ETV Bharat / state

মোদি-শাহের ডাবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরি করলাম : মমতা - ডবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরিতেই ভরসা ছিল মমতার

রাজনৈতিক মহল বলছে, এমন কথা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই মানায় । যিনি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার ডেইলি প্যাসেঞ্জার বানিয়ে ছেড়েছেন । যাঁর বহিরাগত স্লোগানের কারণে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন কৈলাস বিজয়বর্গীয়, যোগী আদিত্যনাথ ও একগুচ্ছ বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীকে ।

আমরা ডাবল সেঞ্চুরি করলাম : মমতা
আমরা ডাবল সেঞ্চুরি করলাম : মমতা
author img

By

Published : May 2, 2021, 8:56 PM IST

কলকাতা, 2 মে : ডাবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরি । একুশের বিপুল জয়কে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলায় ফিরেছে তৃণমূল কংগ্রেস । উত্তর থেকে দক্ষিণ বাংলার রং সবুজ । এই সবুজ ঝড়ের মধ্যেই রবিবার বিনীতভাবে বাংলার মানুষকে এই জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে । বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে ।"

রাজনৈতিক মহল বলছে, এমন কথা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই মানায় । যিনি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার ডেইলি প্যাসেঞ্জার বানিয়ে ছেড়েছেন । যাঁর বহিরাগত স্লোগানের কারণে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন কৈলাস বিজয়বর্গীয়, যোগী আদিত্যনাথ ও একগুচ্ছ বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীকে । তাই কালীঘাটে তৈরি বিশেষ মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে মমতার ঘোষণা, "খেলায় আমরাই জিতেছি । জয় হয়েছে বাংলার মানুষের । জয় হয়েছে গণতন্ত্র । বাংলা দেশকে বাঁচিয়েছে । বিজেপির ঘরে আজ ধ্বস নেমেছে ।" একুশের বিধানসভা নির্বাচনে মমতার লক্ষ্যমাত্রা ছিল 221টি আসন । যদিও তার আগেই থামতে হয়েছে । তবে আত্মবিশ্বাসী মমতা ৷ আগামীতে এই লক্ষ্য পূরণ করবেন তিনি ।

আরও পড়ুন : "কারচুপি হয়েছে", নন্দীগ্রামে হার মেনে নিলেও কোর্টে যাবেন মমতা

এদিন রাজ্যবাসীকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সুপ্রিমো ৷ বললেন, "শেষ কথা বলে মানুষই । 221 আসন জিতব বলে দাবি করেছিলাম । মোদি-‌শাহ বলেছিলেন ডবল ইঞ্জিন সরকার । কিন্তু আমরাই ডবল সেঞ্চুরি করলাম । বিজেপি টাকা ছড়িয়েও কিছু করতে পারল না ।"

একইসঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন মমতা । জয়ের পর করোনার পরিস্থিতির মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন তিনি ৷ এই আবহে কোনও বিজয় মিছিল হবে না বলেও জানান তৃণমূল নেত্রী । বরং পরিস্থিতির উন্নতির হলে বিজয় উৎসব নিয়ে ভেবে দেখা হবে বলে জানান তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন, "সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেব ৷ কেন্দ্রের কাছে ভ্যাকসিন চাইব । কেন্দ্রকে বলব বিনামূল্যে টিকাকরণের জন্য ।" তাঁর হুঁশিয়ারি, না হলে ফের গান্ধিমূর্তির পাদদেশে অহিংস আন্দোলন করবেন ।

কলকাতা, 2 মে : ডাবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরি । একুশের বিপুল জয়কে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলায় ফিরেছে তৃণমূল কংগ্রেস । উত্তর থেকে দক্ষিণ বাংলার রং সবুজ । এই সবুজ ঝড়ের মধ্যেই রবিবার বিনীতভাবে বাংলার মানুষকে এই জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে । বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে ।"

রাজনৈতিক মহল বলছে, এমন কথা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই মানায় । যিনি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার ডেইলি প্যাসেঞ্জার বানিয়ে ছেড়েছেন । যাঁর বহিরাগত স্লোগানের কারণে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন কৈলাস বিজয়বর্গীয়, যোগী আদিত্যনাথ ও একগুচ্ছ বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীকে । তাই কালীঘাটে তৈরি বিশেষ মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে মমতার ঘোষণা, "খেলায় আমরাই জিতেছি । জয় হয়েছে বাংলার মানুষের । জয় হয়েছে গণতন্ত্র । বাংলা দেশকে বাঁচিয়েছে । বিজেপির ঘরে আজ ধ্বস নেমেছে ।" একুশের বিধানসভা নির্বাচনে মমতার লক্ষ্যমাত্রা ছিল 221টি আসন । যদিও তার আগেই থামতে হয়েছে । তবে আত্মবিশ্বাসী মমতা ৷ আগামীতে এই লক্ষ্য পূরণ করবেন তিনি ।

আরও পড়ুন : "কারচুপি হয়েছে", নন্দীগ্রামে হার মেনে নিলেও কোর্টে যাবেন মমতা

এদিন রাজ্যবাসীকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সুপ্রিমো ৷ বললেন, "শেষ কথা বলে মানুষই । 221 আসন জিতব বলে দাবি করেছিলাম । মোদি-‌শাহ বলেছিলেন ডবল ইঞ্জিন সরকার । কিন্তু আমরাই ডবল সেঞ্চুরি করলাম । বিজেপি টাকা ছড়িয়েও কিছু করতে পারল না ।"

একইসঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন মমতা । জয়ের পর করোনার পরিস্থিতির মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন তিনি ৷ এই আবহে কোনও বিজয় মিছিল হবে না বলেও জানান তৃণমূল নেত্রী । বরং পরিস্থিতির উন্নতির হলে বিজয় উৎসব নিয়ে ভেবে দেখা হবে বলে জানান তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন, "সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেব ৷ কেন্দ্রের কাছে ভ্যাকসিন চাইব । কেন্দ্রকে বলব বিনামূল্যে টিকাকরণের জন্য ।" তাঁর হুঁশিয়ারি, না হলে ফের গান্ধিমূর্তির পাদদেশে অহিংস আন্দোলন করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.