটু দিল্লিতে যেতে হবে ।

বিচারপতি - কেন ? আপনাকে সিবিআই নাকি ইডি ডেকেছে ?

মলয় - না না । রাজনৈতিক কাজে ।

বিচারপতি - ও । যন্তরমন্তরে নাকি ? আপনি এসেছেন আমি খুব খুশি । একটি তাড়াতাড়ি ফাইলটা ক্লিয়ার করে দিন । আমি আজকেই অর্পণ চট্টোপাধ্যায়কে রিমুভ করার নির্দেশ দিয়েছি ।

মলয় - আমি 6 অক্টোবরের মধ্যে ওটা করে দেব ।

বিচারপতি - বেশ । 6 অক্টোবর যেন অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইল রেডি হয়ে যায় । আমাকে ভুল বুঝবেন না আপনাকে আদালতে ডাকার জন্য ।

মলয় - না না । আমিও দীর্ঘদিন আইনজীবী হিসাবে প্র‍্যাকটিস করছি । ভুল বোঝার অবকাশ নেই ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আলিপুর নিম্ন আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই ও কলকাতা পুলিশকে যৌথ তদন্তের নির্দেশ দেন, সিবিআই ও ইডি আধিকারিকরা কুন্তল ঘোষকে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে হুমকি দিয়েছিলেন কি না, সেই বিষয় খতিয়ে দেখতে । তারপরই কলকাতা পুলিশ সক্রিয় হয়ে এই ঘটনার তদন্ত করতে শুরু করে । একাধিক সিবিআই ও ইডির আধিকারিককে মেইল করে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয় ।

এই ঘটনায় সিবিআই-ইডি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা করেছে । কিন্তু এদিন সিবিআই সিটের প্রধান অশ্বিন শেনভি আদালতে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এই বিষয় জানাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় রীতিমতো ফুঁসে ওঠেন । এবং একাধিক নির্দেশ দিয়ে দেন । তার মধ্যে সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে আগে তাঁর পদ থেকে অন্যত্র বদলি কেন করা হচ্ছে না, তা জানতে চান ।

আরও পড়ুন: সিবিআই-ইডি আধিকারিকদের হেনস্তা করা যাবে না, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের; তলব আইনমন্ত্রীকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.