ETV Bharat / state

BJP-র সঙ্গে বাংলার আত্মিক যোগাযোগ নেই : ইন্দ্রনীল সেন - BJP

কয়েকদিন আগেই জয়নগরে দলীয় সভায় যোগ দিয়ে কীর্তন শিল্পীদের মন জয়ের চেষ্টা করেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ আজ ইন্দ্রনীল সেন বলেন, লোকশিল্পীদের পাশে কোনও BJP নেতা দাঁড়ায়নি ।

ইন্দ্রনীল সেন
ইন্দ্রনীল সেন
author img

By

Published : Nov 30, 2020, 3:30 PM IST

Updated : Nov 30, 2020, 4:46 PM IST

কলকাতা, ৩০ নভেম্বর : BJP-কে আক্রমণ করতে তৃণমূলের হাতিয়ার সেই বহিরাগত তত্ত্বই । আর সেই পথে হেঁটেই এবার BJP-কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন ।

আজ তিনি বলেন, BJP-র সঙ্গে বাংলার আত্মিক যোগাযোগ নেই । বাংলার জন্য BJP-র আন্তরিকতা নেই । কিন্তু তৃণমূল বাঙালি অবাঙালি ভাগ করে না ।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যেকে পাঁচটি জ়োনে ভাগ করে এক একজন নেতার উপর সেগুলির দায়িত্ব দিয়েছে BJP নেতৃত্ব । তা নিয়ে আগেও BJP-কে আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব । আজ "শোলে"-র গব্বর সিং-এর সঙ্গে তাঁদের তুলনা করেন তিনি । বলেন, যে গব্বর সিংগুলিকে বাংলায় আমদানি করা হচ্ছে তাদের বাংলার মানুষ মেনে নেবে না । সেটা সিনেমাতেই ভালো লাগে ।

ইন্দ্রনীল সেনের বক্তব্য

কয়েকদিন আগেই জয়নগরে দলীয় সভায় যোগ দিয়ে কীর্তন শিল্পীদের মন জয়ের চেষ্টা করেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ লোকশিল্পীদের মন জয় করতে ভাঙা বাংলায় "হরিবোল" ধ্বনিও তোলেন তিনি । সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কীর্তন শিল্পীদের জন্য পেনশনের ব্যবস্থা করেছেন । 60 বছর বয়স হলেই তাঁরা কেন্দ্রীয় পেনশন পাবেন ৷ এখন কয়েকজন পেনশন পাবেন । ক্ষমতায় আসার পর সবাইকে পেনশন দেওয়া হবে ।" আর আজ সেই প্রসঙ্গ উল্লেখ না করলেও ইন্দ্রনীল সেন বলেন, লোকশিল্পীদের পাশে কোনও BJP নেতা দাঁড়ায়নি । লোকশিল্পীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ।

রাজ্যের প্রকল্প পৌঁছে দিতে "দুয়ারে দুয়ারে সরকার"-এর কথাও উল্লেখ করেন তিনি । বলেন, রাজ্যের প্রকল্প অনুকরণ করছে কেন্দ্রীয় সরকার । শুধু কেন্দ্র নয়, অন্য রাজ্যও বাংলাকে অনুকরণ করে বলে মন্তব্য করেন তিনি ।

কলকাতা, ৩০ নভেম্বর : BJP-কে আক্রমণ করতে তৃণমূলের হাতিয়ার সেই বহিরাগত তত্ত্বই । আর সেই পথে হেঁটেই এবার BJP-কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন ।

আজ তিনি বলেন, BJP-র সঙ্গে বাংলার আত্মিক যোগাযোগ নেই । বাংলার জন্য BJP-র আন্তরিকতা নেই । কিন্তু তৃণমূল বাঙালি অবাঙালি ভাগ করে না ।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যেকে পাঁচটি জ়োনে ভাগ করে এক একজন নেতার উপর সেগুলির দায়িত্ব দিয়েছে BJP নেতৃত্ব । তা নিয়ে আগেও BJP-কে আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব । আজ "শোলে"-র গব্বর সিং-এর সঙ্গে তাঁদের তুলনা করেন তিনি । বলেন, যে গব্বর সিংগুলিকে বাংলায় আমদানি করা হচ্ছে তাদের বাংলার মানুষ মেনে নেবে না । সেটা সিনেমাতেই ভালো লাগে ।

ইন্দ্রনীল সেনের বক্তব্য

কয়েকদিন আগেই জয়নগরে দলীয় সভায় যোগ দিয়ে কীর্তন শিল্পীদের মন জয়ের চেষ্টা করেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ লোকশিল্পীদের মন জয় করতে ভাঙা বাংলায় "হরিবোল" ধ্বনিও তোলেন তিনি । সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কীর্তন শিল্পীদের জন্য পেনশনের ব্যবস্থা করেছেন । 60 বছর বয়স হলেই তাঁরা কেন্দ্রীয় পেনশন পাবেন ৷ এখন কয়েকজন পেনশন পাবেন । ক্ষমতায় আসার পর সবাইকে পেনশন দেওয়া হবে ।" আর আজ সেই প্রসঙ্গ উল্লেখ না করলেও ইন্দ্রনীল সেন বলেন, লোকশিল্পীদের পাশে কোনও BJP নেতা দাঁড়ায়নি । লোকশিল্পীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ।

রাজ্যের প্রকল্প পৌঁছে দিতে "দুয়ারে দুয়ারে সরকার"-এর কথাও উল্লেখ করেন তিনি । বলেন, রাজ্যের প্রকল্প অনুকরণ করছে কেন্দ্রীয় সরকার । শুধু কেন্দ্র নয়, অন্য রাজ্যও বাংলাকে অনুকরণ করে বলে মন্তব্য করেন তিনি ।

Last Updated : Nov 30, 2020, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.