ETV Bharat / state

হামলার অভিযোগ ; ভবানীপুর থেকে মমতার লড়ার সম্ভাবনার কথা জানালেন রুদ্রনীল - assembly election 2021

আজ সকালে ভবানীপুরের গোপালনগর মোড়ে প্রচারে বেরিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল। বিজেপির অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে প্রচারে বাধা দেন। গালিগালাজ ও ধাক্কাধাক্কি করা হয়। আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল ৷

rudranil
রুদ্রনীল
author img

By

Published : Apr 2, 2021, 4:23 PM IST

ভবানীপুর, 2 এপ্রিল : মমতা বন্দ্য়োপাধ্য়েয় ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন ৷ আজ প্রচারে বেরিয়ে একথা জানালেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷ পাশাপাশি আজ প্রচারে বেরিয়ে তিনি তৃণমূল কর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন ৷

আজ সকালে ভবানীপুরের গোপালনগর মোড়ে প্রচারে বেরিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল। বিজেপির অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে প্রচারে বাধা দেন। গালিগালাজ ও ধাক্কাধাক্কি করা হয়। আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল ৷

রুদ্রনীলের বক্তব্য়

আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে নিয়ন্ত্রণ করুন : মমতা

তাঁর অভিযোগ, ভবানীপুর অঞ্চলে বিজেপির ব্য়ানার, পোস্টার ছিড়ে দেওয়া হচ্ছে ৷ আজ সকালে প্রচারে বেরলে তাঁদের কর্মী, সমর্থকদের ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ এমনকি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় হারের ভয় পেয়েই ভবানীপুর কেন্দ্র থেকে পালিয়ে অন্য়ত্র ভোটে দাঁড়িয়েছেন বলে মন্তব্য় করেন ৷

এর সঙ্গে তিনি বলেন, " গতকাল নন্দীগ্রামে যে নির্বাচন হয়েছে তাতে হার প্রায় নিশ্চিত ৷ সাধারণ মানুষ সেই রায় জানিয়ে দিয়েছেন ৷ ওনাদের প্ল্য়ান রয়েছে, উনি (পড়ুন মমতা বন্দ্য়োপাধ্য়ায়) হয়তো ভবানীপুরে দাঁড়াতে পারেন তারও ইঙ্গিত এখান থেকে স্পষ্ট হচ্ছে ৷ তাই তিনি জিততে চান পশ্চিমবঙ্গের যে কোনও কেন্দ্র থেকে, যে কোনও মূল্য়ে ৷"

যদিও ধাক্কাধাক্কি ও হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

ভবানীপুর, 2 এপ্রিল : মমতা বন্দ্য়োপাধ্য়েয় ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন ৷ আজ প্রচারে বেরিয়ে একথা জানালেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷ পাশাপাশি আজ প্রচারে বেরিয়ে তিনি তৃণমূল কর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন ৷

আজ সকালে ভবানীপুরের গোপালনগর মোড়ে প্রচারে বেরিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল। বিজেপির অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে প্রচারে বাধা দেন। গালিগালাজ ও ধাক্কাধাক্কি করা হয়। আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল ৷

রুদ্রনীলের বক্তব্য়

আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে নিয়ন্ত্রণ করুন : মমতা

তাঁর অভিযোগ, ভবানীপুর অঞ্চলে বিজেপির ব্য়ানার, পোস্টার ছিড়ে দেওয়া হচ্ছে ৷ আজ সকালে প্রচারে বেরলে তাঁদের কর্মী, সমর্থকদের ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ এমনকি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় হারের ভয় পেয়েই ভবানীপুর কেন্দ্র থেকে পালিয়ে অন্য়ত্র ভোটে দাঁড়িয়েছেন বলে মন্তব্য় করেন ৷

এর সঙ্গে তিনি বলেন, " গতকাল নন্দীগ্রামে যে নির্বাচন হয়েছে তাতে হার প্রায় নিশ্চিত ৷ সাধারণ মানুষ সেই রায় জানিয়ে দিয়েছেন ৷ ওনাদের প্ল্য়ান রয়েছে, উনি (পড়ুন মমতা বন্দ্য়োপাধ্য়ায়) হয়তো ভবানীপুরে দাঁড়াতে পারেন তারও ইঙ্গিত এখান থেকে স্পষ্ট হচ্ছে ৷ তাই তিনি জিততে চান পশ্চিমবঙ্গের যে কোনও কেন্দ্র থেকে, যে কোনও মূল্য়ে ৷"

যদিও ধাক্কাধাক্কি ও হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.